Web bengali.cri.cn   
চীনের জনপ্রিয় গায়িকা জিয়াং লিয়াং ইং
  2013-08-16 16:55:02  cri

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করি আপনারা সবাই গ্রীষ্মের প্রচন্ড গরমের ভেতরও সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন। তাই না? আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আমি আপনাদের আমার প্রিয় গানগুলো শুনাই। কি ভালো লাগে তো? আশা করি, আপনারা আমাদের প্রচারিত গানগুলো পছন্দ করেন। আজকের সুরের ধারায় সংগীতানুষ্ঠানে আমি আপনাদের সাথে চীনের একজন জনপ্রিয় গায়িকাকে পরিচয় করিয়ে দিতে চাই। তার নাম জিয়াং লিয়াং ইং।

 

জিয়াং লিয়াং ইং চীনের যুবকযুবতীদের মধ্যে খুবই জনপ্রিয়। তিনি কিন্তু মোটেই তারকাসুলভ নন। তিনি প্রতিবেশীর মেয়ের মতো খুবই অন্তরংগ ও বন্ধুত্বপূর্ণ। ১৯৮৪ সালে চীনের ছেংদু প্রদেশে জিয়াং লিয়াং ইং জন্ম গ্রহন করেন। ২০০৫ সালে চীনের সুপার গার্ল নামে একটি বিখ্যাত সংগীতপ্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সে সময় সুপার গার্ল প্রতিযোগিতাটি চীনে খুবই জনপ্রিয় হয় এবং বিশাল সাফল্য পায়। জিয়াং লিয়াং ইং এ প্রতিযোগিতায় অংশ নেন। যখন তিনি মঞ্চে দাঁড়িয়ে গাইতে শুরু করেন, তখন সবাই আলোড়িত হন। তার কণ্ঠ পরিষ্কার এবং উচ্চ। সবাই জানে যে ডলফিনের কণ্ঠ খুবই উচ্চ, তাই না? জিয়াং লিয়াং ইংয়ের কণ্ঠ ডলফিনের মতো চড়া। তাই সবাই তাঁকে একটি সুন্দর নাম দিয়েছেন: ডলফিন রাজকুমারী। তাই আজকের সুরের ধারায় সংগীতানুষ্ঠানে আমরা একসংগে জিয়াং লিয়াং ইংয়ের কয়েকটি সুন্দর গান উপভোগ করবো। প্রথমে শুনুন তাঁর প্রতিনিধিত্বশীল গান: 'কি কঠিন' এবং 'আমি বিশ্বাস করি'। শুনুন তাহলে গান দু'টি।

প্রিয় শ্রোতা, আপনাদের কাছে এ দু'টি গান কেমন লাগলো? এ ধরণের গান হলো 'ডলফিন সংগীত'। তাই আজকের সংগীতানুষ্ঠানের থিম হলো চীনের ডলফিন রাজকুমারী জিয়াং লিয়াং ইং। জিয়াং লিয়াং ইং শুধু গান গাইতেই পারেন না, তিনি গান লিখতেও পারেন। তাই এখন আমরা তাঁর নিজের লেখা দু'টি গান শুনবো। গানের নাম হলো 'আমাদের প্রতিশ্রুতি' এবং 'যদি এই হয় ভালোবাসা'। এখন শুনুন গান দু'টি।

আপনারা পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে শুনছেন 'সুরের ধারায়'। আপনাদের সংগে আছি আমি লতা। যদি আরও সুন্দর সুন্দর গান শুনতে চান, তাহলে প্রতি সপ্তাহে আমাদের সংগীতানুষ্ঠান শুনুন। যদি আপনাদের কাছে অনুষ্ঠান বিষয়ে কোনো পরামর্শ থাকে, তাহলে ফোন অথবা চিঠির মাধ্যমে আমাদের জানাতে পারেন। আপনাদের সমর্থন হলো আমাদের চালিকা শক্তি। আজকের সংগীতানুষ্ঠান সুরের ধারায়ের শেষ দিকে আপনারা শুনবেন চীনের একটি বিখ্যাত চলচ্চিত্রের থিম সং। জিয়াং লিয়াং এ চলচ্চিত্রের জন্য থিম সং গেয়েছেন। গানটির নাম হলো 'হৃদয় আঁকা'। খুবই সুন্দর এ গানটি। শুনুন তাহলে।

সুপ্রিয় শ্রোতা, আজকের সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। কি আরো গান শুনতে চান? তাহলে আজ নয়, আগামী সপ্তাহের 'সুরের ধারায়' অনুষ্ঠানে আবার আপনাদের শোনাবো সুন্দর সুন্দর নতুন গান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। যাই চিয়ান।(লতা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক