Web bengali.cri.cn   
বিশ্ববিখ্যাত পিয়ানোবাদক লি ইয়ুন দি চলতি বছরের দ্বিতীয়ার্ধে 'চায়না পিয়ানো ড্রিম' শীর্ষক শো শুরু
  2013-07-08 14:58:50  cri

সম্প্রতি যুক্তরাষ্ট্রের HBO চ্যানেলের 'Game of Thrones'-এর সিজেন-৩ শেষ হয়েছে। প্রতি সিজেন এ ড্রামার ১০টি পর্ব আছে। এটা মধ্যযুগীয় মহাকাব্য ফ্যান্টাসি সম্পর্কিত একটি ধারাবাহিক টিভি নাটক। ২০১১ সালে ১৭ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের HBO চ্যানেলে নাটকের বিভিন্ন পর্ব প্রচারিত হচ্ছে। সম্প্রতি শেষের সিজেনের নবম পর্ব The red wedding দর্শকদের কাঁদিয়েছে। কারণ, নাটকের প্রধান চরিত্র এতে নিহত হয়। শোনা যায়, এতে নাকি নাটকের অভিনেতা-অভিনেত্রী ও স্টাফরাও কেঁদেছেন। কোনো কোনো দর্শক অভিমানের সুরে বলেছেন যে, প্রধান চরিত্রে 'রব'-কে মেরে ফেলায় তিনি আর এ-নাটক দেখবেন না। খবরটি নেটে প্রকাশিত হবার পর নেট ব্যবহারকারীরা এ-ধরণের প্রায় দু'মিলিয়ন মন্তব্য পোস্ট করেন।

বিশ্ববিখ্যাত পিয়ানোবাদক লি ইয়ুন দি চলতি বছরের দ্বিতীয়ার্ধে 'চায়না পিয়ানো ড্রিম' শীর্ষক শো শুরু করবেন চীনে। প্রথম শো'টি হবে ১৫ই আগস্ট, তাঁর জন্মস্থান—ছং ছিং-এ। লি ইয়ুন দি বলেন, "আমি আশা করি, ধ্রুপদী সংগীত সবাই উপভোগ করবেন।" ভ্রমণ তাঁর একটি শখ; তিনি আশা করেন সংগীতের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি তিনি চীনের সুন্দর দৃশ্যও উপভোগ করতে পারবেন। এ-খবরটি প্রচারিত হবার ২৪ ঘন্টার মধ্যে নেট-নাগরিকরা প্রায় ১০ লাখ মন্তব্য পোস্ট করেন।

"চীনা স্বপ্ন---বিশ্বের সাথে ভাগাভাগি"

কাজাখস্তানে চীনের রাষ্ট্রদূত চৌ লি সম্প্রতি কাজখস্তানের সংবাদ-মাধ্যমে "চীনা স্বপ্ন---বিশ্বের সাথে ভাগাভাগি" শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। প্রবন্ধে তিনি লিখেছেন:

স্বপ্ন---মানুষের কল্পনাশক্তি সীমাহীন। প্রতিটি জাতি, প্রতিটি দেশের স্বপ্ন আছে। 'জাতি স্বপ্ন', 'দেশ স্বপ্ন' সারা জাতি ও দেশের ভবিষ্যতের জন্য আকুল আকাঙ্ক্ষা ও প্রত্যাশা প্রকাশ করে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং'-এর 'চীনা স্বপ্ন' বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা হিসেবে চীনের নতুন নেতারা নির্বাচিত হয়েছেন। নতুন সরকার কী কী নীতি বাস্তবায়ন করবে? 'চীনা স্বপ্ন'-র ধারণা এ-প্রশ্নের উত্তর দেয়।

প্রেসিডেন্ট সি চিন পিং 'চীনা স্বপ্ন'র সারমর্ম ব্যাখ্যা করেছেন এভাবে: চীনা জাতির মহান পুনরুত্থান, দেশের সমৃদ্ধি, জাতিকে চাঙ্গা করে তোলা ও জনগণের সুখী জীবন নিশ্চিত করা।

তবে 'চীনা স্বপ্ন' বাস্তবায়ন একটি দীর্ঘ ও কঠিন কাজ। বর্তমানে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। তবে, মাথাপিছু জিডিপি সাধারণ উন্নয়নশীল দেশগুলোর পর্যায়েই আছে এখনো। চীনের বিশ্ববিখ্যাত শিল্পপ্রতিষ্ঠান আছে, তবে ধনী-গরীরের ব্যবধান এখনো অনেক বেশি; চীনের নভোযান মহাকাশে গিয়েছে, তবে জ্বালানিসম্পদ যথেষ্ট নয়। নতুন চীন সরকার অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রীয় কাজ হিসেবে সংস্কার এগিয়ে নিয়ে যাবে এবং দেশের অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন অব্যাহত রাখার চেষ্টা করে যাবে।

কাজাখস্তান চীনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। দ্বিপাক্ষিক বা বহুপক্ষীয় সম্পর্ক এবং অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে চীন ও কাজাখস্তান উভয়ের সার্বিক কৌশলগত অংশীদার এবং পারস্পরকে আস্থা ও সমর্থন করে। সরকারি বা বেসরকারি পর্যায়ে দু'পক্ষের বিনিময় দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নতী ঘটাচ্ছে। উচ্চ পর্যায়ের বিনিময় কার্যকরভাবে চীন-কাজাখস্তান সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছে; বেসরকারি বিনিময়ও দু'দেশের সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিময়ের মাধ্যমে দু'দেশের জনগণের পারস্পরিক জানাশোনা ও বন্ধুত্ব গভীর করছে। আমরা চীনা জনগণ কাজাখস্তানের সমৃদ্ধি দেখতে ইচ্ছুক। আমরা আশা করি, চীন ও কাজাখস্তানের বংশানুক্রমিক মৈত্রী দিন দিন জোরদার হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক