Web bengali.cri.cn   
সিআরআই বিশেষ মোবাইল কনফারেন্স-চীনের প্রধানমন্ত্রী লি খো ছিয়াং-এর প্রথম বিদেশ সফর উপলক্ষ্যে শ্রোতাদের প্রত্যাশা
  2013-05-30 17:15:35  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ মোবাইল কনফারেন্স। আপনাদের সাথে আছি আমি আপনাদের বন্ধু দিদারুল ইকবাল। এছাড়া চীনের বেইজিংয়ে সিআরআই স্টুডিও-তে রয়েছেন সবার প্রিয় বন্ধু ছাই ইউয়ে মুক্তা এবং বিদেশী ভাষা বিশেষজ্ঞ আলিমুল হক। আর নেটওয়াকিং-এ আমাকে সহযোগিতা করছেন, শ্রোতাবন্ধু তাছলিমা আক্তার লিমা।

শ্রোতাবন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনেছেন চীনের নতুন প্রধানমন্ত্রী লি খো ছিয়াং তার প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে এশিয়ার দুটি দেশ ভারত এবং পাকিস্তান এছাড়া ইউরোপের সুইজারল্যান্ড ও জার্মানি সফর করছেন। তাই আমাদের আজকের মোবাইল কনফারেন্সের বিষয়। চীনের প্রধানমন্ত্রী লি খো ছিয়াং-এর প্রথম বিদেশ সফর উপলক্ষ্যে শ্রোতাদের প্রত্যাশা। এ প্রসঙ্গে আমরা শ্রোতাদের সাথে কথা বলবো এবং তাদের মতামত ও প্রত্যাশা শুনবো। এছাড়া চীনের প্রধানমন্ত্রীর সফরের উদ্দেশ্য ও সাফল্য সম্পর্কিত শ্রোতাদের নানান ধরনের প্রশ্নের জবাব দিবেন সিআরআই'র বিদেশী ভাষা বিশেষজ্ঞ আলিমুল হক।

মোবাইল ফোন লাইনে আমাদের সাথে রয়েছেন বেশ কয়েকজন শ্রোতাবন্ধু। আমরা একে একে শুনবো (১) বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার শ্রোতাবন্ধু মোহাম্মদ আব্দুল্লাহ; (২) সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান ওসমান গণী; (৩) রাজশাহী থেকে শ্রোতাবন্ধু মো: সাইফুল ইসলাম থান্দার; (৪) ঢাকা থেকে শ্রোতাবন্ধু মোস্তাফিজুর রহমান; (৫) চট্টগ্রাম থেকে সাংবাদিক শাহাদাত্ হোসেন আশরাফ; (৬) যশোর থেকে শ্রোতাবন্ধু নূর আলম; (৭) ঝিনাইদহ থেকে শ্রোতাবন্ধু শাহীন পাটোয়ারী; এবং (৮) কিশোরগঞ্জ থেকে শ্রোতাবন্ধু আশরাফুল ইসলাম এর মতামত, প্রত্যাশা ও প্রশ্ন.....................।

দিদারুল ইকবাল

বাংলাদেশ মনিটর

চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)

ঢাকা, বাংলাদেশ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক