Web bengali.cri.cn   
মুক্তার কথা-০৩ আগষ্ট
  2013-08-08 16:12:26  cri

মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

এস: আর আছি আমি শিহাবুর রহমান।

মু: বন্ধুরা, আজকের অনুষ্ঠান শুরু করার আগে আমরা আপনাদেরকে একটি সুখবর জানাবো। আমরা দক্ষিণ এশিয়ার শ্রোতাদের জন্য এখন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত 'আমার চীনা গল্প' শীর্ষক রচনা প্রতিযোগিতা আয়োজন করছি। চীন সম্পর্কে আপনাদের জানা গল্প বা আপনাদের অভিজ্ঞতা কি আমাদেরকে জানাতে চান? তাহলে এ প্রতিযোগিতা হবে আপনাদের জন্য সেরা সুযোগ। আপনি কি পেইচিংয়ে মহাপ্রচীর ও নিষিদ্ধ নগরী ভ্রমণ করতে চান কিংবা পেইচিংয়ের বৈশিষ্ট্যময় খাবার পেইচিং ডাক খেতে চান? তাহলে এবারের সুযোগ হারাবেন না। এ প্রতিযোগিতায় আপনাদের পুরস্কার এবং চীন ভ্রমণ করার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এস: চীন আন্তর্জাতিক বেতার অর্থাত্ সিআরআই হলো ৬৫টি ভাষায় সারা বিশ্বে সম্প্রচারিত চীনের একমাত্র সরকারি বেতার। সিআরআই-এর মাধ্যমে চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মৈত্রী জোরদার করার চেষ্টা করে। আপনার রচনা কমপক্ষে ৮শ' শব্দের হতে হবে এবং রচনার সঙ্গে বিষয়-সম্পর্কিত ছবি থাকলে ভাল। ৩০ সেপ্টেম্বরের আগে আপনাদের রচনা আমাদের কাছে পৌঁছতে হবে। যদি আপনারা অডিও বা ভিডিওর মাধ্যমে নিজের কণ্ঠে গল্প বা অভিজ্ঞতা করে পাঠান, তাহলে পুরস্কার পাওয়ার সম্ভাবনা আরো বেশি। আমরা দক্ষিণ এশিয়ার ছ'টি ভাষা-বিভাগের শ্রোতাদের মধ্য থেকে মোট ১০জনকে প্রথম, ২০জনকে দ্বিতীয় ও ৩০জনকে তৃতীয় শ্রেণীর বিজয়ী শ্রোতা নির্বাচিত করবো। এছাড়া ৫জনকে বিশেষ পুরস্কার বিজয়ী শ্রোতা নির্বাচন করা হবে পেইচিংয়ে এক সপ্তাহের ভ্রমণের জন্য। বন্ধুরা, তাড়াতাড়ি আমাদেরকে চীন সম্পর্কে আপনাদের নিজের গল্প বা অভিজ্ঞতার কথা জানান। আমরা পেইচিংয়ে আপনাদের জন্য অপেক্ষা করছি।

মু: আচ্ছা, এখন 'আমার চীনা স্বাদ ভাল লাগে' শীর্ষক প্রতিযোগিতা সম্পর্কে একটি প্রতিবেদন। আজকে আমরা আপনাদেরকে চীনা পর্যটন সম্পদ সম্পর্কে কিছু বলবো। চীন একটি বিশাল দেশ এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যে ভরা। চীনের সংস্কৃতি অত্যন্ত উজ্জ্বল। বহু জাতি অধ্যুষিত একটি দেশ হিসেবে চীনের রয়েছে বৈচিত্র্যময় রীতি ও প্রথা। চীনে প্রচুর বৈশিষ্ট্যসমৃদ্ধ স্থানীয় পণ্য পাওয়া যায় এবং সেগুলোর শিল্পমান সুচারু। চীনের খাবার বিশ্ববিখ্যাত এবং পর্যটন সম্পদ অত্যন্ত সম্মৃদ্ধ। চীনে পর্যটন খাতের ভবিষ্যত সম্ভাবনা খুব উজ্জ্বল। চীনের অর্থনৈতিক বিকাশ আর উন্মুক্ততার মাত্রা ক্রমান্বয়ে প্রসারিত হওয়ার সংগে সংগে পর্যটনশিল্প অর্থনৈতিক বিকাশের একটি নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় দশর্নীয় স্থানের সংখ্যা ক্রমাগতভাবে বেড়ে চলেছে, অবকাঠামো নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে এবং এখানে ভ্রমণ করতে আসা বিদেশি পর্যটকের সংখ্যা বছর বছর বাড়ছে।

এস: চীনের পর্যটন সম্পদ বৈচিত্রময়,শৈলীও নানা রকমের। ভূ-সংস্থানে আছে নানা তারতম্য ও রূপবৈচিত্র্য। ঠুলুফান অবভূমির আইদিন হৃদের তলা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫৫ মিটার নীচে, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃংগ - চুমুলাংমা বা এভারেস্টশৃংগ – সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৮৪৮ দশমিক ১৩ মিটার উঁচু। সারা পৃথিবীতে এটা অদ্বিতীয়। আবার পর্যটন জলবায়ুর তথ্য ধরা যাক – চীনে অঞ্চলভেদে জলবায়ুর মধ্যে আকাশ-পাতাল তফাত দেখা যায়। উল্লেখ্য, যে অঞ্চলে পর্বতমালা দক্ষিণ-উত্তরে বিস্তৃত, সেখানে জলবায়ু বেশি বৈচিত্র্যময়। চীনে একটি কথা আছে - একই পাহাড়ে চারটি ঋতু। পাঁচ কিলোমিটারের ব্যবধানে ভিন্ন জলবায়ু। চীন হচ্ছে বিশ্ব সভ্যতার জন্মস্থানগুলোর অন্যতম। চীনের ইতিহাস সুদীর্ঘকালের এবং সংস্কৃতি উজ্জ্বল। আদিকাল থেকে এখন পর্যন্ত সংরক্ষিত মূল্যবান ঐতিহ্য অত্যন্ত মূল্যবান পর্যটন সম্পদের রূপ গ্রহণ করেছে। ১৯৪৯ সালে নয়াচীন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে চীনের ৩৪টি প্রাদেশিক প্রশাসন ইউনিটের মধ্যে ২৯টি ইউনিটে পুরাতন প্রস্তর যুগের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

মু: চীনে প্রচুর দর্শনীয় স্থান আর পুরাকীর্তি আছে। এগুলোর মধ্যে ছিন রাজবংশের প্রধান সম্রাট - ছিন শিহুয়াং-এর ভূর্গভস্থ সৈনিক ও ঘোড়ার টেরাকোটা জাদুঘর এবং পিতলের তৈরি ঘোড়ার গাড়িকে বিশ্বের অষ্টম বিস্ময় বলে আখ্যা দেওয়া হয়। ছিন রাজবংশের সৈনিক ও ঘোড়ার টেরাকোটা জাদুঘরে প্রত্যেক দিন লক্ষাধিক পর্যটক বেড়াতে যান। কানসু প্রদেশের তুনহুয়াং মোকাও গুহামন্দিরে বৌদ্ধধর্মের শিল্পকলা বিশ্বের শিল্পকলা-ভাণ্ডার বলে সর্বজনস্বীকৃত। বিশ্ববিখ্যাত মহাপ্রাচীর নিঃসন্দেহে চীনা জনগণের এমন একটি গৌরবদীপ্ত জায়গা যা না দেখলে জীবন অসম্পূর্ণ থেকে যায়। তাছাড়া, চীনে ৫৬টি সংখ্যালঘু জাতি আছে। নিজ নিজ জাতির স্ববৈশিষ্ট্যসম্পন্ন ইতিহাস, সংস্কৃতি ও রীতিপ্রথা আছে। এসব একেকটি বৈচিত্রময়, আকর্ষণীয় ও অপরূপ সাংস্কৃতিক আকর্ষণ।

এস: বন্ধুরা, অনেক কথা হল। এখন আমরা আপনাদেরকে একটি সুন্দর বাংলা গান শোনাবো। আশা করি, সবাই গানটি পছন্দ করবেন।

গান

এস: এখন আপনাদের চিঠির পালা।

এস: বাংলাদেশের পাবনা জেলার রেডিও ফ্যান ক্লাবের সভাপতি রিনা পারভীন চিঠিতে লিখেছেন, "সুপ্রিয় মুক্তা আপু, কেমন আছেন? আমাদের ক্লাবের বিস্তারিত বিবরণসহ কয়েকটি ইমেইল করেছি। এখন পর্যন্ত কোনো জবাব পেলাম না। আমরা আশা করছি, অচিরেই জবাব পাবো এবং আমাদের ক্লাবের নাম আপনাদের শ্রোতা তালিকায় অন্তর্ভূক্ত করে নেবেন। আমরা নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি প্রতিদিন আপনাদের চমত্কার সুবিন্যাস্ত ওয়েবসাইট ভিজিট করি। ওয়েবসাইট আমরা দারুণ উপভোগ করি। বাংলা শ্রোতাজরিপ গত ৩০জুন শেষ হয়ে গেছে। এর বিজয়ীদের নাম ঘোষণার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। যে কোনো কুইজে বিজয়ী নির্বাচন করার ক্ষেত্রে নতুন শ্রোতাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করছি। নতুনদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়ার সুপারিশ করছি। আমাদের নতুন ক্লাবের জন্য কিছু উপহারের প্রত্যাশা জানিয়ে এখানেই শেষ করছি।"

মু: বন্ধু রিনা পারভীন, এই তো আপনার চিঠির উত্তর পেলেন। এখন খুশি তো? আপনার ক্লাবের নামও আমাদের শ্রোতা তালিকায় অন্তর্ভুক্ত করেছি। আশা করি, আপনিসহ আপনার ক্লাবের সব সদস্য আমাদেরকে নিয়মিত চিঠি লিখবেন। আমরা প্রতিযোগিতার বিজয়ী নির্বাচনে নতুন বা পুরনো বিবেচনা করি না। আমরা সব শ্রোতার মধ্য থেকে বিজয়ী নির্বাচন করি। আশা করি, সব শ্রোতা আমাদের প্রতিযোগিতায় অংশ নেবেন।

এস: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইয়ামিন হোসেন "নিন হাউ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমার পক্ষ থেকে সি আর আই-এর সকল কলাকুশলী এবং বিশ্বের সকল শ্রোতাবন্ধুকে জানাই আগত পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। ঈদ সকলের জন্য শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনুক। বলে রাখা ভালো, 'মুক্তার কথা' অনুষ্ঠানে আমার চিঠি পড়া হতো না বলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনবো কিন্তু কোনো মতামত দেব না। যাই হোক তারপর মুক্তা ম্যাডামের প্রতি আমার রাগ কিছুটা হলেও কমেছে। কারণ জুলাই মাসের ৬ এবং ১৩ তারিখে তিনি পরপর আমার দুটি চিঠি পড়েছেন। এজন্য মুক্তা ম্যাডাম,আলিমুল ভাই এবং সি আর আই কে ধন্যবাদ জানাই। কিন্তু তবুও বলতে বাধ্য হচ্ছি যে, কোনো চিঠিতে আপনাদের কোনো সমালোচনা থাকলে আপনারা সেই অংশটুকু বাদ দিয়ে পড়েন। এটা ঠিক নয়। সমালোচনাই তো কারোর ভুলত্রুটিগুলো ধরিয়ে দেয়। তাছাড়া 'মুক্তার কথা' অনুষ্ঠানের গুনগতমান দিন দিন যেভাবে উন্নত হচ্ছে তাতে আমরা খুব আনন্দিত। কিন্তু, তবুও অনুষ্ঠানের আরো অগ্রগতি ও শ্রীবৃদ্ধির জন্য সমালোচনা অবশ্যই প্রয়োজন। তাই আমার অনুরোধ, কোনো শ্রোতার সমালোচনাকে উপেক্ষা না করে সেগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করতে হবে। আর আমি আমার ঠিকানায় 'পূবের জানালা'র কয়েকটি কপি, শ্রোতা রেজিস্ট্রেশন ফরম, কিছু উপহার সামগ্রী – যেমন ডায়েরি, কলম, বই ইত্যাদি পাঠাতে অনুরোধ করেছিলাম। শুধু তাই নয়, এ ব্যাপারে এর আগেও আমি আপনাদেরকে বহুবার অনুরোধ করলেও আপনারা তাতে কর্ণপাত করেননি। অনুগ্রহ করে উপরে উল্লিখিত অনুরোধকৃত জিনিসগুলো আমার ঠিকানায় দ্রুত পাঠানোর জন্য আবেদন রাখছি। আশা করি, এবার আর সি আর আই আমাকে নিরাশ করবে না। সবশেষে, সি আর আই বাংলাকে আমার প্রাণঢালা ভালোবাসা এবং অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে বাংলা বিভাগের আরো বেশি নিরপেক্ষতা ও স্বচ্ছতা কামনা করি। চাই চিয়ান।"

মু: …

এস: ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সিআরআই উইমেন লিসেনার্স ফোরাম অব ইন্ডিয়া'র ববি সুলতানা (BABI SULTANA) লিখেছেন: "আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনি। আমার খুব ভালো লাগে। আমি যোগাযোগ করতে পারি না কারণ আমার নিজের নেট কানেকশন নেই। আমি সাইবার ক্যাফেতে গিয়ে এই ইমেল করছি। নতুন মহিলা শ্রোতা হিসাবে আমাকে গ্রহণ করলে খুব ভালো লাগবে এবং আরো অনুষ্ঠান শোনার ও চিঠি লেখার উত্সাহ পাব। আমার পক্ষে প্রতি সপ্তাহে সাইবার ক্যাফে গিয়ে ইমেল করা সম্ভব নয়।"

মু: বন্ধু ববি সুলতানা, আমরা জানি আপনার মতো অনেক শ্রোতার ইন্টারনেট সংযোগ নেই এবং অনেক বৈরি পরিস্থিতিতে আমাদেরকে চিঠি লিখছেন। আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আশা করি, আমাদের সঙ্গে আপনাদের যোগাযোগ কখনো বন্ধ হবে না এবং আমরা সুযোগ পেলে আপনাদেরকে ফেরত্ খাম পাঠাবো। ধন্যবাদ।

এস: দক্ষিণ দিনাজপুর জেলার ইন্টারন্যাশন্যাল রেডিও লিসেনার্স ক্লাবের সম্পাদক দেবাশীষ গোপ চিঠিতে লিখেছেন, …

মু: বন্ধু দেবাশীষ গোপ, আপনাকে চিঠির জন্য ধন্যবাদ জানাই। আপনার প্রশ্নের জবাব হলো: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর হিসেবে, এ বছরের প্রথমার্ধে চীনের শহরে জনগণের গড় আয় ছিল ১৩,৬৪৯ ইউয়ান রেনমিনপি। এটা গত বছরের একই সময়ের চেয়ে ৯.১ শতাংশ বেশি। তবে সিপিআই'র বাড়ানো ছাড়া মাত্র ৬.৫ শতাংশ বেড়েছে।

আপনি চীনা শিশু শিল্পীদের কণ্ঠে যে কোনো একটি গান শোনানোর অনুরোধ জানিয়েছেন। আচ্ছা এখন আমরা আপনি ও অন্য সব শ্রোতার জন্য চীনা শিশু শিল্পী …র কণ্ঠে … একটি গান শোনাবো। গানের শিরোনাম … এবং গানের কথা হলো…

গান

এস: প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (মুক্তা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক