Web bengali.cri.cn   
আমি গায়ক -৩
  2013-05-24 18:55:36  cri

সংগীত আমার জীবন, আমার জীবন সুরের ধারায়। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন 'সুরের ধারায়', চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ‌আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি, আপনাদের ভালো লাগে।

অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা কোনো গান শুনতে চান, তা অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আমরা আপনাদের প্রিয় গান প্রচার করার চেষ্টা করবো এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সিআরআইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত আমাদের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন আমাদের চালিকাশক্তি।

চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আপনাদের মনে আছে কি, গত অনুষ্ঠানে 'আমি গায়ক' শীর্ষক গানের প্রতিযোগিতার কথা বলেছিলাম? আপনাদের কেউ কেউ হয়তো ভুলে গেছেন। তাই, আমি আবার বলছি। এই টিভি প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচন করা হয় চীনের শ্রেষ্ঠ কণ্ঠের অধিকারীকে। প্রতি সপ্তাহে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৭ জন করে গায়ক ও গায়িকা অংশ নেন। দর্শকদের ভোটে নির্ধারিত হয় তাদের ভাগ্য। যে-প্রতিযোগী সবচে কম ভোট পাবেন, তিনি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বেন এবং পরের সপ্তাহে একজন নতুন প্রতিযোগী অন্য ৬ প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ছিল নিয়ম।

প্রতিযোগিতাটি চীনে ব্যাপক জনপ্রিয়তা পায়। ফেসবুকের চীনা সংস্করণ 'রেনরেন' এবং 'টুইটারে' এ-প্রতিযোগিতা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। আমরা সবাই অনুষ্ঠানটি খুবই পছন্দ করেছি।

সম্প্রতি 'আমি গায়ক' প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। যে ৭ জন প্রতিযোগী ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা হলেন: লিন জিসুয়ান, হুয়াং ছিশান, পেং চিয়াহুই, সিং সিয়াওছি, চৌ সিয়াওওউ, ইয়াং জংউয়েই ও ইয়ু ছুয়ান। তারা ফাইনালে নিজেদের পছন্দের গান পরিবশেন করেন। আপনারা নিশ্চয়ই জানতে চান প্রতিযোগিতার ফল কী? যৌথভাবে চতুর্থ হয়েছেন পেং চিয়াহুই ও হুয়াং ছিশান; কারণ তাঁদের প্রাপ্ত ভোট সমান। এখন আমরা শুনবো পেং চিয়াহুইয়ের গান 'সে দিন আমি লাল গালিচার উপর হাঁটি'। পরে হুয়াং ছিশানের গান 'ভালবাসার কাঁটা'।

(গান)

খুব সুন্দর গান, তাই না? প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন ইয়াং জংউয়েই। তার নাম আগেও আপনারা শুনেছেন; শুনেছেন তার গান। অন্যদিকে, দ্বিতীয় হয়েছেন আমার প্রিয় গায়ক লিন জিসুয়ান। আমি মনে করি, প্রতিযোগিতায় লিন জিসুয়ানেরই প্রথম হওয়া উচিত ছিল। তিনি শক্তিমান গায়ক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন। আচ্ছা, এখন আমরা ইয়াং জংউয়েইয়ের গান 'সবচে প্রিয়' এবং লিন জিসুয়ানের গান 'শূন্য থেকে ভালোবাসা সৃষ্টি' শুনবো।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুরের ধারায়, চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ‌আছি আমি লতা। আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন, তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn। আবার বলি, ben@cri.com.cn। ই-মেইলের মাধ্যমে আমাকে আপনার নিজের লেখা গান দিতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো। আজকের অনুষ্ঠানে আমি ২০১৩ সালের 'আমি গায়ক' প্রতিযোগিতার ফল সম্পর্কে আলোচনা করছি। আপনারা নিশ্চয়ই খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী অর্থাত প্রথম স্থান অধিকারীর নাম জানতে? প্রতিযোগিতায় প্রথম হয়েছে ইয়ুছুয়ান। এখন আমরা ইয়ুছুয়ানের গান 'মহাভূমি' শুনবো।

(গান)

প্রিয় সংগীতপ্রেমী বন্ধুরা, দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এল। তাই আজকের মতো গানের ঝাপি বন্ধ করতে হচ্ছে। আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সাথেই থাকুন। যাই চিয়ান।(লতা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক