Web bengali.cri.cn   
বেইডৌ নেভিগেশন স্যাটেলাইট সিসটেম সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহারিক পর্যায় যুক্ত
  2013-05-23 20:01:49  cri

বেইডৌ নেভিগেশন স্যাটেলাইট সিসটেম, বি ডি এস বা বেইডৌ উপগ্রহ পর্যবেক্ষণ ব্যবস্থা এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহারিক পর্যায় যুক্ত হয়েছে।

যদি আপনার গাড়িতে কি মিটার বা অন্যকোনো পর্যায়ে সংকেত কাজ করছে না? কোনো চিন্তা নেই সহজেই স্মার্ট মোবাইলের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে আপনা অবস্থান জানাতে পারেন। আপনার চিন্তার কোনোই কারন নেই কেননা আপনা ঘড়ি আপনাকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশের হিসেব নিকেশ করে বলে দিবে এখন আপনি কোথায় কোন স্থানে এবং কতদূরত্বে আছেন। সম্প্রতি বেইডৌ নেভিগেশন স্যাটেলাইট সিসটেম, বি ডি এস বা বেইডৌ উপগ্রহ পর্যবেক্ষণ ব্যবস্থা প্রযুক্তি-সুযোগ ও চ্যালেঞ্জ শিরোনামে চতুর্থ চীনের উপগ্রহ পর্যবেক্ষণ প্রযুক্তির বার্ষিক সম্মেলন চীনের হুপেই প্রদেশের উ হান শহরে অনুষ্ঠিত হয়েছে। ২০০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান তাদের উন্নত উপগ্রহ পর্যবেক্ষণ প্রযুক্তি নিয়ে এ সম্মেলনে অংশগ্রহণ করে।

বেইডৌ নেভিগেশন স্যাটেলাইট সিসটেম, বি ডি এস প্রযুক্তি ২০১২ সালের ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সেবা প্রদান শুরু করে। এরপর থেকে প্রযুক্তিটির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবারের বার্ষিক সম্মেলনে চীনের বিজ্ঞান-প্রযুক্তি একাডেমীর সদস্য এবং বেইডৌ নেভিগেশন স্যাটেলাইট সিসটেমের সাধারণ ডিজাইনার সুন চিয়া তোংসহ অনেক বিশেষজ্ঞরা বলেন, বেইডৌ নেভিগেশন স্যাটেলাইট সিসটেম নির্দেশনা, অবস্থান নির্ণয়, সংক্ষিপ্ত তথ্যসহ যে বিভিন্ন সেবা প্রদান করছে, তা এখন সড়ক যোগাযোগ, আবহাওয়া, বন্য, জরিপ শিল্প ও জরুরি ব্যবস্থাসহ বিভিন্ন খাতে ব্যবহৃত হচ্ছে। এ প্রযুক্তি এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবন-যাত্রায় ব্যবহৃত হচ্ছে।

সম্মেলনের প্রযুক্তিবিদরা আমাদের সংবাদ প্রতিনিধিকে একটি বিশেষ ঘড়ি প্রযুক্তি দেখিয়ে ব্যাখ্যা করেন যে, এ ঘড়ির মধ্যে রয়েছে সিরামিক অ্যান্টেনা, সেন্সর এবং কম্পাসসহ বিভিন্ন আপলিকেশন। যা কোনো প্রকার সিগন্যাল বা সংকেত ছাড়াই কার্যকর।

একটি মোবাইল প্রযুক্তি দেখিয়ে প্রযুক্তিবিদরাবলেন, এ মোবাইল টেলিযোগাযোগ বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও উপগ্রহের মাধ্যমে এসএমএস পাঠাতে ও নির্দেশনা দিতে পারে। প্রযুক্তিবিদ সংবাদিককে বলেন, মোবাইলটিতে স্থাপিত আছে ইলেক্ট্রনিক কম্পাস ও দ্রুত গতির সেন্সর এবং লাইট সেন্সর। যেখানে সংকেত নেই, বিশেষ করে ভূমিকম্পসহ বিভিন্ন জরুরি পরিস্থিতি বা সাগর ও মরুভূমিসহ বিভিন্ন স্থানে ব্যবহারযোগ্য।

খো চিয়া তোং আরও বলেন, সারা বিশ্বের উপগ্রহ পর্যবেক্ষণ প্রযুক্তি বর্তমানে সফ্টওয়ার, প্রস্তুতকরণ, ডেটা এবং সেবা শিল্পে ছড়িয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও বেশি বেশি সাধারণ মানুষ এ প্রযুক্তি থেকে কল্যাণ পাবে বলে ধারণা করা হচ্ছে।

আচ্ছা শ্রোতাবন্ধুরা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ-পর্যন্তই। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগল? যদি ভালো লেগে থাকে এবং এ-অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ই-মেইল পাঠাতে ভুলবেন না। আমাদের ই-মেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ই-মেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। (রুবি/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক