কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং দেশের প্রেসিডেন্ট সি চিনপিং সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিভিন্ন মহলের ব্যক্তিরা চীনের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং চলতি বছরের দ্বিতীয়ার্ধের অর্থনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
প্রেসিডেন্ট সি বলেন, বিভিন্ন গণতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির নেতারা ব্যাংকিং খাতের সংস্কার, বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবন, সামাজিক ব্যবস্থাপনা, গণসেবা এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে অনেক গঠনমূলক মতামত দেন। এটা সঠিক নীতি ও ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির জন্য খুব সহায়ক হয়।
তিনি আরো বলেন, "আমাদের উচিত অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় সৃষ্ট মতভেদ ও সমস্যা উপলব্ধি করা। শিল্পের কাঠামো সুবিন্যাস, ইতিবাচক ও স্থিতিশীল গতিতে শহরায়ন, শহরের লোকসংখ্যা নিয়ন্ত্রণ, ভূমি সাশ্রয়, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, ব্যাংকিং তত্ত্বাবধান জোরদার করা।"
প্রেসিডেন্ট বলেন, ইতিবাচকভাবে জনগণের জীবনযাত্রা এবং মৌলিক গণসেবার মান উন্নত করতে হবে। (ছাই/এসআর)