Web bengali.cri.cn   
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় বন্যায় জানমালের ব্যাপক ক্ষতি
  2013-08-20 18:49:32  cri
আগস্ট ২০: গত ১৪ আগস্ট থেকে চীনের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল ঝড় ও বৃষ্টিপাতের কারণে কয়েকটি অঞ্চল বন্যা-কবলিত হয়েছে।

সোমবার বিকেল চারটা পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াও নিং, চি লিন ও হেই লুং চিয়াং প্রদেশের ৩৭ লাখ ৩৭ হাজার মানুষ দুর্যোগের শিকার হয়। এতে ৮৫জন মারা গেছে এবং ১০৫ ব্যক্তি নিঁখোজ রয়েছে। এছাড়া বন্যার কারণে ১,৬১৪ কোটি ইউয়ানের সরাসরি অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদ এ দুর্যোগকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। সঠিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনার কাজ চালানোর জন্য প্রেসিডেন্ট সি চিন পিং প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

বন্যা প্রতিরোধ ও উদ্ধার কাজে নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য তিনি বিভিন্ন স্থানের কমিউনিস্ট পার্টির শাখা, গণমুক্তি ফৌজ ও সশস্ত্র পুলিশকে নির্দেশ দেন।

প্রেসিডেন্ট আরও বলেন, বর্ষাঋতু পার হয়ে গেলেও বন্যা প্রতিরোধ কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। বন্যা প্রতিরোধে সজাগ থাকা এবং 'সবার উপরে মানুষের নিরাপত্তা সত্য' নীতির ভিত্তিতে নিঁখোজদের উদ্ধার করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

এছাড়া চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াংও দুর্যোগ-পরবর্তী উদ্ধারকাজ তত্ত্বাবধান করছেন। যথাসাধ্য উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। (ওয়াং তান হোং/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক