Web bengali.cri.cn   
আবাসিক কিন্ডারগার্টেন
  2013-07-31 10:03:21  cri


পেইচিংয়ের পশ্চিমাঞ্চলের একটি আবাসিক এলাকার একটি কিন্ডারগার্টেনে শিশুরা গান গাইছে ও নৃত্য করছে। এ আবাসিক কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ওয়ে লি সুয়ে শিশু ও তাদের মা- বাবাদের জন্য একটি বিশেষ পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেন। ওয়ে লি সুয়ে বলেন, তার কিন্ডারগার্টেন সরকারি না হলেও, তিনি অন্য শিক্ষকদের সঙ্গে এ রকমের অনুষ্ঠান আয়োজন করতে চান।

শিশুশিক্ষা বিষয়ে স্নাতক ওয়ে লি সুয়ের বয়স মাত্র ২৪ হলেও তিনি একজন অভিজ্ঞতা-সমৃদ্ধ শিশুশিক্ষক। তিনি বলেন,

"আমার স্বপ্ন হচ্ছে আবাসিক এলাকায় তিন-তলা ১২টি ক্লাসরুমের একটি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করা। যদিও এখনও আমার এ আশা বাস্তবায়িত হয়নি। তবে আমি আশা করি, ভবিষ্যতে একটি বড় কিন্ডারগার্টেনের মালিক হবো আমি।"

স্নাতক ডিগ্রি অর্জনের পর ৬ বছর ওয়ে লি সুয়ে ৬টি ভিন্ন কিন্ডারগার্টেনে কাজ করেন। অনেক অভিজ্ঞতা অর্জনের পর তিনি নিজেই একটি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। যখন কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেন, তখন তিনি আগের সহপাঠী ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করেন। তাঁরা তাঁকে অনেক ভালো পরামর্শ দেন। ২০১১ সালে জুলাই মাসে আবাসিক এলাকায় ওয়ে লি সুয়ে নিজের কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেন। তাঁর কিন্ডারগার্টেন ১ থেকে ৩ বছর বয়সী শিশুদের গ্রহণ করে। তবে শুরুর দিকে ওয়ে লি সুয়েকে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়। জায়গা ও শিক্ষক ছাড়া তাঁর প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় প্রচারপত্র বিলি। তিনি বলেন,

"একবার আমি যখন প্রচারপত্র বিলি করছিলাম একজন প্রহরী আমার প্রচারপত্র কেড়ে নেন এবং আমাকে সেখান থেকে বের করে দেন। আমি খুব কষ্ট পাই।"

ভালভাবে প্রচার করতে না পারার কারণে প্রথম বছর মাত্র ২জন শিশু ভর্তি হয় ওয়ে লি সুয়ের কিন্ডারগার্টেন। তিনি বলেন,

"প্রথম বছর মাত্র দুজন শিক্ষক ও দুজন শিশু ছিল। প্রতি মাসে প্রতিটি শিশুর জন্য ১৩০০ ইউয়ান ফি পাই। তবে আমাদের বাড়িভাড়া খুব বেশি এবং প্রতি মাসে আমার ঘাটতি দাঁড়ায় ৮,০০০ ইউয়ান। তখন আমার স্কুল বন্ধ করে দেওয়ার চিন্তা এসেছিল। তবে ধাপে ধাপে আরও বেশি শিশুর মা-বাবা আমাকে পরামর্শ দেন। তাঁরা আমাকে সাহস যোগান।"

শিক্ষক ভান ওয়ে লি সুয়ের এ কিন্ডারগার্টেন প্রতিষ্ঠায় অনেক সহায়তা দেন। তিনি নিজেও এক সময় একটি শিশু প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন কিন্তু ব্যর্থ হন। একদিন শিক্ষক ভান ওয়েবসাইটে ওয়ে লি সুয়ের কিন্ডারগার্টেনে শিক্ষক নিয়োগের তথ্য দেখেন এবং কিন্ডারগার্টেন সম্পর্কে ওয়ে লি সুয়ের বর্ণনা তাঁকে আকর্ষণ করে। শিক্ষক ভান বলেন,

"যখন আমি জানতে পারি ওয়ে লি সুয়ে একটি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করতে চান এবং সেজন্য একজন অংশীদার খুঁজছেন তখন আমি খুব অভিভূত হই। তখন থেকে এ পর্যন্ত আমি তার সঙ্গে এ কিন্ডারগার্টেনে কাজ করছি। যদিও তাঁর চেয়ে আমার বয়স বেশি, তবে তিনি বেশি সাহসী।"

দেড় বছর পর কিন্ডারগার্টেনের শিক্ষকের সংখ্যা ৫জনে এবং শিশুর সংখ্যা ২০টিতে উন্নীত হয়। কিন্ডারগার্টেনের শিশুরা খুব ছোট। তাই নিজেরা খেতে, টয়লেটে যেতে এমনকি কথা বলতে পারে না। দুই বছর বয়সী লাং লাং দেড় বছর বয়সে কিন্ডারগার্টেনে আসে। লাং লাংয়ের মা স্মরণ করে বলেন, লাং লাংকে কিন্ডারগার্টেন বা জন্মস্থানে দাদা-দাদির কাছে পাঠানো নিয়ে ভাবছিলেন তিনি।

তিনি বলেন, "আমি শিক্ষককে জানাই যে, লাং লাং নিজে খেতে, টয়লেটে যেতে এবং কথা বলতে পারে না। তবে শিক্ষক আমাকে বলেন, চিন্তা করতে হবে না, তারা লাং লাংয়ের যত্ন নিতে পারবে। শিক্ষক মার মতো শিশুকে খাবার দেন, ডায়াপার পরির্বতন করেন এবং সবসময় তার ওপর নজর রাখেন। লাং লাংয়ের দাদা-দাদির বয়স অনেক এবং তাদেরকে আমার শিশু লালন করতে হলে আমি অপরাধ বোধ করি। আমি মনে করি, এ রকমের কিন্ডারগার্টেন আমাকে অনেক সাহায্য করছে এবং এটি একটি ভাল বিকল্প।"

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক