Web bengali.cri.cn   
শুরু হলো প্রথম চীন-দক্ষিণ এশিয়া এক্সপো
  2013-06-06 17:57:06  cri
চীন ও দক্ষিণ এশিয়ার মধ্যে একটি সার্বিক সহযোগিতা ও সমন্বিত উন্নয়ন অর্জনের লক্ষ্য নিয়ে চীনের ইয়ুন নান প্রদেশের রাজধানী খুনমিংয়ে বৃহস্পতিবার শুরু হলো প্রথম চীন-দক্ষিণ এশিয়া এক্সপো। চীনের উপ-প্রধানমন্ত্রী মা খাই প্রধান অতিথি হিসেবে ছয় দিনের এ প্রদশর্নীর উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি উদ্বোধন ঘোষণা করেন একুশতম চীন-খুনমিং আমদানি ও রপ্তানি মেলা।

প্রথম চীন-দক্ষিণ এশিয়া এক্সপোর প্রতিপাদ্য দেশ হিসেবে এখানে বিশেষ গুরুত্ব পেয়েছে বাংলাদেশ। দেশটির ব্যবসায়ীরা প্রায় দেড় শ' স্টল স্থাপন করেছেন এ প্রদর্শনীতে।

প্রদর্শনী ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা গওহর রিজভি, সার্ক মহাসচিব আহমেদ সালিম, নেপালের ভাইস-প্রেসিডেন্ট পরমানন্দ ঝা, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশানায়াকা জায়ারত্নে, লাওসের উপ-প্রধানমন্ত্রী সমসাভাত লেংসাভাদ, ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী ভু ভান নিহ, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এবং মালাবির প্রেসিডেন্ট জয়েস হিলদা বানদা।

খুনমিংয়ের গভর্নর লি জি হাংয়ের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াসহ সার্ক ও চীনের প্রতিবেশী দেশগুলো এবং আফ্রিকার কয়েকটি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চীনের উপ-প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে এশিয়ার ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন: "উন্নয়নের ক্ষেত্রে এশিয়া এখন বিশ্বের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ও প্রাণোবন্ত অঞ্চলে পরিণত হয়েছে। এবং পরিশ্রমী এশীয় মানুষেরা এশিয়ার একটি উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত রেখে কাজ করে চলেছেন।"

চীনা প্রধানমন্ত্রী বলেন, এ প্রদর্শনী ও মেলার মধ্য দিয়ে চীন দক্ষিণ এশিয়ার প্রতি যেমন বিশেষ গুরুত্ব দিচ্ছে, তেমনি গুরুত্ব দিচ্ছে নিজের অন্য প্রতিবেশী দেশগুলোর প্রতিও।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহার রিজভি তাঁর বক্তৃতায় দক্ষিণ এশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ প্রতিষ্ঠায় চীনের বিপুল পরিমাণ বিনিয়োগের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা করেন, খুনমিংয়ের প্রদশর্নী ও মেলা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন বাড়াতে ব্যাপকভাবে সাহায্য করবে।

চীন-দক্ষিণ এশিয়া এক্সপো এবং চীন-খুনমিং আমদানি ও রপ্তানি মেলা দুটিই চলবে আগামী ১০ জুন পর্যন্ত।

এদিকে প্রদশর্নীর উদ্বোধনী দিনে বেশ কয়েকটি ফোরাম অনুষ্ঠিত হয়, যেগুলোর মধ্যে ছিল চীন-দক্ষিণ এশিয়া ব্যবসা ফোরাম, চীন দক্ষিণ এশিয়া অর্থনীতি ও বাণিজ্য ফোরাম, চীন দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ ফোরাম, এবং চীন দক্ষিণ এশিয়া মৈত্রী সমিতি ফোরাম।

---ইয়ুন নানের খুনমিং থেকে শিহাবুর রহমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক