Web bengali.cri.cn   
বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের প্রথম একশ বা টপ হান্ড্রেডে'র তালিকা প্রকাশ
  2013-05-30 17:45:06  cri

ব্রান্ডজ টি এম বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের টপ হান্ড্রেড তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। ১৮৫ বিলিয়ান মার্কিন ডলার মূল্যের আপেল কোম্পনি ২০১৩ সালে সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের খ্যাতি অর্জন করে। আপেল তার প্রতিদ্বন্দ্বীদের অনেক পিছিনে ফেলে এই কৃতিত্ব অর্জন করেছে। এ পর্যায়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গুগল, যার মূল্য ১১৪ বিলিয়ান মার্কিন ডলার। চীনের ১২টি প্রতিষ্ঠানও এ টপ হান্ড্রিড তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

তবে আপেলের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা স্যামসাংয়ের প্রবৃদ্ধি অনেক বেশি। আগের তুলনায় এবারে স্যামসাংয়ের মূল্য বেড়েছে ৫১ শতাংশ। ২১ বিলিয়ান মার্কিন ডলার দিয়ে স্যামসাং ৩০তম অবস্থানে রয়েছে এবং এর দ্রুত প্রবৃদ্ধি আপেলের ওপর ভীষণ চাপ তৈরী করে। গত বছরে আপেলের প্রবৃদ্ধির হার ছিল মাত্র ১ শতাংশ।

গত বছরের মূল্য হ্রাস কাটিয়ে চলতি বছরে গুগলের মূল্য ৫ শতাংশ বেড়েছে এবং ১১৪ বিলিয়ান ডলারের মধ্য দিয়ে তালিকার দ্বিতীয় অবস্থান অর্জন করেছে। এক্ষেত্রে আইবিএম-এর অবস্থান তৃতীয়, তার মূল্য ১১২ বিলিয়ান ডলার।

এই টপ হান্ড্রেড ব্রান্ড তালিকার ২৯ শতাংশই দখল করে আছে বিজ্ঞানপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিষয়ক ব্র্যান্ড। এখানে উল্লেখ করতে হয় যে, চীনের টিসেন্ট ব্র্যান্ড ৫২ শতাংশ বেড়েছে এবং সবচেয়ে দ্রুততর প্রবৃদ্ধির টপ টেন ব্র্যান্ডের একটি হওয়ার যোগ্যতা অর্জন করেছে। যা একই ধরণের ব্র্যান্ড-ফেসবুকের চেয়ে অনেক বেশি।

চীনের ১২টি প্রতিষ্ঠান এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে চায়না মোবাইল প্রথম দশের মধ্যে স্থানে রয়েছে। মাওতাই উচ্চ পর্যায়ের বাজারে দখল করে রেখেছে বলে চলতি বছরে তার মূল্য ৩ শতাংশ বেড়েছে।

জানা গেছে, ব্র্যান্ডস টিএম বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্র্যান্ডের টপ হান্ড্রেড তালিক তৈরীর এই কার্যক্রম ২০০৬ থেকে শুরু হয়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক