সুপ্রিয় শ্রোতা, চীনের নবম পেইচিং আন্তর্জাতিক উদ্যান মেলা ১৮ মে সকালে পেইচিংয়ের ফেং থাই অঞ্চলের ইং টিং নদীর কাছে ইউয়ান পো উদ্যানে শুরু হয়েছে। এবারের মেলায় ৯৪টি দেশীয় ও ৩৪টি বিদেশি প্রদর্শনী পার্ক স্থাপন করা হয়েছে। এ মেলা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। এখন শুনবেন সি আর আই সংবাদদাতা লিন পোর পাঠানো এ সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন।
চীনের আবাসন এবং শহর ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় এবং আঞ্চলিক সরকার যৌথভাবে এবারের পেইচিং আন্তর্জাতিক উদ্যান মেলা আয়োজন করেছে। প্রতি দু'বছরে একবার আয়োজিত হয় এ মেলা। এবারের মেলার স্লোগান হলো 'বাগানশহর, সুন্দর স্বদেশভূমি' এবং এর প্রতিপাদ্য 'সবুজ সিম্ফনি, মহান বাগান'। এবারের মেলা পেইচিংকে একটি বসবাসের উপযোগী শহরে পরিণত করার এবং সৃষ্টিশীল সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলার একটি নতুন সুযোগ আনবে।
জানা গেছে, ২৯টি দেশের ৩৭টি শহর ও সংস্থা এবারের মেলায় ৩৪টি বিদেশি প্রদর্শনী পার্ক গড়ে তুলেছে। বিদেশি শহর ও সংস্থার এমন ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংস্কৃতি ও সহযোগিতা প্রতিফলিত হয়েছে। মেলার আয়োজক কমিটি বলছে, এবারের মেলার প্রথম দিনে প্রায় ৫ লাখ দর্শনার্থী সেখানে গেছেন। তাদের মধ্যে প্রধান হলেন বিদেশি পর্যটক। ভারত থেকে আগত পর্যটক রজার এবারের মেলা এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে পেইচিং সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। রজার ভারতের নাগরিক বলে ১২৮টি প্রদশর্নী পার্কের মধ্যে ভারতীয় পার্ক তার প্রিয়। তিনি মনে করেন যে, ভারতীয় পার্কে দেশটির সাংস্কৃতিক ধারণা প্রতিফলিত হয়েছে।
দর্শনার্থীরা মেলায় শুধু বাগানের সুন্দর দৃশ্য উপভোগ করছেন না। মেলার আয়োজকরা দর্শনার্থীদের জন্য নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করে। পেইচিং আন্তর্জাতিক উদ্যান মেলার নিয়ন্ত্রণ কেন্দ্রের কার্যক্রম প্রচারণা বিষয়ক বিভাগের দায়িত্বশীল ব্যক্তি ছিয়াও সিয়াও ভেং বলেন, বাগানের সুন্দর দৃশ্যের পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন, যেমন ফুলগাড়ি শোভাযাত্রা, প্রতিটি প্রদর্শনী পার্কে আঞ্চলিক বৈশিষ্ট্যপূর্ণ অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন এবারের মেলার একটি বৈশিষ্ট্য।
পেইচিং আন্তর্জাতিক উদ্যান মেলা ইতোমধ্যেই বাগান সংস্কৃতির প্রচারণা, বিনিময় ও সহযোগিতা বাড়ানো এবং সবুজায়নের নতুন ফল প্রদশর্নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। পেইচিংয়ের মেয়র এবং উদ্যান মেলার আয়োজক কমিটির পরিচালক ওয়াং আন সুন বলেন, "প্রাকৃতিক উন্নত সভ্যতা বিনির্মাণ সবসময় চীন সরকার ও চীনা জনগণের কৌশলগত বিকল্প। আমরা অব্যাহত প্রচেষ্টা চালিয়ে শহরের পরিবেশ উন্নয়ন করবো এক সুন্দর চীন প্রতিষ্ঠার জন্য আরো বেশি অবদান রাখবো।"