Web bengali.cri.cn   
জ্বালানী সম্পদ ব্যবহারে চীনের অবস্থান শীর্ষে
  2013-08-02 18:50:35  cri
আগষ্ট ২: চীন জ্বালানী সম্পদের ব্যবহারের বিশ্বের শীর্ষ স্থানে অবস্থান করছে, কিন্তু পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে আরো অধিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।

জাতিসংঘের পরিবেশ দপ্তরের শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এখন চীন বিশ্বের বৃহত্তম জ্বালানী ব্যবহারের দেশে পরিণত হয়েছে। এর পরিমান যুক্তরাষ্ট্রের চারগুণ।

চীনের শহর অবকাঠামো নির্মাণ, জ্বালানী ব্যবস্থা, ও উত্পাদন ক্ষমতার উন্নয়ন করা হল জ্বলানী ব্যবহারের পরিমাণ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ। এরমধ্যে প্রায় ২০শতাংশ রপ্তানীজাত পণ্যের উত্পাদনে ব্যবহৃত হয়।

এছাড়া চীনের জ্বালানী সম্পদ ব্যবহারের কার্যকারিতা গত ৪০ বছরে যেকোন দেশ ও অঞ্চলের উপরে রয়েছে।

তবে প্রতিবেদনে বলা হয়েছে যে, চীনের জ্বালানী সম্পদের ব্যবহার পরিবেশ সুরক্ষার চাপ উপশম করতে পারছে না। যদি চীন বর্তমান অবস্থার কার্যকর উন্নয়ন করতে না পারে, তাহলে পরিবেশ সুরক্ষা আরো বেশি হুমকির মুখে পড়বে। (ছাই)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক