Web bengali.cri.cn   
শেষ হলো প্রথম চীন-দক্ষিণ এশিয়া এক্সপো
  2013-06-10 19:12:45  cri

ইয়ুন নান প্রদেশের রাজধানী খুনমিংয়ে শেষ হলো প্রথম চীন-দক্ষিণ এশিয়া এক্সপো এবং একুশতম চীন-খুনমিং আমদানি ও রপ্তানি মেলা। চীন ও দক্ষিণ এশিয়ার মধ্যে একটি সার্বিক সহযোগিতা ও সমন্বিত উন্নয়ন অর্জনের লক্ষ্য নিয়ে আয়োজিত ৬ দিনের এ মেলার প্রতিপাদ্য দেশ ছিল বাংলাদেশ।

প্রদর্শনী ও মেলার অংশগ্রহণকারীরা বলেছেন, তাদের আশানুরূপ পণ্য বিক্রি হয়েছে ও পণ্যের ফরমায়েশও পেয়েছেন ভালো। তবে মেলা শেষ হওয়ার পরপরই পণ্য বিক্রি ও ফরমায়েশের কোনো সঠিক তথ্য তারা দিতে পারেন নি।

বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের স্টলগুলোর বিক্রি ও ফরমায়েশের তথ্য নিরূপণ করতে এক দিন সময় লাগবে।

বত্রিশটি দেশের অংশগ্রহণকারী ব্যবসায়ীরা সব মিলে এ দুটি আয়োজনের ৫টি বিশাল কলেবরের প্রদর্শনী অঞ্চলে মোট ২,৪২০টি স্টল খোলেন।

চীনের উপ-প্রধানমন্ত্রী মা খাই ৬ জুন প্রধান অতিথি হিসেবে এ প্রদশর্নী ও মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা গওহর রিজভি, সার্ক মহাসচিব আহমেদ সালিম, নেপালের ভাইস-প্রেসিডেন্ট পরমানন্দ ঝা, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশানায়াকা জায়ারত্নে, লাওসের উপ-প্রধানমন্ত্রী সমসাভাত লেংসাভাদ, ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী ভু ভান নিহ, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এবং মালাবির প্রেসিডেন্ট জয়েস হিলদা বানদা। (শিহাবুর রহমান)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক