Web bengali.cri.cn   
মুক্তার কথা-৬ জুলাই
  2013-07-11 16:18:54  cri

মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আ: আর আছি আমি আলিমুল হক। সরাসরি চলে যাচ্ছি আপনাদের চিঠিপত্র প্রসঙ্গে।

আ: বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার এস এম আনোয়ার কবীর তার চিঠিতে লিখেছেন: আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। আমি সিআরআই-এর প্রতিদিনের প্রতিটি অনুষ্ঠানই শুনি এবং প্রায়শ:ই আপনাদের অনুষ্ঠান বিষয়ে ইমেইল লিখি ও বিভিন্ন কুইজে অংশগ্রহণ করছি, পুরস্কারও পাচ্ছি। গত ১৫ জুন/২০১৩ মুক্তার কথা অনুষ্ঠান শুনে চমকে উঠলাম। এ অনুষ্ঠানে জানলাম- চীন এবং চীনা সংস্কৃতি সম্পর্কে আমাদের জানাশোনা আরো সমৃদ্ধ করার জন্য চীন আন্তর্জাতিক বেতার ৩১ জুন থেকে ৩১ আগষ্ট পর্যন্ত "আমার চীনা স্বাদ ভাল লাগে" শীর্ষক সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা আয়োজন করবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে আটজনকে নির্বাচন করা হবে এবং তাদেরকে চীন ভ্রমণের জন্য আমন্ত্রণ জানানো হবে। সত্যিই এটি বাংলা বিভাগের শ্রোতাদের জন্য একটি অনেক বড় চমক। আশা করছি প্রতিযোগিতায় সকল শ্রোতা অংশগ্রহণ করবেন। আমিও এ-প্রতিযোগিতায় অবশ্যই অংশগ্রহণ করবো এবং আশা করছি স্বপ্নের রূপকথার দেশ চীন ভ্রমণের সুযোগ পাব। এ-অনুষ্ঠানের অনেক সাফল্য কামনা করছি।

মু: বন্ধু কবীর, আপনাকে আমাদের প্রতিযোগিতায় অংশ নেয়ার আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ জানাই। কিন্তু মনে রাখতে হবে, এই প্রতিযোগিতায় আমরা শ্রোতাদের সক্রিয় অংশগ্রহণ চাই। (আরো কিছু বিস্তারিত বলতে হবে, প্রতিযোগিতা সম্পর্কে)

আ: রাজশাহী মোঃ এনামুল হক তার ইমেলে লিখেছেন: আলিমুল হক ভাইয়া ও মুক্তা আপু, আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। ২২ জুন 'মুক্তার কথা' অনুষ্ঠানে "আমার চীনা স্বাদ ভাল লাগে" শীর্ষক সাধারণ জ্ঞানের প্রতিযোগিতার সংশ্লিষ্ট "হুয়াংশান শহরের বৈশিষ্ট্যময় দৃশ্য ও সংস্কৃতি" সম্পর্কে একটি প্রতিবেদন শুনলাম। এ প্রতিবেদনে হুয়াংশান এর দৃশ্য, বিখ্যাত গরুর মুর্তি ও সংস্কৃতি সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম। এ-তথ্যগুলো জানানোর ব্যবস্থা করার জন্য সি আর আইকে ধন্যবাদ। প্রতিযোগিতা সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো ওয়েবসাইট এবং 'পুবের জানালা' পত্রিকায় প্রকাশ করার জন্য আহবান জানাচ্ছি। আমার প্রশ্ন: এ-প্রতিযোগিতার সবগুলো প্রশ্নের উত্তর কি একসাথে পাঠাবো, নাকি প্রতিটি অনুষ্ঠানের পর তিনটি করে উত্তর পাঠাবো? জানালে উপকৃত হতাম। এ রকম প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে 'মুক্তার কথা' অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করছি।

মু: আপনি ভাল প্রশ্ন করেছেন। প্রতিটি অনুষ্ঠানের পর অনুষ্ঠানে করা প্রশ্নগুলোর উত্তর পাঠাতে পারেন। আশা করি, সব শ্রোতা এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন।

আ: চুয়াডাংগা জেলার গ্লোবাল সিআরআই রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম তার ইমেলে লিখেছেন: আশা করি কুশলে আছেন। আমরা ক্লাবের সবাই মুক্তার কথা অনুষ্ঠানটি নিয়মিত শুনে থাকি। এ-অনুষ্ঠানটি আমাদের অনেক প্রিয়। মুক্তা আপু ও আলিম ভাইয়ার সাবলীল ও আকর্ষণীয় উপস্থাপনা মুক্তার কথা অনুষ্ঠানটিকে খুবই প্রানবন্ত করে থাকে যা শুনে আমরা দারুনভাবে মুগ্ধ হই। আমরা আশা করি ভবিষ্যতেও এ অনুষ্ঠানের আকর্ষণ অক্ষুন্ন থাকবে। এখন আমি চীন সম্পর্কিত একটি প্রশ্নের উত্তর জানতে চাইঃ বর্তমান চীনে কত মানুষ ইন্টারনেট ব্যবহার করেন? চীনে ফেসবুক ব্যবহারের ওপর কোন বিধিনিষেধ আছে কি?

মু: আচ্ছা, প্রথমে আপনি নিয়মিত আমাদের মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনার দু'টি প্রশ্নের উত্তর হল: ২০১২ সাল পর্যন্ত চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫৬.৪কোটি। এরমধ্যে ওয়াইড ব্যান্ড ব্যবহারকারী সংখ্যা ছিল ৫৩ কোটি। তা ছিল চীনা লোকসংখ্যার ৪২ শতাংশ। আরেক প্রশ্নের উত্তর হল: চীনে ফেসবুক ব্যবহার নিষিদ্ধ। সেজন্য অনেক শ্রোতার আবেদন সত্ত্বেও আমারা ফেসবুক ব্যবহার করতে পারি না। তবে, ফেসবুক নিষিদ্ধ হলেও, চীনের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম আছে ফেসবুকের মতো। চীনের সেটি খুবই জনপ্রিয়। আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই।

আ: রাজশাহী জেলার ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম চিঠিতে লিখেছেন, ...

মু: আচ্ছা, বন্ধু আলম, আপনাকে চিঠির জন্য ধন্যবাদ জানাই।

আ: বাগেরহাট জেলার সিআরআই লিসনার্স ক্লাবের তুষার রায় রনি চিঠিতে লিখেছেন,...

মু: বন্ধু তুষার, আপনি অনেক ভাল মতামত দিয়েছেন। আমরা আরো সমৃদ্ধ ওয়েবসাইট তৈরী করার চেষ্টা করবো। আশা করি, আরো বেশি বন্ধু এ-সম্পর্কিত মতামত আমাদেরকে দেবেন।

আ: মাগুরা জেলার কুমার কোটা লিসনার্স ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম মিন্টু তার চিঠিতে লিখেছেন,...

মু: ভাই মিন্টু, আপনাকে অনেক ধন্যবাদ।

আ: একই জেলার উথালি রাইলপাড়া রেডিও পেইচিং লিসনার্স ক্লাবের হায়দারুল ইসলাম তার চিঠিতে লিখেছেন,...

মু: ....ভাই হায়দারুল ইসলাম, উপহারের প্যাকেটের বিপরীতে শুল্ক আদায়ের ব্যাপারটি আমাদের মাথায় ঢোকে না। আমরা আজকাল উপহারের প্যাকেটে শুল্ক না-নেয়ার অনুরোধ সম্বলিত একটি আবেদন প্রিন্ট করে দিচ্ছি। আশা করি শুল্ক বিভাগ বিষয়টি খেয়াল করবে। আপনাকে চিঠির জন্য ধন্যবাদ।

আ: বগুড়া জেলার মাতৃভূমি রেডিও শ্রোতা ক্লাবের সভাপতি এম,এ লতিফ চিঠিতে লিখেছেন, ...

মু: বন্ধু লতিফ, আপনাকে আমাদের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আমরা আপনার আরো বেশি মতামত পেতে চাই।

আ: ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের মহ: হাফিজুর রহমান তার ইমেলে লিখেছেন: আমি সিআরআই বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। প্রতিদিন নিয়মিতভাবে প্রতিটি অনুষ্ঠান শুনি। অনুষ্ঠান অত্যন্ত আকর্ষণীয় ও সংবাদগুলো বস্তুনিষ্ঠ হচ্ছে। দারুণভাবে এগুলো উপভোগ করি। আমাদের শ্রোতা সংঘের প্রায় প্রত্যেক সদস্য সিআরআই বাংলা বিভাগের অনুষ্ঠানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। চীনের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সমাজ ও সংস্কৃতি, অর্থনীতি, বিজ্ঞান, ক্রীড়া, প্রাকৃতিক সম্ভার ইত্যাদি সব বিষয়ে আমরা সুন্দরভাবে জানতে পারি। আমি ১৯৯০ সাল থেকে সিআরআই'র বাংলা অনুষ্ঠান শুনে আসছি। সিআরআই'র অনুষ্ঠান দিয়েই আমার ডি-এক্স জীবন শুরু। তাই আমার কাছে সিআরআই সব সময় আলাদা গুরুত্ব ও অর্থ বহন করে। সিআরআই'র বাংলা ওয়েবসাইটটিও বিশাল তথ্যের ভান্ডার। আমরা অনেক অজানা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারছি এ সাইট থেকে। উন্নতমানের অনুষ্ঠান এবং ওয়েবসাইট উপহার দেবার জন্য আমাদের শ্রোতা সংঘের প্রত্যেক সদস্যের পক্ষ থেকে সিআরআই বাংলা বিভাগের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা আজীবন সিআরআই বাংলা বিভাগের সঙ্গ ও সমর্থন প্রত্যাশা করি। বর্তমানে আমরা সিআরআই'র অনুষ্ঠান শোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামন জানাই। সকলের জীবন ভরে অনেক অনেক আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। অনেক ভালো থাকবেন।

মু: বন্ধু হাফিজুর রহমান, সব শ্রোতা হলেন আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরাও সবসময় শ্রোতাদের সঙ্গ ও সমর্থন কামনা করি। আপনাকে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই।

আ: দক্ষিণ দিনাজপুর জেলার সাউথ এশয়া সিআরআই ডিএক্সার ফোরামের রতন কুমার পাল তার ইমেলে লিখেছেন: মাননীয় মুক্তা দিদি ও আলিম সাহেব, আমরা আমাদের ফোরামের বন্ধুরা আপনাদের আমার চীনা খাবার ভাল লাগে কুইজে অংশ নিতে চাই। আমরা আপনাদের প্রতিবেদনগুলি শুনছি। কিন্ত বুঝতে পারছি না যে, উত্তর কি প্রতিটি অনুষ্ঠানের পরপরই পাঠাতে হবে, নাকি সব প্রশ্নের উত্তর একযোগে পাঠাতে হবে। জানালে উপকৃত হতাম। আশা করি এ ব্যাপারে আপনাদের মতামত জানাবেন।

মু: আচ্ছা, বন্ধু কুমার, আসলে এবারের প্রতিযোগিতার বিষয় 'আমার চীনা স্বাদ ভালো লাগে'। এর অর্থ শুধু চীনা খাবার ভালো লাগে, তা নয়। এর অর্থ আমার চীনা খাবার, সংস্কৃতি, মানুষ, পরিবশ ইত্যাদি সব ভালো লাগে। আপনারা চীন সম্পর্কে বা চীনের ভাষা, সংস্কৃতি, খাবার, মানুষ বা অন্য যেকোনো বিষয় নিয়ে রচনা বা কবিতা লিখে আমাদের পাঠাতো পারেন। এ ছাড়া নিজের পরিবেশনা, যেমন: নাচ, গান ইত্যাদির অডিও বা ভিডিও আমাদের পাঠাতে পারেন। আর প্রতিযোগিতায় যে-সব প্রশ্ন থাকে সেগুলোর উত্তর সাথে সাথে পাঠালেই ভালো। তবে মনে রাখবেন, শুধু প্রশ্নের সঠিক উত্তর দিলেই হবে না, সঠিক উত্তরের পাশাপাশি আপনাদের রচনা, কবিতা, গান, নাচ ইত্যাদিও পাঠাতে হবে। চীনে বেড়াতে আসার স্বপ্ন পূরণের জন্য এগুলোও বিবেচনা করা হবে, গুরুত্ব দিয়ে। ধন্যবাদ।

আ: আচ্ছা, বন্ধুরা, এখন গানের সময়। চলুন শোনা যাক।

গান

আ: মুর্শিদাবাদ জেলার ইয়ামিন হোসেন তার ইমেলে লিখেছেন: মুক্তা ম্যাডাম এবং আলিমুল ভাই আশা করি আপনারা খুব ভালো আছেন। মুক্তার কথা অনুষ্ঠান আমার কতটা ভালো লাগে তা আমি চিঠি লিখে বোঝাতে পারবো না। যাই হোক, গত ২২ জুনের আয়োজনে 'আমার চীনা স্বাদ ভালো লাগে' শীর্ষক বিশেষ প্রতিযোগিতামূলক প্রতিবেদন শুনলাম। আশা করছি আমি এতে অংশ নেব এবং পুরস্কার জিততে পারবো। দুঃখের সাথে জানাচ্ছি যে, আমি ২০১২ সালে হাইনান আন্তর্জাতিক দ্ধীপ প্রতিযোগিতার সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিলেও কোন পুরস্কার পাইনি। 'বাংলায় গল্প, বাংলার গল্প' অনুষ্ঠানটিও আমার মনে ধরেছে। এই ব্যাপারে আমার একটি প্রশ্ন আছে। তা হল: আমি যদি বাংলায় গল্প অনুষ্ঠানের জন্য আমার নিজের লেখা গল্প পাঠাই তাহলে তা কি অনুষ্ঠানে পড়ে শোনানো হবে। আশা করি উত্তর পাব।

মু: আচ্ছা, বন্ধু ইয়ামিন হোসেন, প্রথমে আপনাকে আমাদের মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। এ ছাড়া, আমি আপনার "বাংলার গল্প, বাংলায় গল্প" অনুষ্ঠান সম্পর্কিত মতামত মাদাম ইউকেও জানিয়েছিলাম। আমি বিশ্বাস করি, তিনি তাঁর এ অনুষ্ঠানে আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমি এ-অনুষ্ঠানের উপস্থাপক হলে কিন্তু শ্রোতাদের লেখা গল্প প্রচার করতাম। আপনাকে আবারো ধন্যবাদ জানাই।

আ: পরের চিঠি লিখেছেন হুগলী জেলার সম্পাদক রবিশংকর বসু। তিনি লিখেছেন: সি আর আই বাংলা বিভাগের সকলকে আমার ও ক্লাবের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আমাদের সবার প্রিয় চায়না রেডিও ইন্টারন্যাশনালকে পশ্চিম বাংলার প্রত্যেক মানুষের ঘরে পৌঁছে দেবার জন্য আমাদের ক্লাব 'নিউ হরাইজন রেডিও লিসনার্স ক্লাব ' ১৯৮৫ সাল থেকে নিরলসভাবে কাজ করে চলেছে। বিগত বছরের ন্যায় এই বত্সরও ৭ ই এপ্রিল রোববার "সি আর আই রক্তদান শিবির - ২০১৩" আয়োজন করা হয়। এসময় স্বেচ্ছায় ৩৭ জন মহিলাসহ ৮০ জন রক্তদান করেছেন। রক্তদান অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও শিশু কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী মাননীয় বেচারাম মান্না মহাশয়। ক্লাবের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীর হাতে সিআরআই- বাংলা বিভাগের "পুবের জানালা" পত্রিকা, সিআরআই হিন্দি বিভাগের "শ্রোতা ভাটিকা" ম্যাগাজিন, চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের বিশেষ স্মারক খাম এবং একটি ছাতা উপহার হিসাবে দেয়া হয়। ভারতের কলকাতায় নিযুক্ত চীনের কনসাল জেনারেল মাননীয় চাং লি ঝং চুং ( Mr. Zhang Lizhong) আমাদের ফোন করে তাঁর শুভেচ্ছা জানান। আমাদের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে গ্রামের মানুষের মধ্যে ব্যাপক উত্সাহ দেখা দেয়।

মু: বন্ধু বসু, আপনার এবং আপনার ক্লাবের মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই। এ-ধরণের সামাজিক কার্যক্রম শুধু আমাদের বেতারের প্রচারেই সহায়ক হবে তা নয়, বরং সাধারণ মানুষের উপকারেও লাগবে। আশা করি ভবিষ্যতেও আপনাদের কার্যক্রম চলতে থাকবে।

আ: ঝাড়খন্ড জেলার ইউনাইটেড ডিএক্সক্লাবের সম্পাদক গৌরাঙ্গ পৈড়া চিঠিতে লিখেছেন,....

মু: বন্ধু পৈড়া, আপনার লেখা গল্প আমরা এখনো পাইনি। আমরা পেলে তা মাদাম ইউকে দিবো। আমরা আশা করি, 'বাংলার গল্প, বাংলায় গল্প' অনুষ্ঠানে আপনার গল্প শুনতে পারবো।

আ: পশ্চিম মেদিনীপুর জেলার সম্প্রীতি ডিএক্স ইন্টারন্যাশনাল ক্লাবের সভাপতি সৌতিক হাতি চিঠিতে লিখেছেন,

মু: আচ্ছা, বন্ধু সৌতিক হাতি, আমরা এখন অনুষ্ঠানের কাঠামো পরিবর্তন করবো। সেজন্য এ-বছরের কর্মসূচি তৈরি করিনি। আমাদের অনুষ্ঠান ঠিক করার পর আমরা অনুষ্ঠানের কর্মসূচি তৈরি করবো অবশ্যই। আপনাকেও পাঠাবো। আপনার ক্লাবের নতুন নাম এবং ঠিকানা আমি শ্রোতা সংঘের নামতালিকায় অন্তর্ভুক্ত করেছি। আশা করি, ভবিষ্যতে আপনার আরো বেশি মতামত পাবো।

আ: বন্ধুরা, অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আমি আপনাদেরকে একজন নতুন শ্রোতার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি হলেন বাংলাদেশের রাজশাহী জেলার নাসরিন আখতার নাঈমা। তিনি তার ইমেলে লিখেছেন: আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের নতুন বন্ধু। গত কিছুদিন আগে আমি ঢাকায় গিয়ে মোবাইলে এফ এম শুনতে শুনতে সিআরআই-কে খুঁজে পাই। কিছুদিন ঢাকায় এফ এম এ অনুষ্ঠান নিয়মিত শুনতে থাকি। তারপর আমি রাজশাহীতে চলে আসি এবং তখন থেকে আর আপনাদের অনুষ্ঠান শুনতে পারতাম না। খুবই খারাপ লাগত। তারপর একজনের পরামর্শ মত একটি সর্টওয়েভ রেড়িও কিনে নিই। এখন আপনাদের অনুষ্ঠান প্রতিদিন রাতে শুনে থাকি। আমাকে আপনাদের নতুন বন্ধু ভেবে আপনাদের শ্রোতাতালিকায় অন্তর্ভুক্ত করে নিবেন। ভাল থাকবেন।

মু: বন্ধু নাঈমা, আপনাকে আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি ভবিষ্যতে নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আমাদেরকে চিঠি লিখবেন। আমরা বাংলাদেশের অন্য জায়গায়ও এফ এম চালুর চেষ্টা করছি। আশা করি, আরো বেশি নতুন বন্ধু আমাদের অনুষ্ঠান শুনতে পারবেন।

আ: প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলুন আরেকটি সুন্দর বাংলা গান শোনা যাক।

গান ২

আ: প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (মুক্তা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক