Web bengali.cri.cn   
সিল্ক রোডের পুনর্নিমাণ: বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার সড়ক
  2013-07-02 17:23:02  cri

    সুপ্রিয় শ্রোতা, আপনারা জানেন, প্রায় ২৪০০ বছর আগে দক্ষিণ সিল্ক রোডের মাধ্যমে চীন ও দক্ষিণ এশিয়ার মধ্যে যোগাযোগ শুরু হয়। এ সিল্ক রোডের মাধ্যমে চীনের সিল্ক ও চা ভারত উপমহাদেশে যায়। আর বেগুন, বেত, কয়লা ভারত উপমহাদেশ থেকে চীনে আসে। আর এ সিল্ক রোডের মাধ্যমে বৌদ্ধ ধর্মীয় পণ্ডিত ফা হিয়েন, হিউয়ান সাং এবং ই চিং চীন ও ভারতবর্ষের যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

    অতীতে সেই গুরুত্বপূর্ণ সিল্ক রোড এখন যদি আবার চালু করা যায়, তাহলে এ অঞ্চলের ভবিষ্যতের ওপর তার প্রভাব কেমন হবে? তাই নিয়ে আজকের খোলামেলা অনুষ্ঠানে আমরা আলাপ করবো। প্রিয় শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। আমার সঙ্গে আছেন সহকর্মী শিহাবুর রহমান এবং আলিমুল হক।

    আপনারা জানেন, ৬২৯ খ্রিষ্টাব্দে চীনের থাং রাজবংশের বৌদ্ধ ধর্মগুরু হিউয়ান সাং ভারতবর্ষ ভ্রমণে গিয়েছিলেন। ফিরে আসার পর তার লেখা Great Tang Records on the Western Regions, অর্থাত 'মহান থাংয়ের পশ্চিমাঞ্চলের ভ্রমণলিপি-তে' ১৩০০ বছর আগেকার বাংলা অঞ্চলের অবস্থা বর্ণনা করেছিলেন। তিনি লিখেছিলেন, এ অঞ্চল ছিল প্রকৃতির অপার বিস্ময় আর সম্পদে ঠাসা। এখানকার মানুষেরা জলের ধারে বাসা বাঁধতো, বৃক্ষ রোপণ করতো আর করতো ফুলের বাগান। সামাজিক সম্প্রীতি ছিল অপূর্ব। এবং বাংলার সংস্কৃতি ছিল এমন যেখানে শিক্ষাই ছিল প্রধান। স্থানীয়রা বইপড়া এবং শিক্ষিতজনদের ভালবাসতো। এরা ভিন্নমতকে শ্রদ্ধাভরে গ্রহণ করতো। এটা ছিল এক আলোকিত সমাজ, যার মগজের দুয়ার ছিল খোলা আর যা উত্সাহ জোগাতো পরস্পরের মধ্যে মেলবন্ধন গড়তে। এটা হলো হিউয়ান সাং-এর চোখে দেখা বাংলা অঞ্চল।(স্বর্ণা/শিহাব/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক