Web bengali.cri.cn   
মুক্তার কথা-১৮ মে
  2013-05-21 20:25:27  cri
মু:সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তারকথা'। আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের পুরনো বন্ধু আমি মুক্তা।

আ:এবং সঙ্গে রয়েছি আমি আলিম। বন্ধুরা, আগামীকাল 'বিশ্ব মা দিবস'। এ-উপলক্ষ্যে আমরা বিশ্বের সকল মা-কে আগাম শুভেচ্ছা জানাই।

মু: হ্যাঁ। 'বিশ্ব মা দিবস' শুভ হোক এবং আমিসহ বিশ্বের সকল মার জীবন সুন্দর হোক, সুখের হোক---এই কামনা করি।

আ:শ্রোতাবন্ধুরা, এবার আপনাদের চিঠিপত্রের ঝাপি খোলার পালা। প্রথম চিঠি লিখেছেন বাংলাদেশেররাজশাহীজেলার মোঃ এনামুল হক। তিনি লিখেছেন: মুক্তাআপু ও আলিমুল হক ভাইয়া, আপনাদের সবার জন্য শুভেচ্ছা রইল। আমি আপনাদের "মুক্তারকথা" অনুষ্ঠান নিয়মিত শুনি। এ-অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। এতে শ্রোতাদেরগুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয়া হয়। তবে আপনারা যদি শ্রোতাদের চিঠি সম্পূর্ণ না-পড়ে সারাংশটুকু খালি পড়েন, তবে ভালো হয়। এতে অধিক চিঠি পড়ার সুযোগ সৃষ্টি হবে। আশা করি আমার প্রস্তাবটি আপনারাভেবে দেখবেন। এছাড়া, প্রতি সপ্তাহে যতগুলো চিঠি বা ইমেল আপনাদের দপ্তরে পৌঁছে সেগুলো "মুক্তার কথা" অনুষ্ঠানের শেষের দিকে প্রাপ্তি স্বীকার করার চেষ্ঠা করবেন।গতঅনুষ্ঠান থেকে জানতে পারলাম এ-বছর তিনটার মত জ্ঞান যাচাইমুলক ক্যুইজের আয়োজন করাহবে। খবরটি শুনে খুব ভাল লেগেছে। সবশেষে আপনাদের অনুষ্ঠানের সর্বাঙ্গীন সফলতা কামনাকরি।

মু: বন্ধু এনামুল হক, আমরা অধিকাংশ সময় চিঠির সারাংশই পড়ে শোনাই। কিন্তু কখনো কখনো শ্রোতাদের চিঠিতে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে যা না-পড়লেই নয়। যেমন, আপনার চিঠিটি বড়, কিন্তু কোনো কথা ফেলে দেয়ার মতো নয়। তাই আমাদের পুরো চিঠি পড়তে হয়েছে। আশা করি, আপনি বুঝতে পারছেন। আর অনুষ্ঠানের শেষে প্রাপ্তি-স্বীকার করা বিষয়ক আপনার প্রস্তাব আমরা বিবেচনা করবো। আপনাকে চিঠির জন্য ধন্যবাদ।

আ:বাংলাদেশের কুড়িগ্রাম জেলার সততা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি মনজুরুল ইসলাম মিন্টুলিখেছেন: মুক্তা আপু ও আলিম ভাই,শুরুতে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন।'আলোছায়া' অনুষ্ঠানে বাংলা ছায়াছবির চমৎকারগানগুলোরকোনোতুলনাহয়না। আমি অনুষ্ঠানটির দীর্ঘায়ু কামনা করছি। আর একটি কথা,'সুরের ধারা' অনুষ্ঠানে বাংলা গান বাজানোর কোন পরিকল্পনা আছে কি না জানালে খুশি হব।

মু: আচ্ছা, বন্ধু মিন্টু, আপনাকে আমাদের অনুষ্ঠানের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আমি আগেও বেশ কয়েকবার এ-অনুষ্ঠানে বলেছি যে,'সুরের ধারার' লক্ষ্য হল আপনাদেরকে চীনা সংগীতের সাথে পরিচয় করিয়ে দেয়া। আপনারা 'আলো ছায়া' বা 'মুক্তার কথা' অনুষ্ঠানে বাংলা গান শুনতে পারেন। তারপরও, আমরা আপনার মতামত বিবেচনা করবো। আমি 'সুরের ধারা' অনুষ্ঠানের উপস্থাপক লিয়াং লিলিন লতাকে আপনার প্রস্তাব জানিয়ে দেব। ভালো থাকবেন। আপনাকে চিঠির জন্য ধন্যবাদ জানাই।

আ:বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার গ্লোবাল সিআরআইরেডিও লিসনার্সক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম তার চিঠিতে লিখেছেন: ২৪ এপ্রিল ঢাকার অদুরে সাভারে রানা প্লাজা ধসের ফলেব্যাপক হতাহতের ঘটনা ঘটে। সিআরআই থেকে দুর্ঘটনার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্যকর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। বাংলাদেশে তৈরি পোশাক কারখানায় এ-ধরণের মর্মান্তিক দুর্ঘটনাপ্রায়ই সংঘটিত হচ্ছে। এখানে শ্রমিকদের জন্য কাজের পরিবেশ ও সুযোগ-সুবিধার যথেষ্ট ঘাটতিরয়েছে। তাছাড়া, ভবন নির্মাণের ক্ষেত্রেও যথাযথ বিল্ডিং কোড মেনে চলা হচ্ছে না। এ-বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্টকর্তা ব্যাক্তিদের কোনো একজনের সাক্ষাত্কার প্রচার করার জন্য সিআরআইকে অনুরোধ জানাচ্ছি।

মু:বন্ধু আশরাফুল, দেশ-বিদেশের নানা গুরুত্বপূর্ণ খবর যথাসম্ভব দ্রুত আপনাদের কাছে পৌঁছে দেয়া আমাদের লক্ষ্য। বিশেষ করে বাংলাদেশ, ভারত ও চীনের খবরের ওপর আমরা সবিশেষ গুরুত্ব দিয়ে থাকি। আপনাকে চিঠির জন্য ধন্যবাদ। আর হ্যা, আপনার প্রস্তাব আমরা বিবেচনা করবো।

আ:বাংলাদেশের নওগাঁ জেলার ফ্রেন্ডজ রেডিও ক্লাবের সভাপতি দেওয়ান রাফিকুল ইসলাম তার চিঠিতে লিখেছেন: আমি প্রতিদিন সি আর আই বাংলা বিভাগের অনুষ্ঠান শুনিএবং ওয়েবসাইট ভিজিট করি। সি আর আই-এর ওয়েবসাইট যেনজ্ঞানের ভান্ডার। বিশ্বের যেখানেই যে ঘঠনা ঘটুক না কেন সি আর আই সেখানেই পৌঁছায়সাথে সাথে। তরতাজা টাটকা খবর, বিশ্বের জ্ঞান-বিজ্ঞান, জীবনযাত্রা, ইতিহাস, অর্থনীতি, নিদর্শন, ফ্যাশন জগতের খবর সবই জানতে পারিসি আর আই থেকে।

মু: বন্ধু দেওয়ান রাফিকুল ইসলাম, আপনার চিঠি পড়ে আমরা উত্সাহিত বোধ করছি। আমাদের লক্ষ্য হল, চীন ও গোটা বিশ্বকে শ্রোতাদের সামনে তুলে ধরা। আপনাদের জন্য আরো সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান প্রচারের এবং নান্দনিক ওয়েবপেজ তৈরির প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো।

আ:বাংলাদেশের ঝিনাইদহ জেলার ডি এক্স রেডিওফ্যান ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন বিদ্যুত তার চিঠিতে লিখেছেন: শৈশবে রেডিও গ্রামোফোনের প্রতি ছিল প্রচণ্ড আকর্ষণ। তারপরসিনেমা, টিভি। তবে 'রেডিও'-র প্রতি আলাদা একটা টান অনুভব করি। ঢাকা-খুলনাবেতারে বিভিন্ন অনুষ্ঠানে মতামত পাঠিয়ে ইথারে ভেসে আসা নিজের নামটি শুনে আচমকা শিহরিতহতাম বৈকি। এরপর রেডিওর নব ঘুরাতে ঘুরাতে আবিষ্কার করে চললাম নতুন নতুন বিদেশি বেতারঅনুষ্ঠান। লুকিয়ে অনুষ্ঠান শুনতাম আর টিফিনের পয়সা বাঁচিয়ে চিঠি লেখার খাম কিনতাম। এভাবে পরিচয় হলো বিশ্বেরনানা প্রান্তে ছড়িয়ে থাকা অনেক বন্ধুরসঙ্গে। এখন জীবন অনেক ব্যস্ত। ব্যস্ততম জীবনের খণ্ডিত অবসরে আমি এখন সেসব অনুষ্ঠানই শুনি যেগুলো ভালো লাগে। বলা বাহুল্য, সিআরআই-এর বাংলা অনুষ্ঠান সেগুলো অন্যতম। আমি গত বারো বছর ধরে শিক্ষকতা করছি। আমার পেশাগত জীবনে সাফল্যের জন্যও সিআরআই-কে খানিকটা কৃতিত্ব দিতে চাই। আপনাদের এই বৃহত্তরপরিবারের প্রধান ফটকের চোকাঠে দাড়িয়ে থাকা এই আমি নিজেকে একজন সদস্য ভাবতে আজো শিহরিতহই। অভিনন্দন আপনাদের সবাইকে।

মু: তিনি অনেক সুন্দর লিখেছেন, তাইনা? বন্ধু সাখাওয়াতহোসেন বিদ্যুত, আপনি অনেক ভাল লিখেছেন। রেডিওর প্রতি আলাদা আকর্ষণ অনুভব করার কারণও আছে। রেডিও হল তথ্য পাওয়ার সবচেয়ে সহজ ও সস্তা পদ্ধতি। এছাড়া, আমরা যেখানে যাই, রেডিও নিয়ে যেতে পারি। গাড়ি চালানো, রান্না করা ও চর্চা করার সময় রেডিও শুনতে পারি। সে যাই হোক, আপনার মতো একনিষ্ঠ শ্রোতার জন্য আমরাও গর্ব বোধ করি। আপনাকে চিঠির জন্য অনেক ধন্যবাদ। আশা করি, আরো বেশি বন্ধু আমাদের রেডিও পরিবারে আপনার মতো কায়মনোবাক্যে শামিল হবেন।

আ:আচ্ছা, বন্ধুরা, এখন গানের সময়। শুনুন 'আমার বুকের মধ্যিখানে, মন যেখানে' গানটি।আশা করি, আপনারা বাংলা চলচ্চিত্রের এই গানটি পছন্দ করবেন।

গান১

আ: আমরা মুক্তার কথা অনুষ্ঠানের বিষয় ও কাঠামো পরিবর্তন করার ঘোষণা দেয়ার পর অনেক শ্রোতার মতামত পেয়েছি। প্রথমে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের রাজশাহী জেলার লেকচারার্স রেডিওলিসনার্সক্লাব অ্যান্ড লাইব্রেরির পরিচালক মোঃ সাইফুল ইসলামের মতামত। তিনিলিখেছেন: প্রিয় সুকন্ঠি মুক্তা আপু, গত ২৭ এপ্রিলের 'মুক্তার কথা' অনুষ্ঠানে জানলাম যে,আপনারা অনুষ্ঠানটি নতুন ভাবে ঢেলে সাজাতে চান। বিষয়টি আমাদের ভাললেগেছে। বলতেচাই,প্রতিটি নতুন অনুষ্ঠানে অন্ততএকজন শ্রোতার টেলিফোন সাক্ষাত্কারআপনারা প্রচার করতে পারেন। প্রস্তাবটি ভেবে দেখবেন।

মু:ভাই সাইফুলইসলাম, আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমার মনে হয়, শ্রোতাদের সাক্ষাত্কার প্রচারিত হলে সবাই খুশি হবেন। আমরা আপনার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা করবো। আচ্ছা, আলিম অন্যান্য শ্রোতার মতামত কি আমাদের জানাবেন?

আ:অবশ্য জানাবো। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার রেডিও শ্রোতা সঙ্ঘের অজয় সরকার তার চিঠিতে লিখেছেন:আমি 'মুক্তার কথা' অনুষ্ঠানের কাঠামো ও আঙ্গিকে পরিবর্তন আনা হবে জানলাম। আমার প্রস্তাব হচ্ছে: বড় চিঠির সাথে ছোট চিঠিগুলিকেও গুরুত্ব দিতে হবে;কিছু চিঠিরপ্রাপ্তিস্বীকার করতে হবে; এবং অনুষ্ঠান থেকে সঙ্গীত বাদ দিতে হবে।

মু: আচ্ছা, বন্ধু অজয়, আমরা শ্রোতাদের সব চিঠিই সমান গুরুত্ব দিয়ে পড়ি। গুরুত্ব অনুসারে আমরা চিঠি অনুষ্ঠানে পড়ার জন্য বাছাই করি, চিঠি ছোট বা বড় হওয়া এক্ষেত্রে কোন মানদণ্ড নয়। আপনি অনুষ্ঠান থেকে সঙ্গীত বাদ দিতে বলেছেন। কিন্তু আমাদের বেশিরভাগ শ্রোতাই অনুষ্ঠানে সঙ্গীত শুনতে চান। তাই, সংখ্যাগরিষ্ঠ শ্রোতার মতামতকেই আমাদের অগ্রাধিকার দিতে হবে। আশা করি এ-ব্যাপারে আপনি আমাদের অবস্থান বুঝতে পারছেন। আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। আ:ভারতে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার অল ইন্ডিয়া সিআরআই লিসনার্স অ্যাসোসিয়েশনের বিধান চন্দ্র স্যান্নালও তার মতামত আমাদের পাঠিয়েছেন। তিনি লিখেছেন,....

মু: আচ্ছা, বন্ধু স্যান্নাল, আপনি আমাদেরকে অনেক মূল্যবান মতামত দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এখন আমরা আরেকজন শ্রোতার মতামত শুনবো।

আ:হ্যা, মতামত দিয়ে পরের চিঠি লিখেছেন, ভারতের পরিশ্চমবঙ্গের একই জেলার দেবাশীষ গোপ। তিনি চিঠিতে প্রস্তাব করেছেন....

মু: দু'জন শ্রোতাই মূল্যবান মতামত দিয়েছেন। আমরা আরো বেশি শ্রোতার মতামত পেতে চাই। আমরা অবশ্যই ভবিষ্যতে অনুষ্ঠানে শ্রোতাদের সাক্ষাত্কারের অংশ বাড়াবো। এছাড়া, আশা করি আপনারা আরো আকর্ষণীয় বিষয় সম্পর্কে অনুষ্ঠানে জানতে পারবেন। ধন্যবাদ।

আ: প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলুন একটিসুন্দর বাংলা গান শোনা যাক। আশা করি, সবাই গানটি পছন্দ করবেন।

গান ২

আ: প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্যধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলেমনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন।আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলাঅনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু:হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানাহলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাইচিয়ান। (মুক্তা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক