Web bengali.cri.cn   
মুক্তার কথা-০১ জুন
  2013-06-06 19:55:18  cri

মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি বন্ধু মুক্তা।

আ: আর আছি আমি আলিমুল হক। সরাসরি চলে যাচ্ছি আপনাদের চিঠিপত্র প্রসঙ্গে।

বাংলাদেশের চুয়াড়াঙ্গা জেলার ওয়ার্ল্ড ডিএক্স ক্লাবের মোহাম্মাদ আবদুল্লাহ তার ইমেলে লিখেছেন: মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। আমাদের সবার প্রিয়, বাংলাদেশের খ্যাতিমান প্রবীণ ডিএক্সার, ঝিনাইদহের এম বি জামান সিদ্দিকী কয়েক বছর যাবত কান্সারে আক্রান্ত। তার চিকিত্সা চলছে। তার আশু রোগমুক্তির জন্য দোয়া করতে সকল ডিএক্সার বন্ধুকে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশে ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাবের তিনি অন্যতম সংগঠক। এ ছাড়া, ডয়েসেভেলের বাংলানুষ্ঠান প্রচার শুরুর প্রথম থেকেই শ্রোতা সংঘ গড়ে তুলে এর অনুষ্ঠানকে জনপ্রিয় করে তুলতে তার সক্রিয় ভুমিকা ছিল। বিশ্বের যেসব বেতারে বাংলা অনুষ্ঠান প্রচার করা হয়, সেসব বেতারের সাথে বরাবরই তার নিবিড় সম্পর্ক। বিভিন্ন বেতারের শ্রোতা সম্মেলনে তার উপস্থিতি ও গঠনমুলক পরামর্শ-প্রস্তাব বেতার কর্তৃপক্ষ গুরুত্বের সাথে বিবেচনা করে থাকেন। গত বছর তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিত্সাধীন থাকাকালে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার তাকে দেখতে যান এবং তার চিকিত্সার খোঁজ-খবর নেন। এজন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। রোকেয়া হায়দার ফোন করে নিয়মিত জামান সিদ্দিকীর চিকিত্সার খবর রাখছেন। আসুন আমরা সবাই তার পাশে দাঁড়াই; তাকে সাহস যোগাই। কিছুদিনের মধ্যে তিনি ‌আরো উন্নত চিকিত্সার জন্য কোলকাতা যাবেন। কোলকাতার ডি এক্সার বন্ধুদের প্রতি অনুরোধ, আপনারাও তার পাশে এসে দাঁড়ান।

মু: আচ্ছা, বন্ধু মোহাম্মাদ আবদুল্লাহ, আপনার চিঠির জন্য ধন্যবাদ জানাই। এম,বি,জামান সিদ্দিকি আমাদেরও ঘনিষ্ঠ এবং পুরনো বন্ধু। তিনি অনেকদিন ধরে আমাদের চিঠি লিখেননি। আসলে আমি জানতামই নি যে তিনি অসুস্থ। আমরা তাঁর সুস্থতা কামনা করি এবং আশা করি, তিনি পুরোপুরি সুস্থ হয়ে নিয়মিত আমাদের চিঠি লিখবেন ও যোগাযোগ রাখবেন। বন্ধু মোহাম্মাদ আবদুল্লাহকে আবারো ধন্যবাদ জানাই, জামান সাহেবের অসুস্থতার খবর দেয়ার জন্য।

আ: কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের সভাপতি মুহাঃ সোহাগ বেপারী আমাদেরকে ইমেইলে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি তার আমন্ত্রণপত্রে লিখেছেন: ভাইয়া ও আপু, মধু মাস জৈষ্ঠ্যের শুভেচ্ছা নিবেন। বাংলার প্রকৃতিতে এখন অন্য হাওয়া বইছে। চারদিক মৌ মৌ গন্ধ; গাছে গাছে পাকা ফলের মেলা। এ-যেন অন্য রকম ভালো লাগা। মনে করিয়ে দেয় ফেলে আসা দিন গুলির কথা। ছোট বেলায় মায়ের হাত ধরে মামার বাড়ি যেতাম পাকা আম-কাঁঠাল খেতে। সেদিন এখন আর নেই; কিন্তু স্মৃতি রয়ে গেছে অম্লান। ভাইয়া-আপু, যদি সময় পান, চলে আসুন বেপারী বন্ধুর নিবিড় পল্লী গ্রামে জৈষ্ঠ্য মাসের ফল খেতে।

মু: বন্ধু সোহাগ বেপারী, আপনাকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই। আমরাও বাংলাদেশের গ্রামাঞ্চলে বেড়াতে যেতে চাই। কে জানে, হয়তো একদিন সত্যি সত্যি হাজির হয়ে যাবো আপনার সুন্দর গাঁয়ে। ভালো থাকবেন।

আ: পরের চিঠি লিখেছেন ঝিনাইদহ জেলার তাজনুর ইসলাম। তিনি বেশকিছু প্রশ্ন করেছেন, মুক্তা। আপনাকে সেসব প্রশ্নের উত্তর দিতে হবে। তৈরি তো? হ্যা, তিনি লিখেছেন...

মু: আচ্ছা, বন্ধু তাজনুর, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই। আসলে আমাদের হাতে শ্রোতাদের চিঠি সেভাবেই আসুক, আমরা সেগুলো মন দিয়ে পড়ি এবং জবাব দেয়ার চেষ্টা করি। আপনি একই খামে একাধিক অনুষ্ঠানের জন্য মতামত পাঠাতে পারেন; তবে সেগুলো আলাদা আলাদা পৃষ্ঠায় লেখা হলে ভালো। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে জানাচ্ছি যে, আপনিও আমাদের নিবন্ধিত শ্রোতা এবং আপনাকে আমরা শিগগিরই অনুষ্ঠানসূচি পাঠাবো। আর আপনার সর্বশেষ চিঠির উত্তরে বলছি: সিআরআই ১৯৪১ সাল থেকে সম্প্রচার শুরু করেছিল এবং সিআরআই থেকে বাংলা অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় ১৯৬৯ সাল থেকে। আপনার সব প্রশ্নের উত্তর দেয়া হলো। আশা করি খুশি হয়েছেন।

আ: কুড়িগ্রাম জেলার সততা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি মনজুরুল ইসলাম মিন্টু তার চিঠিতে লিখেছেন: শুরুতে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন। আশা নয় বিশ্বাস করি আপনারা ভালোই আছেন। আমি চীনের জাতীয় কবি, জাতীয় মাছ, জাতীয় ফল ও জাতীয় ফুলের নাম জানতে চাই। দয়া করে জানাবেন কি?

মু: আচ্ছা, বন্ধু মনজুরুল ইসলাম মিন্টু, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই। কিন্তু আপনি জানের চীন একটি বড় দেশ। সেজন্য চীনের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া ভিন্ন। এদেশে একেক অঞ্চলে একেক ধরণের মাছ, ফল বা ফুল জনপ্রিয়। তাই নির্দিষ্ট করে গোটা দেশের জন্য জাতীয় মাছ, ফল বা ফুল নির্ধারণ করা হয়নি। এ ছাড়া, চীনের ইতিহাস ৫ সহস্রাধিক বছরের পুরনো। প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত অসংখ্য মহান কবি জন্ম নিয়েছেন এই দেশে। সেজন্য চীনে জাতীয় কবিও নেই। তবে বিশ্ববিখ্যাত্ দার্শনিক কনফুসিয়াস হলেন চীনা মানুষের কাছে সবচে সম্মানিত মহান লেখক, ভাবুক ও শিক্ষক। আপনাকে প্রশ্ন করার জন্য আবার ধন্যবাদ জানাই।

আ: পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ডা. এস এম এ হান্নান তার চিঠিতে লিখেছেন: বাংলার এই মধুমাসে রকমারী ফলের শুভেচ্ছা নিবেন। সত্যের সংগ্রামে শত ফুল ভেঙ্গে দিল জীবনের শত ভুল। সি আর আই-এর নানা আয়োজনে আপনাদের সাথেই আছি। 'এশিয়া টুডে' 'সাহিত্য ও সংস্কৃতি' 'মুক্তার কথা' 'চলতি প্রসঙ্গ' ইত্যাদিসহ বিভিন্ন অনুষ্ঠানের আরো মানোন্নয়ন প্রয়োজন। আমার প্রস্তাব হচ্ছে: বাংলা বিভাগের প্রধানই 'মুক্তার কথা' অনুষ্ঠানটি উপস্থাপনা করুন। কারণ, তার বাংলা উচ্চারণ মোটামুটি ভালো।

মু: ভাই, হান্নান, আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার সঙ্গে আমরা একমত। আমাদের অনুষ্ঠানের মান আরো উন্নত করা দরকার। আমরা কিন্তু সেলক্ষ্যে চেষ্টাও করে যাচ্ছি। অনুষ্ঠান উন্নত করার ব্যাপারে আপনার কোনো সুনির্দিষ্ট মতামত থাকলে আমাদের জানাতে পারেন। আর 'মু্ক্তার কথা' অনুষ্ঠানের ব্যাপারে আপনার মতামতও আমরা গুরুত্বের সাথে নিলাম। আপনার প্রস্তাব আমরা বাংলা বিভাগের পরিচালককে জানিয়েছি। আপনাকে আবারো ধন্যবাদ।

আ: জয়পুরহাট জেলার সভাপতি মোঃ নুরুজ্জামান ইসলাম মাদু তার ইমেলে লিখেছেন: জানলাম মুক্তার কথা অনুষ্ঠান ঢেলে সাজানো হবে। আমার প্রস্তাব হচ্ছে: (১) 'মুক্তার কথা'-র প্রতিটি আসরে অন্তত একজন শ্রোতার সাক্ষাত্কার প্রচার করা হোক; (২) প্রতি আসরে গান প্রচার করবেন একটি; (৩) চিঠির শুধু বিশেষ বিশেষ অংশ পড়বেন; (৪) ই-মেইল ও চিঠির সমান মূল্যায়ন করবেন; (৫) একজন শ্রোতার শুধুমাত্র একটি চিঠি বা ইমেল পড়বেন, তিন-চারটি চিঠি বা ইমেল একসাথে পড়বেন না; (৬) নতুন শ্রোতার চিঠি বা ইমেল প্রথমে পড়বেন, এতে তারা বেশি খুশি হন; (৭) আপারাও শ্রোতাদের প্রতিমাসে অন্তত একবার চিঠি পাঠাবেন; (৮) প্রতি মাসের শেষ সপ্তাহের মুক্তার কথা আসরে জমে-যাওয়া চিঠিগুলির প্রাপ্তিস্বীকার করবেন।

মু: ভাই নুরুজ্জামান, আপনাকে মূল্যবান মতামতের জন্য আগেই ধন্যবাদ জানিয়ে রাখি। আমরা সব শ্রোতার মতামত ও প্রস্তাবের ভিত্তিতে 'মুক্তার কথা' ঢেলে সাজাবো এবং নতুন মুক্তার কথা আপনাদের উপহার দেব। আগামী জুন মাস থেকেই আপনাদের নতুন আঙ্গিকে 'মুক্তার কথা' উপহার দিতে পারবো বলে আশা করছি। আমরা শ্রোতাদের কাছ থেকে আরো গঠনমূলক প্রস্তাব ও মতামত পেতে চাই। আপনাকে আবারো ধন্যবাদ।

আ: রাজশাহী জেলার শ্রোতা মোঃ এনামুল হক তার ইমেলে লিখেছেন: আলিমুল হক ভাইয়া ও মুক্তা আপু, আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আশা রাখি আপনারা ভাল আছেন। গত অনুষ্ঠানে আমার চিঠি প্রথমেই পড়ে শোনানোর জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ থেকে প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান নিয়মিত শুনি এবং ইমেলে মতামত দেয়ার চেষ্ঠা করি। অনুষ্ঠানগুলোর মধ্যে মুক্তার কথা, চলতি প্রসঙ্গ, লাভক্ষতি, দৃষ্টির সীমানায়, হালশৈলী, চলুন বেড়িয়ে আসি, পুবের জানালা, এশিয়া টুডে ইত্যাদি উল্লেখযোগ্য। 'মুক্তার কথা' অনুষ্ঠানে প্রচারিত 'এসো হে বৈশাখ' গানটি খুব ভাল লেগেছে। অনুষ্ঠানের সময় আরো কয়েক মিনিট বাড়ানোর প্রস্তাব করছি; আশা রাখি প্রস্তাবটি বিবেচনা করে দেখবেন। আমার নাম ও ঠিকানা শ্রোতাতালিকায় না-থাকলে তা অন্তুর্ভুক্ত করার আবেদন জানাচ্ছি। তা ছাড়া "পূবের জানালা" পত্রিকা আমার ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করবেন। আপনাদের ধন্যবাদ।

মু: বন্ধু এনামুল হক, আপনাকে আবার চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনার মতামত আমরা অবশ্যই বিবেচনা করবো। এ ছাড়া, আমি আপনার নাম শ্রোতা নামতালিকায় অন্তর্ভুক্ত করে দিয়েছি। আপনার চিঠি নিয়মিত পেতে চাই।

আ: কুষ্টিয়া জেলার ইমতিয়াজ রহমান তার চিঠিতে লিখেছেন,...

মু: অনেক ছোট চিঠি, কিন্তু আমাদের অনেক শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রশংসা করেছেন তিনি। ভাই রহমান, আশা করি, আপনি ভবিষ্যতে আমরা আপনার কাছ থেকে আরো বেশি গঠনমূলক মতামত পাবো।

আ: পাবনা জেলার মারুফ হোসাইন তার চিঠিতে লিখেছেন, ...

মু: বন্ধু মারুফ হোসাইন, আপনি আমাদের পুরনো শ্রোতা কিন্তু নতুন পত্রলেখক। আপনাকে প্রথমবারের মতো আমাদের চিঠি লিখবার জন্য ধন্যবাদ। আমাদের আরেক শ্রোতা হাফিজুর রহমানের সহায়তায় চিঠি লিখেছেন। বন্ধু হাফিজকে এ-জন্য ধন্যবাদ জানাই। আপনি জানেন যে, বর্তমানে চীন আন্তর্জাতিক বেতার থেকে 'বাংলার গল্প, বাংলায় গল্প' নামের একটি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। এ-অনুষ্ঠানে শ্রুতিনাটক প্রচারিত হচ্ছে, প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও চীনা বিভিন্ন গল্প। আশা করি অন্য শ্রোতাদের মতো আপনারও তা ভালো লাগছে। আপনি কবর নাটকটি প্রচারের অনুরোধ জানিয়েছেন। আমরা আপনার প্রস্তাব অনুষ্ঠানের প্রযোজককে জানিয়েছি। আর হ্যা, আপনার নাম আমাদের শ্রোতাতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আ: আচ্ছা, বন্ধুরা, এখন গানের সময়। চলুন শোনা যাক।

গান

আ: ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার সাউথ এশিয়া সিআরআই ডিএক্সার রতন কুমার পাল তার চিঠিতে লিখেছেন: আমরা আপনাদের সকল অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি। অনুষ্ঠানগুলোর মধ্যে 'মুক্তার কথা' সবচে ভালো। আপনারা এই অনুষ্ঠানে আরো বেশি বেশি কোরে চিঠি পড়ুন। কোনো চিঠি পড়তে না-পারলে সেটির প্রাপ্তিস্বীকার করবেন দয়া করে। অনুষ্ঠানে ভয়েজ মেইল শোনানোর চেষ্টা করবেন আশা করি। শ্রোতারা তা পছন্দ করবেন। তাদের পত্র লেখার আগ্রহও এতে বাড়বে। একই বিষয়ের ওপর একাধিক চিঠি বা ইমেইল থাকলে, একটি বা দুটি পড়ে বাকিগুলোর প্রাপ্তিস্বীকার করলেই যথেষ্ট বলে আমি মনে করি। বাংলাদেশ ও ভারতের সকল শ্রোতাকে সমান দৃষ্টিতে দেখবেন; এক্ষেত্রে কোনো বৈষম্য যাতে না-হয়। আশা করি আমার প্রস্তাবগুলো বিবেচনা করবেন।

মু: বন্ধু রতন কুমার পাল, আপনাকে ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশ ও ভারতসহ সারা বিশ্বের বিভিন্ন স্থানের শ্রোতাদের সমান গুরুত্ব দেই। এমনকি, আমাদের চীনা শ্রোতাও আছে। যদিও তাঁরা বাংলা ভাষা বোঝেন না, কিন্তু তারা আমাদের অনুষ্ঠান থেকে বাংলা সংগীত শুনতে চান বা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বাংলা ভাষা শিখতে চান। আমরা তাঁদেরকে গুরুত্ব দেই। আপনার প্রস্তাবগুলো আমরা অবশ্যই বিবেচনা করে দেখবো। আপনাকে আমাদের প্রশংসা করার জন্য আবারো ধন্যবাদ।

আ: বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের মহ: হাফিজুর রহমান তার ইমেলে লিখেছেন: ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠিত হয়। মহান চীন আমার স্বপ্নের দেশ। সেই দেশ থেকে আমার মায়ের ভাষায় চীনা ভাই-বোনেরা প্রচার করেন বাংলা অনুষ্ঠান। বাংলা ভাষাকে বিশ্ব দরবারে তুলে ধরার এ-প্রয়াসকে আমি সাধুবাদ জানাই। চীনের সাথে বাংলার বিশেষ করে ভারতীয় উপমহাদেশের সম্পর্ক সুপ্রাচীন কাল থেকে। ফাহিয়েন, হিউয়েনসং-এর মতো চীনা পর্যটকের মাধ্যমে যে-সম্পর্ক গড়ে উঠেছিল, আজ সিআরআই-এর মাধ্যমে সেই আবহমানকালের সম্পর্কটাই যেন এগিয়ে চলেছে সামনের দিকে। সিআরআইকে ধন্যবাদ জানাই। চীনের জোট নিরপেক্ষ ও বিশ্ব মৈত্রীর রাজনীতি ভারতীয় বাঙ্গালি হিসেবে আমার মনে গভীরভাবে দাগ কাটে। শিল্প, শিক্ষা, কৃষি, বাণিজ্য, বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রেও চীন সামনে এগিয়ে যাচ্ছে। সিআরআই'র মাধ্যমে চীনের জনজীবন, শিক্ষা, শিল্প, জ্ঞান, বিজ্ঞানের নানাবিধ বিষয় সম্পর্কে জানতে পারছি; এজন্য সিআরআইকে ধন্যবাদ জানাই।

মু: বন্ধু হাফিজুর রহমান, আপনি অনেক ভাল লিখেছেন। আমরাও বিশ্বাস করি, চীনের নতুন নেতৃবৃন্দের নেতৃত্বে চীন উন্নয়নের পথ ধরে এগিয়ে যাবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও স্থিতিশীলতার জন্য আরো ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে।

আ: শ্রোতাবন্ধুরা, "প্রথম চীন-দক্ষিণ এশিয়া মেলা"-এর প্রতিপাদ্য সংগীত প্রতিযোগিতার ফলাফল আমরা এরই মধ্যে পেয়েছি। প্রতিযোগীদের সবাই স্বাভাবিকভাবেই বিজয়ী হতে পারেননি। কিন্তু যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের শ্রোতা মৃত্যুঞ্জয় বেরাও প্রতিযোগিতার জন্য একটি গান লিখে পাঠিয়েছিলেন। আমরা এখানে সেটি পড়ে শোনাচ্ছি। .....

মু: সুন্দর হয়েছে। বন্ধু বেরাকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি, ভবিষ্যতে আরো বেশি বন্ধু এ-ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ধন্যবাদ।

আ: প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলুন আরেকটি সুন্দর বাংলা গান শোনা যাক।

গান ২

আ: প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (মুক্তা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক