Web bengali.cri.cn   
প্রথম চীন-দক্ষিণ এশিয়া মেলা শ্রীলংকার শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য সহযোগিতামূলক সুযোগ গড়ে তুলেছে
  2013-06-09 18:27:30  cri
জুন ৯: প্রথম চীন-দক্ষিণ এশিয়া মেলা চীনের ইউয়ুননান প্রদেশের খুনমিং শহরে অনুষ্ঠিত হচ্ছে। শ্রীলংকার রপ্তানী উন্নয়ন বোর্ডের বিক্রয় বিভাগের পরিচালক ম্যাডাম জিভানি সিরিওয়ার্দানা বলেছেন, এবারের মেলায় শ্রীলংকার ব্যবসায়ীরা অনেক সাফল্য অর্জন করেছে এবং আগামী বছরে দেশের অংশগ্রহণকারী স্টলের সংখ্যা ২০০টি হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, শ্রীলংকার বিখ্যাত কালো চা ও অলঙ্কার শিল্পপ্রতিষ্ঠান ছাড়াও দেশের মাঝারি ও স্বল্প শিল্পপ্রতিষ্ঠান এ মেলায় ইতিবাচক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। তাদের নারিকেল পণ্যদ্রব্য ও হস্তশিল্পকর্ম চীনা ভোক্তাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

তিনি আরও বলেন, চীন-দক্ষিণ এশিয়া মেলার ভবিষ্যত নিয়ে আশাবাদী শ্রীলংকার রপ্তানী উন্নয়ন বোর্ড। উল্লেখ্য, শ্রীলংকা দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান নিয়ে চীনের বিভিন্ন মেলায় অংশ নিয়েছে এবং শ্রীলংকার পণ্যদ্রব্যের বিক্রি পরিমাণ অনেক বেড়েছে। (সুবর্ণা/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক