Web bengali.cri.cn   
দার্শনিক গল্প: 'নিজের ওপর নির্ভর করা'
  2013-06-18 19:46:56  cri

চিযাং চিন ছেং

একদিন একটি বাচ্চা শামুক তার মাকে জিজ্ঞেস করল: 'মা, জন্মগ্রহণের দিন থেকেই কেন আমাকে একটি শক্ত ও ভারী আবরণ বহন করতে হচ্ছে? এটা দেখতেও অসুন্দর।" মা উত্তর দিলেন: 'কারণ, আমাদের গায়ে হাড় নেই। আমাদেরকে হামাগুড়ি দিয়ে চলতে হয়। অথচ আমারা দ্রুতগতিতে হামগুড়ি দিয়ে চলতে পারি না। এই শক্ত বহিরাবরণ আমাদের নিরাপত্তা দেয়।'

বাচ্চা শামুক আবার জিজ্ঞেস করল: 'অনেক পোকারওতো হাড় নেই। তারাও দ্রুত হামাগুড়ি দিতে পারে না। তাদের কেন এ-ধরণের বহিরাবরণ নেই।' মা শামুক উত্তর দিলেন: 'এর কারণ সহজ। কারণ, সে-সব পোকা প্রজাপতিতে পরিণত হতে পারে। আকাশ তাদের নিরাপত্তা দেয়।'

বাচ্চা শামুল আবার মাকে জিজ্ঞেস করল: 'কেঁচোরওতো হাড় নেই। তারাও খুব ধীরে ধীরে মাটিতে হামাগুড়ি দেয়। তাদের গায়ে কেন বহিরাবরণ নেই?' মা শামুক উত্তর দিলেন: 'কারণ, কেঁচো ভাইরা মাটির ভিতরে প্রবেশ করতে পারে। মাটি তাদেরকে নিরাপত্তা দেয়।' মার এ-সব কথা শুনে বাচ্চা শামুক কাঁদতে লাগল। সে মাকে বলল: 'আমরা একেবারে অসহায়। আকাশ আমাদেরকে নিরাপত্তা দেয় না, মাটি আমাদেরকে নিরাপত্তা দেয় না।"

মা শামুক বাচ্চা শামুককে সান্ত্বনা দিয়ে বললেন: ' বাবা, সে জন্যই আমাদের শরীরে শক্ত ও ভারী বহিরাবরণ আছে। আমরা কারোর ওপর নির্ভর করি না, শুধু নিজের ওপর নির্ভর করি।"

মন্তব্য
লিঙ্ক