
গাজীপুরের প্রথম মেয়র হলেন এম এ মান্নান

2013-07-07 19:49:00 cri
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যাপক এম এ মান্নান। রোববার ভোর সাড়ে পাঁচটায় রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী এম এ মান্নান পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ৪৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত এডভোকেট আজমত উল্লাহ পেয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৮৬৭ ভোট। অর্থাৎ ১ লাখ ৬ হাজার ৫৭৭ ভোট বেশি পেয়ে গাজীপুরের প্রথম মেয়র নির্বাচিত হলেন এম এ মান্নান। গাজীপুরকে একটি আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন বিজয়ী মেয়র।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।
গাজীপুরের নবনির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নান
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
