
শারীরিক কসরতে অলিম্পিক চ্যাম্পিয়ন চীনের ক্রীড়াবিদ ফেং চিয়ে সম্প্রতি তার উইয়েইপো-তে লিখেছেন, পেইচিংয়ে বাড়ি খুবই দামি, কিনতে পারবো না। তাঁর এ পোস্টের পর অনেক নেটনাগরিক মন্তব্য করেছেন যে, অলিম্পিক চ্যাম্পিয়নই যদি বাড়ি কিনতে না পারে, তাহলে সাধারণ মানুষ কি বাড়ি কিনতে পারবে? পেইচিংয়ে বাড়ির দাম আকাশচুম্বী। উইয়েইপোতে এ সম্পর্কিত খবর প্রকাশিত হওয়ার পর ৮ লক্ষাধিক মন্তব্য পোস্ট করেছেন নেট ব্যবহারকারীরা।
1 2 3 4