Web bengali.cri.cn   
'তুয়ান উ' উত্সব
  2013-06-14 16:46:31  cri

চীনে ২০১৩ সালের সাধারণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় আসা রচনার শিরোনাম নিয়ে বেশ আলোচনা হচ্ছে। পেইচিংয়ের ভর্তি-পরীক্ষায় আসা রচনার শিরোনাম ছিল: 'টমাস আলভা এডিসনের দৃষ্টিতে মোবাইল'; সাংহাইয়ের প্রশ্নপত্রে দেয়া রচনার শিরোনাম ছিল 'জীবনের গুরুত্বপূর্ণ বিষয়'। অন্যদিকে, হু পেই প্রদেশের প্রশ্নপত্রে ছাত্র-ছাত্রীদের যে-বিষয়ে রচনা লিখতে বলা হয় সেটি হচ্ছে: '上善若水任方圆'। সবচেয়ে মহত চরিত্র আসলে পানির মত। পানি পৃথিবীতে অনেক কাজে লাগে, কিন্তু কেউ পানির উপকারিতার কথা তেমন একটা বলে না। এ খবরটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর ২৪ ঘন্টার মধ্যে ৩ কোটিরও বেশি মন্তব্য পোস্ট করেছেন নেট ব্যবহারকারীরা।


1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক