Web bengali.cri.cn   
বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থান থেকে পদত্যাগের সবচেয়ে অভিন্ন পদ্ধতি
  2013-07-22 14:12:23  cri


বর্তমানে একটি ভালো কর্মসংস্থান হওয়া সত্যি খুব কঠিন, কিন্তু তা সত্যেও অনেকেই আছেন যারা কর্মসংস্থান থেকে পদত্যাগ করেন। পদত্যাগ করা আসলে সাধারণ একটা ব্যাপার, কিন্তু কেউ কেউ এ ক্ষেত্রে খুব ক্রেজি পদ্ধতি অবলম্বন করে পদত্যাগ করে থাকেন।

নেইল বেইলী নামে এক ভদ্রলোক যিনি দু'সপ্তাহ সময় নিয়ে তাঁর বিশেষ পদত্যাগ পত্রটি প্রস্তুত করেছেন। কারণ তাঁর পদত্যাগ পত্রটি কাগজে লেখা নয়, সেটি ক্রিম কেকে লেখা হয়েছে এবং কেকটি এতটাই সুস্বাদু যে কোম্পানীর সবাই পত্রটি পেশ করার সাথে সাথেই গাপুস গুপুস করে খেয়ে শেষ করে ফেলেন আর কেক নামের পদত্যাগ পত্রের ভূয়সী প্রশংসা করেন। আপনারা কি সত্যিই জানতে চান, লোকটি কেকের মধ্যে কি লিখে ছিলেন? হয়তো আপনারা ভাবছেন, একটি কেকে কত শব্দই বা আর লেখা যাবে, তাই না? সাধারণ দু'চারটি কথা দিয়েই হয়তো তার পদত্যাগের কথা ঘোষণা করা হয়েছে। আসলে তা নয়, এটা সত্যি ছোট নয়, বেশ বড় এবং বেশ কয়েকটি লাইন লেখা রয়েছে তাতে। তাহলে এখন আপনাদের পড়ে শুনাচ্ছি সেই পদত্যাগ পত্রে আসলে কি লেখা রয়েছে। কেকে তিনি লিখেছেন, ডিয়ার বোস, গত তিন বছরে আমি কোম্পানী থেকে অনেক কিছু শিখেছি। এমন ভালো কোম্পানীতে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পেরে আমি খুবই আনন্দিত। তবে এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আরো বেশি সময় নিয়ে পরিবারের সবার সঙ্গে থাকবো। আমি তাদের স্বাস্থ্যের যত্ন নেবো। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এই শ্রেষ্ঠ কোম্পানীতে কাজ করার অভিজ্ঞতা আমি কখনই ভুলবো না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, এ কোম্পানী উত্তর উত্তর উন্নতি শিখরে পৌঁছাবে। তাই আমার বিনীত অনুরোধ দয়া আমার পদত্যাগ পত্রটির স্বাদ গ্রহণ করুন। কারন আমি ২৭ মার্চ থেকে এ কোম্পানী ত্যাগ করতে চাই। পরলিপী: নেইল বেইলী

স্টিফেন নামে এক এয়ার কোম্পানীর কর্মী, যিনি যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিমানবন্দরে এক যাত্রীর সাথে ঝগড়া করেন এবং তিনি এসময়ে এতই উত্তেজিত হয়ে পড়েন যে, তিনি কোনো ভাবেই আর সহ্য করতে না পেরে পদত্যাগের সিদ্ধান্ত নেন। তুমি জানো, বিমান ত্যাগ করার সময় তিনি কি করেছেন? তিনি মাইক্রফোনে জোরে জোরে বলেন, যে মহিলা আমার সঙ্গে ঝগড়া করেছে, হ্যাঁ, এখন আমি তোমার সঙ্গে কথা বলছি, আমি এ কাজ ২৮ বছর ধরে করেছি। আমি আর সহ্য করতে পারছি না, আমি তোমার মত মানুষকে খুব ঘৃণা করি। হ্যাঁ, আমি এখানে আর কাজ আর করবো না"। এর পর তিনি জরুরী প্রস্থান-এর মাধ্যমে বিমান থেকে নেমে আসেন। এরপর তিনি একটি ট্রেনে চড়ে তাঁর গন্তব্য স্টেশন চলে যান। এরপরও তার ক্রেইজি আচরণ শেষ হয় নি, তিনি ট্রেন থেকে নেমে আশেপাশের লোকজনদের উপেক্ষা করে সব কাপড় খুলে ফেলেন এবং চিত্কার করতে থাকেন, অবশেষে পুলিশ তাঁকে গ্রেফতার করে এবং এ জন্য তাকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হয়।

যখন আপনি পদত্যাগ করতে চান, তখন কি বসের সঙ্গে মুখোমুখি হয়ে পদত্যাগের কথা বলতে আপনার কি উত্তেজনা বোধ হয়? এখানে একটি মজার পদ্ধতি এ সমস্যার সমাধান করতে পারে। অস্ত্রেলিয়ার একজন প্রোগামার খুব বিরক্তকর অর্থাত্ কাগজে লেখা পদত্যাগ পত্রের মাধ্যমে বস এবং সহকর্মীকে তার পদত্যাগের কথা জানাতে চায় না, তাই তিনি একটি পিসি গ্যাম ডিজাইন করেন। যদি আপনি এ গ্যামের সব চ্যালেঞ্জ অতিক্রম করে গন্তব্য স্থানে পৌঁছান, তাহলে আপনি দেখতে পাবেন তার মনের কথা: অর্থাত্ আমি পদত্যাগ করতে চাই।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক