Web bengali.cri.cn   
চীনের অর্থনৈতিক কাঠামোর সুবিন্যাস আঞ্চলিক উন্নয়নে সহায়ক
  2013-07-29 15:02:08  cri

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো থেকে সম্প্রতি প্রকাশিত উপাত্তে দেখা যায়, চলতি বছরের প্রথমার্ধে চীনের জিডিপি আগের বছরের একই সময়ের চেয়ে ৭.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কিছু মাত্রায় মন্থর হয়েছে। এ প্রসঙ্গে থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্রাসার্ন ট্রায়েরাটভোরাকুল বলেন, চীনের সর্বশেষ অর্থনৈতিক উপাত্ত থেকে বোঝা যায়, চীন সরকার প্রবৃদ্ধির কাঠামো সুবিন্যাস করেছে এবং উন্নয়নের গুণগত মানের ওপর গুরুত্ব দিচ্ছে। এটা আঞ্চলিক অর্থনীতির উন্নয়নের জন্য অনুকুল হবে। এখন শুনুন এ সম্পর্কিত একটি প্রতিবেদন।

জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত চীনের অর্থনৈতিক ব্যবস্থাপনা উপাত্ত অনুযায়ী, এ বছরের প্রথমার্ধে চীনের জিডিপি ছিল ২৪ ট্রিলিয়ন ইউয়ান রেনমিনপি। গত বছরের একই সময়ের চেয়ে এটা ৭.৬ শতাংশ বেশি। এর মধ্যে প্রথম প্রান্তিকে জিডিপিতে প্রবৃদ্ধি হয় ৭.৭ শতাংশ এবং দ্বিতীয় প্রান্তিকে ৭.৫ শতাংশ।

থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্রাসার্ন ট্রায়েরাটভোরাকুল

চীনের অর্থনীতির প্রবৃদ্ধির গতি মন্থর হওয়ার ধারা দেখে মানুষের আশঙ্কা যে, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি বজায় থাকবে কিনা? অন্যদিকে, চীনের অর্থনীতি আঞ্চলিক অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করে। পূর্ব এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক সত্তাগুলোর ওপর সরাসরি প্রভাব পড়ে চীনের অর্থনৈতিক ধারার। থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্রাসার্ন সম্প্রতি ব্যাংককে বলেন, "তথ্যমাধ্যমের খবর আর চীনের একই পেশার কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তায় আমরা জেনেছি, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি মন্থর হওয়া থেকে প্রতিপন্ন হয়েছে যে, চীন সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির গুণগত মান ভারসাম্য ও উন্নত করার প্রচেষ্টা চালাচ্ছে। যদি বিশাল অর্থনৈতিক আকারের অধিকারী চীন টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে পারে, তাহলে এ অঞ্চলের সকল অর্থনৈতিক সত্তার প্রবৃদ্ধির জন্য সেটা সহায়ক হবে।"

বিশ্লেষকরা মনে করেন, চীনের অর্থনৈতিক ব্যবস্থাপনার সর্বশেষ উপাত্ত থেকে কেবল চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি মন্থর হওয়ার ধারা প্রকাশিত হয়নি; উন্নয়নের প্রক্রিয়ায় চীনের অর্থনৈতিক কাঠামোর সমস্যাও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কোনো কোনো অর্থনীতিবিদ মনে করেন, এ বছরের দ্বিতীয়ার্ধে চীনের অর্থনৈতিক উন্নয়নের প্রধান দিক হবে কাঠামোর সুবিন্যাস। থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্রাসার্ন বলেন, "প্রতিটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বাধা আর কাঠামোগত সমস্যা আছে। ফলে আমরা কাঠামোগত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দেশের ব্যবস্থা গ্রহণ এবং অর্থনৈতিক উন্নয়নের গুণগত মানের ওপর গুরুত্ব প্রদানকে স্বাগত জানাই।"

বিশ্ব অর্থনীতির ভবিষ্যত গতি অস্পষ্ট নয় এবং থাইল্যান্ডের অভ্যন্তরীণ অর্থনৈতিক নীতির ধারাবাহিকতার ব্যাপারে আশঙ্কা রয়েছে বলে থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ১৯ জুলাই প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে ২০১৩ সালে দেশটির অর্থনীতির প্রত্যাশিত প্রবৃদ্ধির হার ৫.১ শতাংশ থেকে কমিয়ে ৪.২ শতাংশ আর মুদ্রাস্ফীতির হার ২.৭ শতাংশ থেকে কমিয়ে ২.৩ শতাংশ নির্ধারণ করে।

থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্রাসার্ন বলেন, এ বছরের প্রথম দুই প্রান্তিকে তাদের অর্থনীতির প্রবৃদ্ধির গতি মন্থর হওয়ার পর এ বছরের দ্বিতীয়ার্ধে স্বাভাবিক হয়ে যাবে। ফলে এখন স্বল্পস্থায়ী অর্থনীতি চাঙা করে তোলার ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। (ইয়ু/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক