0825
|
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেনতো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি, আপনাদের ভালো লাগে। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই চীনের একজন সুরকার ও গায়ককে। তাঁর নাম জৌ ছুয়ান সিং।
অনুষ্ঠান শুরু করার আগে আমার এক কথা আছে। যদি আপনারা কোন গান শুনতে চান, তা অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আপনাদের প্রিয় গান প্রচার করা হবে এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সি আর আইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার পেন ড্রাইভ। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত আমাদের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন হবে আমাদের চালিকাশক্তি।
তিনি অনেক গানও লিখেছেন। সংগীত জগতে প্রবেশের আগে তিনি শুধু গান লিখতেন। তাঁর লেখা গানগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং তিনি বিখ্যাত হয়ে যান। পরে একটি সংগীত কোম্পানি আবিষ্কার করে যে, জৌ ছুয়ান সিং গান ভালো গাইতেও জানেন। সুযোগ পেয়ে জৌ ছুয়ান সিং নিজের অ্যালবাম প্রকাশ করেন। তাঁর সে অ্যালবামের অধিকাংশ গানই ভালবাসার। তাঁর গান দুঃখজাগানিয়া। আজকের 'সুরের ধারায়' চলুন আমরা একসঙ্গে প্রবেশ করি জৌ ছুয়ান সিংয়ের সংগীতের জগতে। প্রথমেই শুনব'দিনশেষে এবং 'আমার জটিল হৃদয়' শীর্ষক দুটি গান।
বন্ধুরা, জৌ ছুয়ান সিংয়ের গান দু:খভরা বলে কি আপনাদের মনে হয়েছে? ঠিক তাই। কিন্তু তিনি আনন্দের গানও লিখেছেন এবং গেয়েছেন। তেমনি একটি গান শুনুন এখন। গানটির নাম 'সবুজ ফুল'।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে শুনছেন 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা। প্রতি সপ্তাহে প্রচারিত অনুষ্ঠানে সুন্দর সুন্দর গান শুনুন এবং আপনাদের মূল্যবান মতামত দিন। অনুষ্ঠান বিষয়ে কোনো পরামর্শ থাকলেও আমাদের ফোন করুন বা চিঠি লিখুন। আজকের সংগীতনুষ্ঠানের থিম হলো সুরকার ও গায়ক জৌ ছুয়ান সিং। এখন আমরা তাঁর আরও দুটি বিখ্যাত গান শুনবো। গানের নাম হলো 'notebook' এবং 'নিঃসংগ বালিয়াড়ি'।
সুপ্রিয় শ্রোতা, আজকের সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী সপ্তাহের 'সুরের ধারায়' অনুষ্ঠানে আবার আপনাদের শোনাবো সুন্দর সুন্দর নতুন গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাই চিয়ান। (লতা/আলিম)