Web bengali.cri.cn   
আমার প্রথম ইংরেজি শিক্ষকদের সাক্ষাত্কার-- বেকস্ট্রিট বয়েজ
  2013-07-01 20:00:52  cri

সংগীত আমার জীবন, আমার জীবন সুরের ধারায়। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন 'সুরের ধারায়', চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ‌আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি, আপনাদের ভালো লাগে।

অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা কোনো গান শুনতে চান, তা অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আমরা আপনাদের প্রিয় গান প্রচার করার চেষ্টা করবো এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সিআরআইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত আমাদের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন আমাদের চালিকাশক্তি।

আজকের অনুষ্ঠানের প্রথমে আমরা শুনবেন একটি সুন্দর সুর:

রেকর্ড ১:

গানটির সুর খুব সুন্দর, তাই না? এটা কার সুর আপনারা জানেন? আপনাদের মনে আছে এর আগে আমরা শুনেছি বেকস্ট্রিট বয়েজ নামের একটি যুক্তরাষ্ট্রের ব্যান্ড দলের কথা? বেকস্ট্রিট বয়েজ বর্তমান সময়ে বিশ্বের শ্রেষ্ঠ ও জনপ্রিয় তারকা সংগীত দল। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন যে, কেন আমি আপনাদেরকে এই দলের গান শুনিয়েছি? কারণ সম্প্রতি বেকস্ট্রিট বয়েজ পেইচিংসহ চীনের বিভিন্ন স্থানে দলের জনপ্রীয় সব গানের সম্ভার নিয়ে সংগীত সফর শুরু করেছে। তাদের এই সফরের শুরুতে তাঁদের এক সংবাদ সম্মেলনে আমি অংশ নিয়েছিলাম এবং সম্মেলন শেষে তাঁদের সাক্ষাত্কার নিয়েছি। তাঁদের সাক্ষাত্কার নিতে পেরে আমি ভীষণ আনন্দিত হয়েছি। কেননা ১০ বছরের আগে আমি যখন ইংরেজি ভাষা শিখি তখন ব্যাকস্ট্রিট বোয়েজের গান শুনে শুনে অনেক নির্ঘুম রাতে কাঁটিয়েছি। তাঁদের গান থেকে আমি অনেক অনেক ইংরেজি শব্দ শিখেছি। সে কারনে আমি মনে করি, ব্যাকস্ট্রিট বয়েজ হলো আমার প্রথন ইংরেজি শিক্ষক। তাঁদের সাহায্যে আমার ইংরেজি ভাষা শিক্ষা পর্যায়ক্রমে উন্নত হয়েছে। ব্যাকস্ট্রিট বয়েজের একটি বিশেষ জনপ্রিয় গান শুনে তারপর আপনাদের সাক্ষাত্কারের কথা জানাবো। গানের নাম: larger than life।

গান:

আমার বন্ধু লিপন ভাই আমার মতো এ গান খুব পছন্দ করেন। লিপন ভাই, তাই না? আপনি গানটি সম্পর্কে কিছু বলুন?

ধন্যবাদ লিপন ভাই। এবার বেকস্ট্রিট বোইস তাঁদের নতুন অ্যালবাম নিয়ে চীন ব্যাপী সংগীতানুষ্ঠন আয়জন করেছেন। এ বছর হলো ব্যাকস্ট্রিট বয়েজ ব্যান্ড দল প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী। তাই তাঁরা বিশেষ যত্মের সাথে ২০ তম বার্ষিকী উদযাপন করতে চীনকে বেছে নিয়েছে এবং এজন্য তারা বিশেষ গানও তৈরি করেছেন। এই ব্যান্ড দলের প্রধান কেভিন বলেন:

রেকর্ড ২:

এটা আমাদের প্রতিষ্ঠা ২০তম বার্ষিকী সংগীতানুষ্ঠান। আমরা অনেক অনেক গান গাইবো এবং নতুন অ্যালবামের বেশ কয়েকটি গান প্রথম চীনের ভক্তদের শুনাবো। এ সংগীতানুষ্ঠানের মাধ্যমে আমাদের দলের সাথে সার্বক্ষণিক ভাবে যুক্ত বেশ কয়েকটি গ্রুপকে সহযোগিতা করতে চাই। আমারা আশাকরি চীনের সবাই খুব চিত্তাকর্ষক একটি অনুষ্ঠান উপভোগ করবেন।

গান:

আমি বলেছি যে এ বছর ব্যাকস্ট্রিট বয়েজের ২০তম বার্ষিকী। এই ২০ বছরে ব্যাকস্ট্রিট বয়েজ অনেক চড়াই উতরাই আর উত্থান পতনের মুখোমুখী হয়েছে। কিন্তু শত বিপদেও আমাদের ভক্তরা কখনও আমাদের ছেড়ে যান নি। তাই সাংবাদ সম্মেলনের মাধ্যমে ব্যাকস্ট্রিট বয়েজ তার ভক্তদের বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছে:

রের্কড ৩:

একটানা ২০ বছর ধরে আমাদের সাথে থাকার জন্য, আমাদের প্রতি গভীর ভালবাসার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা আপনাদের ভালবাসি। আপনাদের সমর্থনের কারণে আমরা আজ এখানে এসেছি। ধন্যবাদ সবাইকে।

গান:

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তজাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা। আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন, তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn। আবার বলি, ben@cri.com.cn। ই-মেইলের মাধ্যমে আমাকে আপনার নিজের লেখা গান দিতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো। আজকের সুরের ধারায় আমরা যুক্তরাষ্ট্রের বিখ্যাত সঙ্গীত ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজের পেইচিং ভ্রমন সম্পর্কে কিছু আলোচনা করেছি। আশা করি আপনাদের ভাল লেগেছে। এখন আমি ব্যাকস্ট্রিট বয়েজের সুন্দর গান নিয়ে আজকের সুরের ধারায় শেষ করতে চাই।

প্রিয় সংগীতপ্রেমী বন্ধুরা, দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এল। তাই আজকের মতো গানের ঝাপি বন্ধ করতে হচ্ছে। আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সাথেই থাকুন। যাই চিয়ান।(লতা/ লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক