Web bengali.cri.cn   
মুক্তার কথা-১৭ আগস্ট
  2013-08-23 19:38:08  cri


মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

এস: আর আছি আমি শিহাবুর রহমান।

মু: বন্ধুরা, শুরুতে 'আমার চীনা স্বাদ ভাল লাগে' শীর্ষক প্রতিযোগিতা-সম্পর্কিত একটি প্রতিবেদন। আজকে আমরা আপনাদেরকে চীনের জাতিগুলো সম্পর্কে জানাবো। চীন একটি বহু জাতিসমৃদ্ধ এবং পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ। বর্তমানে চীনে মোট ৫৬টি জাতি আছে এবং এখানকার মোট জনসংখ্যা ১.৩ বিলিয়ন। চীনের জাতিগুলো হলো: হান জাতি, মংগোলিয়া জাতি, হুই জাতি, তিব্বত জাতি, উইগুর জাতি, মিয়াও জাতি, ই জাতি, জুয়াং জাতি, পু ই জাতি, কোরিয় জাতি, মান জাতি, থুং জাতি, ইয়াও জাতি, পাই জাতি, লি লি জাতি, ওয়া জাতি, শে জাতি, কাওসান জাতি, লাকু জাতি, সুই জাতি, থুং শিয়াং জাতি, নাসি জাতি, চিনফু জাতি, কিরগিজ জাতি, থু জাতি, দাউর জাতি, মুলাও জাতি, ছিয়াং জাতি, পুলাআং জাতি, সালা জাতি, মাওনান জাতি, কেলাও জাতি, সিবো জাতি, আছাং জাতি, ফুমি জাতি, তাজিক জাতি, নু জাতি, উজবেক জাতি, রুশ জাতি, ওওয়েঙ্ক জাতি, তেআন জাতি, পাও আন জাতি, ইয়্যুকুও জাতি, চিং জাতি, তাতার জাতি, তুলুং জাতি, ওলেনছুং জাতি, হেচে জাতি, মেনপা জাতি, লুপা জাতি আর কিনু জাতি। তা ছাড়া চীনে কিছুসংখ্যক অপরিচিত জাতির লোকও আছে।

এস: সুদীর্ঘ কালের ঐতিহাসিক পথপরিক্রমায় ধাপে ধাপে চীন একটি হান জাতিঅধ্যুষিত জাতিতে পরিণত হয়েছে। ৫৬টি জাতির মধ্যে হুই জাতি আর মান জাতি হান ভাষায় কথা বলে। আর বাকী জাতিগুলো প্রধান ভাষা হিসেবে তাদের নিজস্ব ভাষা ব্যবহার করে। এই ৫৬টি জাতি বহু বছর ধরে চীনের ৯৬ লাখ বর্গকিলোমিটার ভূমিতে একসাথে পরিশ্রম করে চীনের সুদীর্ঘকালীন ইতিহাস আর উজ্জ্বল সংস্কৃতি সৃষ্টি করেছে। চীনে হান জাতির জনসংখ্যার অনুপাত মোট লোকসংখ্যার শতকরা ৯২ ভাগ। সংখ্যালঘু জাতির জনসংখ্যা শতকরা ৮ ভাগ। যেহেতু হান জাতির তুলনায় অন্য ৫৫টি জাতির লোকসংখ্যা কম, সেহেতু তাদেরকে সংখ্যালঘু জাতি বলা হয়। এইসব সংখ্যালঘু জাতি প্রধানত চীনের উত্তর-পশ্চিম, দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পূর্ব অঞ্চলে বাস করে।

মু: বন্ধুরা, অনেক কথা হলো। এখন আমরা আপনাদেরকে একটি সুন্দর বাংলা গান শোনাবো।

গান

এস: এখন আপনাদের চিঠির পালা।

বাংলাদেশের জামালপুর জেলার সিআরআই শ্রোতা ক্লাবের আব্দুর রহমান চিঠিতে লিখেছেন,...

মু: বন্ধু আব্দুর রহমান, আমাদের অনুষ্ঠানে বেশির ভাগই ডাকঘরের মাধ্যমে পাঠানো চিঠি পড়ি আমরা। আমরা শ্রোতাদের প্রতি যেমন গুরুত্ব দেই, তেমনি গুরুত্ব দেই ওয়েবসাইট ব্যবহারকারীদের প্রতিও। সেজন্য আমরা চিঠি ছাড়াও ইমেলের উত্তর দেই। কিন্তু ডাকঘরের মাধ্যমে পাঠানো চিঠি সাধারণত সময় মতো পাওয়া যায় না। সেজন্য সেগুলোতে অনুষ্ঠানে পড়তে দেরি হয়। কিন্তু আশা করি, আপনাদের চিঠি লেখার উত্সাহ এতে কমবে না। কারণ আমরা সব শ্রোতাকে গুরুত্ব দেই এবং আপনাদের মতামতের মূল্যায়ন করি। আমাদের প্রায় প্রতিটি অনুষ্ঠানে সপ্তাহিক কুইজ বা মাসিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচনের ব্যবস্থা রয়েছে। এছাড়া 'মুক্তার কথা' অনুষ্ঠানে জ্ঞানযাচাই প্রতিযোগিতারও আয়োজন করছি। শুধু পুরস্কার পাওয়া নয়; আপনাদের চীন ভ্রমণও সম্ভব এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। আশা করি, আপনারা সবাই প্রতিটি প্রতিযোগিতায় অংশ নেবেন।

এস: নওগাঁ জেলার সুমাইয়া চিঠিতে লিখেছেন,...

মু: আচ্ছা, বন্ধু সুমাইয়া, আপনার চিঠির জন্য ধন্যবাদ জানাই। আমরা জানিনা, আপনি কি নতুন নাকি পুরনো শ্রোতা। আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, তাহলে আমাদের সবকিছু জানতে পারবেন। আপনি আমাদের ওয়েবসাইট থেকেও আমাদের অনুষ্ঠানসূচি জানতে এবং বেতার অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো: https://bengali.cri.cn/

আশা করি, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং চিঠি লিখবেন।

এস: একই জেলার সিআরআই ফ্যান ক্লাবের ফিরোজ আহমেদ চিঠিতে লিখেছেন,…

মু: বন্ধু ফিরোজ আহমেদ, আমাদের অনুষ্ঠান শোনার এবং ইতিবাচক মূল্যায়ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি, আপনি ভবিষ্যতে আরো বেশি গঠনমূলক মতামত দেবেন আমাদেরকে।

এস: সিরাজগঞ্জ জেলার আতিকুল ইসলাম তন্ময় চিঠিতে লিখেছেন, …

মু: প্রশংসার জন্য ধন্যবাদ বন্ধু তন্ময়। আশা করি, আপনি আমাদেরকে নিয়মিত মতামত দেবেন।

এস: চট্টগ্রামের একজন শ্রোতা জয়প্রাকাওহ চৌধুরী চিঠিতে লিখেছেন, ....

মু: বন্ধু চৌধুরী, আপনি অনেক প্রশ্ন করেছেন। আপনি আমাদেরকে চিঠি বা ইমেল পাঠাতে পারেন। চিঠির চেয়ে ইমেল আরো তাড়াতাড়ি পাই আমরা। আসলে বাংলাদেশ বা ভারত থেকে চীন অনেক দূরর, সেজন্য চিঠি পাঠালে কখন সেগুলো আমাদের হাতে পৌঁছাবে আমরা জানি না। ডাকে আমরা সাধারণত এক-দুই মাস আগে পাঠানো চিঠি পাই। সেজন্য আপনাদে কোনো জরুরি মতামত থাকলে আমাদেরকে ইমেলে জানাবেন। তাহলে আমাদের কাছে সেটা দ্রুত পৌঁছাবে। আশা করি, আপনি ভবিষ্যতে নিয়মিত আমাদেরকে মতামত দেবেন। ধন্যবাদ।

এস: বগুড়া জেলার প্রিয় জন্মভূমি বেতার সংঘের সম্পাদক এম. মিনহাজ বিপুল চিঠিতে লিখেছেন,....

তিনি বেশ ক'টি প্রশ্ন করেছেন, ...

মু: বন্ধু বিপুল, আপনাকে ধন্যবাদ চিঠি পাঠানো এবং সিআরআই সম্পর্কে জানতে চাওয়ার জন্য।

* এখন সিআরআই ৬৫টি ভাষায় অনুষ্ঠান প্রচার করে। সর্বপ্রথম এ বেতার থেকে অনুষ্ঠান প্রচারিত হয় ১৯৪১ সালে, জাপানি ভাষায়।

* মহাপ্রাচীরের নির্মাণকাজ খ্রিষ্টপূর্ব নবম শতাব্দীতে শুরু হয়। তখন উত্তরাঞ্চলের জাতির আক্রমণ প্রতিরোধ করার জন্য মধ্যচীনের প্রশাসন এ দেওয়াল দিয়ে সীমান্তে নির্মিত প্রহরা টাওয়ারগুলোকে ঘিরে দেয়। শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্যে সীমান্তের নিকটবর্তী পাহাড় বরাবর মহাপ্রাচীর নির্মাণ করা হয়।

* চীনের স্থলভাগের আয়তন প্রায় ৯৬ লাখ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে চীন এশিয়ার বৃহওম দেশ এবং রাশিয়া আর কানাডার পর চীন বিশ্বের তৃতীয় বৃহওম দেশ।

* ২০১০ সালে প্রকাশিত চীনের সর্বশেষ অর্থাত্ 'ষষ্ঠ জাতীয় জনসংখ্যা জরিপ পরিসংখ্যান' অনুযায়ী, চীনে জনসংখ্যা ১৩৭ কোটি ৫ লাখ ৩৬ হাজার ৮৭৫জন।

* চীনে অঞ্চলভেদে প্রধান খাদ্য ভিন্ন। দক্ষিণ চীনের প্রধান খাদ্য ভাত এবং উত্তর চীনের প্রধান খাদ্য আটার তৈরি খাদ্য।

* ১৯৭৫ সালের ৪ অক্টোবর চীন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। এরপর দু'দেশের সম্পর্ক বরাবরই উন্নত হচ্ছে। রাজনীতি, অর্থনীতি, সামরিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দু'দেশের সহযোগিতার জোরালো। আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুগুলোতে দু'দেশের মতামত ও অবস্থান অভিন্ন। দু'দেশের নেতাদের যোগাযোগ ঘনিষ্ঠ। ১৯৭৬ সালের নভেম্বরে দু'দেশের মধ্যে সরকারি সাংস্কৃতিক যোগাযোগ-সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া ক্রীড়া ক্ষেত্রেও দু'দেশের সহযোগিতা ঘনিষ্ঠ। ১৯৭৬ সাল থেকে দু'দেশের মধ্যে ছাত্রছাত্রী বিনিময় কর্মসূচি আছে। ১৯৭৮ সালের মার্চে দু'দেশ বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা-সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে। দু'দেশের মধ্যে সামরিক সহযোগিতাও ঘনিষ্ঠ।

এস: বন্ধু বিপুলের সঙ্গে সঙ্গে তাঁর স্ত্রী মোছাম্মাত্ মিনু আক্তার মিনহাজও আমাদেরকে একটি চিঠি লিখেছেন। তিনি লিখেছেন,....

মু:...

এস: বন্ধুরা, আজকের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা। এ পর্যায়ে আপনাদেরকে আরেকটি সুন্দর বাংলা গান শোনাবো। আশা করি, সব শ্রোতা গানটি পছন্দ করবেন।

গান

এস: প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (মুক্তা/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক