Web bengali.cri.cn   
চীন ও শ্রীলংকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ভবিষ্যত সম্ভাবনা বিপুল: শ্রীলংকার প্রধানমন্ত্রী
  2013-06-07 11:31:19  cri

জুন ৭: শ্রীলংকার প্রধানমন্ত্রী ডি.এম.জায়ারাথনা বলেন, চীন ও শ্রীলংকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ভবিষ্যত সম্ভাবনা বিপুল। প্রথম চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে ব্যাপক বাণিজ্যিক সুযোগ রয়েছে। তিনি বৃহস্পতিবার বিকেলে চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতাকে দেয়া এক বিশেষ সাক্ষাত্কারে এ কথা বলেন।

শ্রীলংকার প্রধানমন্ত্রী জায়ারাথনা আর চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতা সুন চিয়া চিয়া

প্রধানমন্ত্রী জায়ারাথনা বলেন, চীন ও শ্রীলংকার মধ্যে রয়েছে গভীর ও ঐতিহ্যবাহী মৈত্রীর সম্পর্ক। দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে চীন শ্রীলংকার অর্থনৈতিক পুনর্গঠনে নানা সহায়তা দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের পারস্পরিক বিনিময় ও সফরের বৃদ্ধি পেয়েছে। কিছু দিন আগে শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্সার চীন সফরকালে দু'দেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে এবং অনেক সহযোগিতামূলক দলিল স্বাক্ষর করেছে। দু'পক্ষ অবাধ বাণিজ্য ক্ষেত্রেও মতৈক্যে পৌঁছেছে।

প্রধানমন্ত্রী জায়ারাথনা বলেন, চলতি বছরে আয়োজিত প্রথম চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে কেবল প্রদর্শনের আকার সম্প্রসারিত হয়েছে তা নয়, বরং দক্ষিণ এশিয়া আর আসিয়ানের বিভিন্ন দেশের জন্য বিনিময় করারও একটা প্লাটফর্ম তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী জায়ারাথনা চীন-দক্ষিণ এশিয়া এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং শ্রীলংকার প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন। (ইয়ু / লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক