Web bengali.cri.cn   
রূপকথা-ভিত্তিক টিভি নাটক 'কু চিয়েন ছি থান'-এর শুটিং
  2013-07-12 16:51:02  cri

রূপকথা-ভিত্তিক টিভি নাটক 'কু চিয়েন ছি থান'-এর শুটিং গত ২ জুলাই চীনের হেং টিয়েনে শুরু হয়েছে।'কু চিয়েন ছি থান' আসলে একটি ইন্টারনেট গেম ছিল। এ গেম খুব জনপ্রিয় হওয়ায় এখন টিভি নাটক তৈরি করা হচ্ছে। নাটকের প্রধান দুই চরিত্রে ইয়াং মি ও লি ই ফেং অভিনয় করছেন। এতে আরও অভিনয় করছেন চীনের বিখ্যাত তারকারা।

এ নাটক তৈরির খবরে নেট নাগরিকরা বিশেষ করে অনলাইন গেম খেলোয়াড়রা খুব খুশি হয়েছেন। খবরটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর ২৪ ঘন্টার মধ্যে প্রায় ৪লাখ মন্তব্য পোস্ট করেছেন নেট ব্যবহারকারীরা।

ছয় জুলাই ছিল আন্তর্জাতিক চুম্বন দিবস। এ উপলক্ষে চীনের কুয়াং চৌ শহরে জলতলে এক চুম্বন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনেক প্রেমিক জুটি এতে অংশ নেয়। পঁচিশ বয়সী এক প্রেমিক তার প্রেমিকাকে ৫৭ সেকেন্ড দীর্ঘ চুমু খেয়ে এ প্রতিযোগিতায় বিজয়ী হন। এ খবরটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর এ ব্যাপারে ২৪ ঘন্টার মধ্যে ২ লাখ ২০ হাজার মন্তব্য পড়েছে ইন্টারনেটে।

চীনের বিখ্যাত লেখক ও পরিচালক কুও চিন মিংর প্রথম চলচ্চিত্র 'Tiny Times 1.0' নিয়ে অনেক সমালোচনা হলেও টিকিট বিক্রিতে বিশাল সাফল্য অর্জন করে সেটি। সর্বশেষ খবরে জানা গেছে যে, এটির দ্বিতীয় পর্ব 'Tiny Times 2.0' তৈরি হবে। এ ভবিষ্যত চলচ্চিত্র নিয়ে এখন হট আলোচনা চলছে। এ খবরটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর ২৪ ঘন্টার মধ্যে সাড়ে ৫ কোটি মন্তব্য পোস্ট করেছেন নেট ব্যবহারকারীরা।

চৌ চিয়ে লুন হয়তো চীনের তরুণ-তরুণী ও যুবক-যুবতীদের বড় তারকা। তার সঙ্গীতের সঙ্গেই আমরা বেড়ে উঠেছি। তিনি এত মেধাবী যে শুধু সঙ্গীতে নয়, চলচ্চিত্রেও সমান সাফল্য অর্জন করেছেন। তাঁর 'থিয়েন থাই আই ছিং' নামের দ্বিতীয় চলচ্চিত্র ১১ জুলাই মুক্তি পেয়েছে। এ চলচ্চিত্রে দর্শকরা নিজের যৌবন, বা সঙ্গীত বা বন্ধুত্ব বা ভালবাসার প্রতিচ্ছবি - কী দেখতে পাবেন? এ চলচ্চিত্র ভাল হোক বা না হোক, আমি বিশ্বাস করি যে, চৌর সঙ্গীত বন্ধুরা পছন্দ করবেন। তার নতুন চলচ্চিত্র বিষয়ক খবরটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর ২৪ ঘন্টার মধ্যে ১০ লাখেরও বেশি মন্তব্য পোস্ট করেছেন নেট ব্যবহারকারীরা।

দক্ষিণ কোরিয়ার এশিয়ানা এয়ারলাইন্সের একটি বোয়িং-৭৭৭ বিমান ৭ জুলাই যুক্তরাষ্ট্রে দুর্ঘটনাকবলিত হয়। ওই দুর্ঘটনায় নিহত একজন যাত্রীর শিক্ষক ওয়েইপোতে এ বিষয়ে একটি লম্বা নিবন্ধ লিখেছেন। শনিবার স্থানীয় সময় ১১টা ৩০ মিনিটে ওই বিমানটি সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সেটির লেজ ভেঙে আগুন ধরে যায়। একজন যাত্রী ওয়েইপোতো এ ঘটনার প্রতিক্রিয়া তুলে ধরেছেন। অনেক নেটনাগরিক এ ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এ সম্পর্কিত খবর প্রকাশিত হওয়ার পর ২৪ ঘন্টায় ৮ লাখেরও বেশি মন্তব্য পোস্ট করেছেন নেটব্যবহারকারীরা।

প্রিয় শ্রোতা, খবর এখানে শেষ হলো। অনুষ্ঠান শেষ করার আগে আপনাদেরকে একটি তথ্য জানাতে চাই। আপনারা যদি প্রতিটি চলতি প্রসঙ্গ অনুষ্ঠান শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই জানেন যে, প্রতি মাসে আমরা সেরা শ্রোতা নির্বচন করি। তবে চিঠির সংখ্যা এবং গুণগত মানের কারণে আসলে প্রতি মাসে সেরা শ্রোতা নির্বাচন একটি কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। সেকারণে বিভাগের পরিচালক ম্যাডাম ইয়ুর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এ বছরের শেষ দিকে আমরা একজন সেরা শ্রোতা নির্বাচন করবো এবং তখন আমরা উপহার পাঠাবো।

গত মাসে দু'জন সেরা শ্রোতা নির্বাচিত হয়েছেন। তাদের জন্য থাইল্যান্ড থেকে দু'টি ছোট উপহার এনেছি আমি। শিগগির পাঠিয়ে দেব সেগুলো। আশা করি, সেরা দুই শ্রোতা আমাকে তাদের বিস্তারিত ঠিকানা জানাবেন। এ দুই শ্রোতা হলেন ভারতের পশ্চিমবঙ্গের ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের মহ. হাফিজুর রহমান এবং বাংলাদেশের রাজশাহী জেলার মো. এনামুল হক। ধন্যবাদ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক