রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির শততম বার্ষির্কী উপলক্ষ্যে 'খোলামেলা'-র বিশেষ অনুষ্ঠান

চীনা লেখক মো ইয়ানের নোবেল প্রাপ্তির বিষয়টি স্বাভাবিকভাবেই এখনো চীনে একটি বিশেষ আলোচনার বিষয়। আবার এক'শ বছর আগে, ১৯১৩ সালে এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরও চীনাদের কাছে বিশেষ আকর্ষণীয় মানুষ। তার নোবেল পুরষ্কার প্রাপ্তির শততম বার্ষিকী উপলক্ষ্যে বিশ্বের অনেক দেশের মতো চীনেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং হচ্ছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তি এবং বিশ্বের সাহিত্যাঙ্গনে তার লেখা ও চিন্তা-ভাবনার প্রভাব নিয়ে আমরা আজ 'খোলামেলা' অনুষ্ঠানে আলোচনা করবো। আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। আমার সঙ্গে আছেন আমার সহকর্মী আলিমুল হক এবং সাইদুর রহমান লিপন।
