Web bengali.cri.cn   
কয়েকটি দার্শনিক গল্প
  2013-07-11 18:46:10  cri
গল্প ১ : দুটি ঘোড়া আলাদাভাবে দুটো গাড়ী টানছে। একটি গাড়ী দ্রত গতিতে চলছে, আরেকটি ধীরে ধীরে সামনের দিকে এগুচ্ছে। একসময় মালিক বিরক্ত হয়ে ধীরে চলা গাড়ীর সমস্ত মালপত্র দ্রুত-চলা গাড়ীতে নিয়ে এলেন। ধীরে চলা গাড়ীর ঘোড়া খুব খুশী। সে মনে মনে ভাবল: 'বেশী যোগ্যতা থাকলে, বেশী কষ্ট করতে হয়।' কিছুক্ষণ পর মালিক বুঝতে পারলেন যে, একটা ঘোড়াই ভালোভাবে সব মালপত্রসমেত গাড়ী টানতে পারছে। তিনি ভাবলেন, অন্য ঘোড়া রেখে লাভ নেই। একে বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। তিনি ঘোড়াটিকে মেরে ফেললেন। এই গল্পের মর্ম হচ্ছে: যদি আপনার মালিক মনে করেন যে, আপনার থাকা বা না-থাকায় কিছু যায় আসে না; তাহলে ধরেই নিন যে, আপনি শিগগিরই চাকরি হারাচ্ছেন।

গল্প ২ : একদিন এক ব্যক্তি একজন কৃষককে জিজ্ঞেস করল: 'গম চাষ করেছ?' কৃষক উত্তর দিল: 'না, কারণ আমি ভয় করি যে বৃষ্টি হতে পারে।' লোকটি আবার জিজ্ঞেস করল: 'তুমি কি তুলা চাষ করেছ?' কৃষক উত্তর দিল: 'না, আমি ভয় করি যে, পোকা তুলা খেলে ফেলবে।'লোকটি আবার জিজ্ঞেস করল: 'তাহলে তুমি কী কী চাষ করেছ?' কৃষক উত্তর দিল: 'আমি কিছু চাষ করিনি। কারণ আমি ভয় পাই।'এই গল্পের মর্ম হল: ঝুঁকি না-নিলে কখনো কোনোকিছু অর্জন করা যায় না।

গল্প ৩: একদিন তিনজন লোক একসঙ্গে বাইরে বেড়াতে গেল। প্র্রথম লোকের হাতে ছাতা, দ্বিতীয় লোকের হাতে লাঠি, তৃতীয় লোকের হাত শূন্য। ফিরে আসার পথে বৃষ্টি নামল। যে লোকের হাতে ছাতা ছিল সেই লোকের শরীর ভিজে গেল; যে লোকের হাতে লাঠি ছিল সেই লোকের পায়ে আঘাত লাগল; যে লোকের হাতে কিছুই ছিল না, সেই লোক বৃষ্টি এড়ানোর জন্য কোনো এক স্থানে আশ্রয় নিল। এই গল্পের মর্ম হচ্ছে: অনেকসময় দুর্বলতাই শক্তি।

গল্প ৪: আকাশে ওড়ার সময় একটি কবুতরের সঙ্গে একটি কাকের দেখা হল। কবুতর কাককে জিজ্ঞেস করল: 'তুমি কোথায় যাচ্ছ?' কাক বলল: 'আসলে আমি কোথাও যেতে চাই না। কিন্তু কেউ আমার কণ্ঠ পছন্দ করে না। তাই সবার কাছ থেকে দূরে কোথাও চলে যাচ্ছি।' কবুতর বলল: 'তোমার প্রচেষ্টা ব্যর্থ হবে। কারণ, তুমি যেখানেই যাও সেখানেই কেউ না কেউ থাকবে এবং তোমার কণ্ঠস্বরও পরিবর্তিত হবে না।'

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক