Web bengali.cri.cn   
দার্শনিক গল্প: 'প্রত্যেক মানুষের নিজস্ব আকাংক্ষা আছে; এর মূল্য দেয়া উচিত'
  2013-06-19 19:28:41  cri
প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন আজকের দার্শনিক গল্প। গল্পটির শিরোনাম: 'প্রত্যেক মানুষের নিজস্ব আকাংক্ষা আছে; এর মূল্য দেয়া উচিত'।

এক বুড়ো নারীর তিনটি সন্তান আছে। দুটি মেয়ে ও একটি ছেলে। মেয়ে দুটি মাকে খুব ভালবাসে। ছেলেটির সামর্থ্য কম। তাই, মেয়েরাই মাঝে মাঝে মাকে পকেট খরচ দেয়। এদিকে, বৃদ্ধা নারী তার নাতিকে খুব ভালোবাসেন। মেয়েদের কাছ থেকে পাওয়া পকেট খরচ দিয়ে তিনি নাতির জন্য মাঝেমধ্যে গোপনে খাবার কেনেন।

একদিন এক প্রতিবেশী বুড়ো নারীর বড় মেয়েকে এই গোপন কথা বলে দিলেন। প্রতিবেশীর কথা শুনে বড় মেয়ে বললো, "আমি মাকে খুশি করার জন্য পকেট খরচ দিয়ে থাকি। তিনি সে-টাকা দিয়ে যা ইচ্ছা করতে পারেন। নাতির জন্য খরচ করে যদি তিনি আনন্দ পান, তাহলে আমিও খুশি।" বড় মেয়ের প্রতিক্রিয়ার কথা শুনে মা খুশি হলেন। তিনি মেয়েকে বললেন, "নাতিকে খেতে দেখলে আমার খুব ভালো লাগে। নিজে খেয়ে তত আনন্দ পাই না, যতটা আনন্দ পাই নাতিকে খেতে দেখলে।"

দু'মাস পর ছোট মেয়ে মাকে দেখতে এলো। যথারীতি ওই প্রতিবেশী তাকে মায়ের গোপন কথা বলে দিল। ছোট মেয়ে শুনে রাগ করলো। সে তার মাকে ডেকে বললো, "আমি টাকা দিই তোমার নিজের জন্য, অন্যকে খাবার কিনে দেয়ার জন্য নয়।" মা মেয়ের কথায় খুব কষ্ট পেলেন। ধীরে ধীরে তার খাওয়ার রুচি নষ্ট হয়ে গেল; তিনি অসুস্থ হয়ে পড়লেন। মাস খানেক পর বুড়ো নারী মারা গেলেন।

শ্রোতাবন্ধুরা, প্রত্যেকটি মানুষের নিজস্ব কিছু আশা-আকাংক্ষা থাকে। সেসব আশা আর ইচ্ছাকে গুরুত্ব দেয়া উচিত। ছোট মেয়ে তার মায়ের ইচ্ছা ও ভালো লাগার কোনো মূল্য দেয়নি। সে ভুল করেছে। অন্যদিকে, বড় মেয়ের আচরণ ছিল যথাযথ।

শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আজকের দার্শনিক গল্প শুনলেন। শোনার জন্য অশেষ ধন্যবাদ। (চিয়াং/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক