Web bengali.cri.cn   
আসন্ন দক্ষিণ এশিয়া মেলায় ৩৯টি দেশ ও অঞ্চলের প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবে
  2013-06-04 18:24:00  cri
জুন ৪: প্রথম চীন-দক্ষিণ এশিয়া মেলা বা ২১তম চীনের খুনমিং আমদানি-রপ্তানি বাণিজ্য মেলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

এবারের মেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্যাভিলিয়ন, আসিয়ান ও অন্য দেশ ও অঞ্চলের প্যাভিলিয়ন, বৈদ্যুতিক প্রদর্শনী প্যাভিলিয়ন এবং জীব জন্তুর প্যাভিলিয়নসহ বেশ কিছু বিশেষ প্যাভিলিয়ন স্থাপিত হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্যাভিলিয়েনে মোট ৭৪৮স্টোর নির্মাণ করা হয়েছে। দক্ষিণ এশিয়ার আটটি দেশ ছাড়া বিশ্বের ৩১টি দেশ, চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ানের প্রতিষ্ঠানেরও প্রায় ৬৬৩টি স্টোর থাকবে। এছাড়া এবারের মেলায় সফ্টওয়ার, টাটা গ্রুপসহ বিশ্বের সেরা ৫০০'র প্রতিষ্ঠানের মধ্য থেকে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

এবারের মেলায় বিদেশী ও ইয়ুন নান প্রদেশের বাইরে থেকে আসা প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এদের মধ্যে নামিদামি বেশকিছু প্রতিষ্ঠান ও তাদের পণ্য রয়েছে।

জানা গেছে, এবারের মেলায় ৪১৭টি সহযোগিতামূলক চুক্তি সই করা হবে। শিক্ষা, পরিবেশ সংরক্ষণ ও পর্যটনসহ ২৩টি ক্ষেত্র এই চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে। যার আর্থিক পরিমাণ ৪৭০ বিলিয়ান ইউয়ান ছড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। (ওয়াং তান হোং/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক