সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সংগে আছি আমি লতা। আমি আপনাদের নিয়ে একটি নতুন ও সুন্দর সংগীতের বিশ্বে প্রবেশ করতে চাই, কি যাবেন তো আমার সাথে? চলুন তাহলে! আজকের সুরের ধারায় আমি আপনাদের সাথে মালয়েশিয়ার একজন বিখ্যাত গায়ককে পরিচয় করিয়ে দিতে চাই। তাঁর নাম গুয়াং লিয়াং।
গুয়াং লিয়াংয়ের পুরো নাম হলো উয়াং গুয়াং লিয়াং, তবে সবাই তাঁকে 'গুয়াং লিয়াং' বলে ডাকতে পছন্দ করেন। ১৯৭০ সালে গুয়াং লিয়াং মালয়েশিয়ায় জন্ম গ্রহন করেন। এখন তিনি চীনের তাইওয়ানে বাস করছেন। তিনি গান গাইতে এবং গান লিখতে পছন্দ করেন। সংগীত জীবনের শুরুতে মালয়েশিয়ার পিং গুয়ান নামে একজন গায়কের সংগে তিনি একটি সংগীত দল প্রতিষ্ঠা করেন। এ সংগীত দলের নাম হলো 'উ ইন লিয়াং পিন'। এই নামের মধ্যে তাঁদের দু'জনের নাম রয়েছে। গুয়াং লিয়াং থেকে লিয়াং আর পিং গুয়ান থেকে পিন। 'উ ইন লিয়াং পিন' সংগীত দল অনেক সাফল্য ও খ্যাতি অর্জন করেছে । এরপর২০০১ সালে গুয়াং লিয়াং এককভাবে নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটির নাম 'প্রথমবার'। এ নামের রয়েছে গভীর অর্থ। 'প্রথমবার' মানে তিনি প্রথমবারের মতো একজন গায়ক হিসেবে নিজের লেখা গান গাইলেন এবং নিজের অ্যালবাম প্রকাশ করলেন। চলুন এখন আমরা একসংগে এ অ্যালবামের থিম সং 'প্রথমবার' ও 'আমি এক জায়গায় যেতে চাই' শুনি। 'প্রথমবার' গানটি খুবই মিষ্টি তবে 'আমি এক জায়গায় যেতে চাই' গানে রয়েছে কিছুটা দুঃখ। আমি মনে করি, এ দু'টি গানে 'উ ইন লিয়াং পিন' সংগীত দলের আরেক সদস্য পিং গুয়ানের প্রতি গুয়াং লিয়াং নিজের ভালোবাসা প্রকাশ করেন। গান। আচ্ছা শোনা যাক গান দু'টি।
সুপ্রিয় শ্রোতা, গান দু'টি আপনাদের কেমন লেগেছে? আশাকরি গান দু'টি আপনাদের মন ভরিয়ে দিয়েছে। গুয়াং লিয়াং প্রেমের গানের এক রাজকুমারের মতো, তাই না? যদি আপনারা গুয়াং লিয়াংয়ের পিয়ানো বাজানোর ভিডিও দেখেন, তাহলে আপনারা অবশ্যই এ কথা বলবেন। গুয়াং লিয়াং খুব চুপচাপ ধরনের মানুষ। তিনি বেশি কথা বলা পছন্দ করেন না। চিত্কার করে কথা বলতেও পছন্দ করেন না। তাঁর স্বর খুবই মিহি। আমি বিশ্বাস করি, তাঁর প্রেমের গান শুনে আপনারা এটি অনুভব করতে পেরেছেন। এখন আপনাদের শোনাবো গুয়াং লিয়াংয়ের আরো দুটি গান: গান দু'টির নাম হলো 'প্রতিশ্রুতি' ও 'কৈশোর'। শুনুন তাহলে ।
আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আপনাদের সংগে আছি আমি লতা। আজকের সুরের ধারায় অনুষ্ঠানের প্রতিপাদ্য :প্রেমের গানের রাজকুমার গুয়াং লিয়াং। এ পর্যন্ত আমরা তাঁর কয়েকটি সুন্দর গান শুনেছি। এখন আমরা তাঁর সম্পর্কে আরো কিছু কথা বলবো এবং তাঁর গান শুনবো। গানে বলা হয়েছে, 'আমি তোমার প্রিয় রূপকথার সেই স্বর্গীয় দূতে পরিণত হব, আমার দু'হাতকে পাখির ডানার মতো মেলে দিয়ে আমি তোমাকে রক্ষা করবো। তোমাকে বিশ্বাস করতে হবে যে রূপকথার মতো আমাদের জন্যও অপেক্ষা করছে একটি সুন্দর ও মধুর পরিণতি।'। এ গানটির নাম 'রূপকথা'। এ গানটি হলো গুয়াং লিয়াংয়ের প্রতিনিধিত্বশীল রচনা। গানের কথায় সীমাহীন ভালোবাসা প্রকাশিত হয়েছে। আমি এ গানটির সুর ও কথা খুবই পছন্দ করি। আশা করি এ গানের মধ্যে প্রকাশিত ভালোবাসাকে আপনারাও অনুভব করতে পারবেন।
বন্ধুরা, যদি আমাদের অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো প্রস্তাব থাকে, তাহলে চিঠি অথবা ফোনের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। সুরের স্রোতে ভাসতে ভাসতে অনুষ্ঠানের প্রায় শেষে পৌঁছে গেছি আমরা। আজকের অনুষ্ঠানের শেষে আপনারা শুনবেন গুয়াং লিয়াংয়ের একটি মর্মস্পর্শী গান। গানটির নাম হলো আমার কাছে যদি তোমার ভালোবাসা থাকে। একটি মধুর গান। শুনুন তাহলে গানটি।
সুপ্রিয় শ্রোতা, এ গানটির সঙ্গেই শেষ হলো আজকের সুরের ধারায় সংগীতানুষ্ঠান। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।(লতা/শান্তা)