সি চিনফিংয়ের লাটিন অ্যামেরিকা সফরের উচ্চ মূল্যায়ন করেছে আন্তর্জাতিক সম্প্রদায়
2013-06-07 18:03:55 cri
জুন ৭: আন্তর্জাতিক সম্প্রদায় চীনের প্রেসিডেন্ট সি চিন ফিংয়ের এবারের লাটিন অ্যামেরিকা সফরের উচ্চ মূল্যায়ন করেছে।
মেক্সিকোর প্রধান গণমাধ্যম এক্সেলসর ও ইউনিভারসাল পত্রিকা সি চিফিংয়ের মেক্সিকো সফরের বিস্তারিত খবর বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী ব্রিটেনের ব্রিটেনে ফিনানশিয়াল টাইমসে প্রকাশিত এক প্রবন্ধে মেক্সিকো-চীন সম্পর্কের উচ্চ মূল্যায়ন করা হয়েছে।
চীনে মেক্সিকোর সাবেক রাষ্ট্রদূত জর্জ এডওয়ার্দো নভরিতে বলেছেন, প্রেসিডেন্ট সি চিনফিং তাঁর ভাষণে দু'দেশের সম্পর্কের উন্নয়নে উপদেশক মূলক প্রস্তাব করেছেন।
কিউবার প্রেন্সা লাতিনার একটি প্রতিবেদনে বলা হয়, চীন এ অঞ্চলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এটা প্রতিফলিত হচ্ছে যে, বিশ্বের অর্থনৈতিক শৃঙ্খলা পরিবর্তনের ব্যাপারে দু'পক্ষের সম্মতি রয়েছে।
এছাড়া এসোসিয়েটেড প্রেস, এজেন্সি ফ্রান্স-প্রেস, রয়টারস ও লা এজেন্সিয়া ইএফই,এস,এ সি চিনফিংয়ের এবারের সফরকে বিশেষ গুরুত্ব প্রদান করে। (ছাই/লিপন)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক