Web bengali.cri.cn   
২০১৩ চীন-দক্ষিণ এশিয়া মেলার সর্বাত্মক সাফল্য অর্জনের লক্ষ্যে যৌথ প্রচেষ্টা অব্যহত রেখেছে চীন ও বাংলাদেশ
  2013-06-07 18:48:51  cri
জুন ৭: প্রথম চীন-দক্ষিণ এশিয়া মেলা বৃহস্পতিবার চীনের ইয়ুন নান প্রদেশের রাজধানি খুনমিং শহরে শুরু হয়েছে। এ মেলার থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গহর রিজভি ও শিল্পমন্ত্রী দীলীপ বরুয়ার নেতৃত্বে বাংলাদেশের সহস্রাধিক কর্মকর্তা, চেম্বার, প্রতিষ্ঠিন এবং বন্ধুত্বপূর্ণ সংস্থা ও মিডিয়ার প্রতিনিধি এ মেলা অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গহর রিজভি বলেন, চীন-দক্ষিণ এশিয়ার মেলার থিমকান্ট্রি হিসেবে বাংলাদেশ চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা করতে চায়, যাতে এ মেলার সফল আয়োজন সম্পাদন করা যায়।

মেলায় চার নম্বর প্যাভিলিয়নে বাংলাদেশের ১৫০টি স্টল নেওয়া হয়েছে। এ সকল স্টলে প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে সমাদৃত তৈরী পোষাক, পাটজাত পণ্য, অলংকার সামগ্রী এবং শিল্পকর্ম, যা বিপুল পরিমান দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণ করেছে। (ওয়াং তান হোং/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক