Web bengali.cri.cn   
বিদেশে সহায়ক চিকিত্সকদের সঙ্গে সি চিন ফিংয়ের সাক্ষাত্
  2013-08-16 17:37:44  cri
    আগস্ট ১৬: চলতি বছর চীনের বিদেশে সহায়ক চিকিত্সক পাঠানোর ৫০ বছর পূর্তী হলো। এ উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন ফিং শুক্রবার সকালে চীনের মহাগণ ভবনে শ্রেষ্ঠ সহায়ক চিকিত্সকদের সঙ্গে সাক্ষাত্ করেন এবং তাদের অভিনন্দন জানান।

    সি চিন ফিং তাঁর ভাষণে বলেন, অনেক দিন ধরে চীনের সহায়ক চিকিত্সকগণ দায়িত্বের সাথে মানবিক সহায়তায় সাড়া দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চিকিত্সা সেবায় আত্মনিবেদন করে আসছেন। তাদের এই মহত্ কাজ চীনের কূটনৈতিক আদানপ্রদানের গুরুত্বপূর্ণ অংশ। এ ক্ষেত্রে দায়িত্বশীল বিভাগের নেতৃত্বের প্রতি গুরুত্বের সাথে চিকিত্সকদের বেতন ভাতা সুনিশ্চিত করা এবং বিদ্যমান যাবতীয় সমস্যার দ্রুত সমাধানের তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট সি চিন ফিং। (স্বর্ণা/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক