Web bengali.cri.cn   
আন্তর্জাতিক সন্ত্রাস দমন কার্যক্রম জোরদার করবে শাংহাই সহযোগিতা সংস্থা
  2013-07-14 18:20:00  cri

জুলাই ১৪: শাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পরিষদের এক বৈঠক শনিবার কিরগিজস্তানে অনুষ্ঠিত হয়।

পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, বিছিন্নতাবাদ, চরমপন্থা, আন্তর্জাতিক অপরাধ, অবৈধ মাদক পাচার, অস্ত্র, বোমা ও বিস্ফোরক পাচার এবং তথ্যনিরাপত্তা-সংশ্লিষ্ট হুমকিসহ বিভিন্ন সমস্যা মোকাবিলার জন্য সংস্থার সদস্যদেশগুলো ইতিবাচক ও কার্যকর অভিযান চালাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীরা মনে করেন, এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা আফগান পরিস্থিতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

আগফান সমস্যায় জাতিসংঘ যে ভূমিকা পালন করছে, তার সমর্থন করে সব সদস্য দেশ। শাংহাই সহযোগিতা সংস্থা আশা করে, আফগানিস্তান স্বাধীন, শান্তিপূর্ণ, নিরপেক্ষ, সমৃদ্ধ এবং সন্ত্রাসবাদ ও মাদকবিহীন দেশে পরিণত হবে।

পররাষ্ট্রমন্ত্রীরা মাদক দমনে অন্য দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কার্যকর সহযোগিতা চালানোর সিদ্ধান্ত নেন। (ওয়াং তান হোং/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক