Web bengali.cri.cn   
বন্যা হলে কি করা যায়
  2013-05-23 20:05:20  cri

যদি আপনি বন্যার পানিতে অবরুদ্ধ হয়ে পড়েন, তাহলে আপনার উচিত দ্রুততার সাথে স্থানীয় বন্যা প্রতিরোধসহ সংশ্লিষ্ট বিভাগ, বা উদ্ধার তত্পরতার সাথে যুক্ত এমন কারো সাথে যোগাযোগ করে নিজের অবস্থান জানানো, যাতে তারা আপনার অবস্থান যেনে আপনাকে উদ্ধার করতে পারে। এ সময় ভুলেও সাতাঁর কাটার চেষ্টা করা বা ইলেক্ট্রিক তারের খুটি অথবা লোহা নির্মিত কোনো খুঁটিতে আশ্রয় নেওয়া উচিত নয়।
যদি বন্যার পানিতে পড়ে গিয়ে থাকেন, তাহলে তাত্ক্ষণিকভাবে আপনার আশেপাশে ভেসে থাকা যায় এমন কোনো বস্তুকে আগলে ধরুন এবং যথা সম্ভব নিজেকে কেবল ভাসিয়ে রাখার চেষ্টা করুন।
যেখানে উচ্চ ভোল্টেজের তারের টাওয়ার ভেঙ্গে পড়েছে বা বিচ্ছিন্ন হয়ে পড়া তার মাটির দিকে ঝুলে আছে, আপনি অনতি বিলম্বে সে স্থান থেকে দূরে সরে যান। কেননা অন্যথায় যে কোনো মূহুর্তে আপনি বিদ্যুতস্পর্শে মৃত্যু ভুবনে চলে যেতে পারেন।
বন্যা পরবর্তি বিভিন্ন রোগ বা সংক্রামক ব্যধি ও অ-স্বাস্থ্যকর, খোলা পানি পান বা খাবার খাওয়া প্রভৃতি বিষয়গুলোর প্রতি বিশেষ ভাবে সজাগ থাকুন। কেননা এক মূহুর্তের অসচেতনতা আপনার জীবন মারাত্মক হুমকির মুখে ফেলে দিতে পারে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক