বন্ধুরা, এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের ওয়েবসাইটে ওই লেডিবয়ের ছবি আছে; আপনারা দেখতে পাবেন সেখান থেকে।
তেইশ জুন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে চাঁদ ও পৃথিবীর ব্যবধান এ বছরের মধ্যে সবচেয়ে কম ছিল। অনেক চীনা নাগরিক তাদের ক্যামেরা দিয়ে এ 'সুপার চাঁদের' ছবি তুলেছেন। অনেক নেট নাগরিক মন্তব্য করেছেন, চাঁদ এত বড় এত সুন্দর! প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কি সেদিন চাঁদ দেখেছেন? এ খবরটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর এক সপ্তাহের মধ্যে ৩ মিলিয়ন মন্তব্য পোস্ট করেছেন নেট ব্যবহারকারীরা।
আপনারা কি প্রতিদিন কাজ করেন? আপনারা কি ভ্রমণ করতে চান? আপনারা কি জন্মস্থানে গিয়ে মা-বাবার সঙ্গে দেখা করতে চান? আচ্ছা, তাহলে ওয়েইপোকে ভুলবেন না। বন্ধু সম্মিলন, দেশ-বিদেশে ভ্রমণ বা বাড়ি ফিরে যাওয়া – যে কোনো বিষয়ই ঘটুক আপনার জীবনে একটি ছবি তুলে ওয়েইপোতে পোস্ট করে দিন। নেট নাগরিকরা সেটা শেয়ার করবেন। সম্প্রতি ওয়েইপো 'ওয়েইপো নিয়ে ভ্রমণ' শীর্ষক একটি কার্যক্রমের আয়োজন করে। অনেক নেট নাগরিক সেখানে ছবি পোস্ট করেন। সব মিলে এ খবরের ব্যাপারে নেটে অন্তত ১লাখ মন্তব্য পড়েছে।