Web bengali.cri.cn   
অবশেষে ওয়ারেন বাফেটে'র টুইটার এ্যাকাউন্ট চালু
  2013-05-09 19:53:33  cri

মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের দেবতা বলে খ্যাত ওয়ারেন বাফেট ৮২ বছর বয়সী হলেও নতুন প্রযুক্তি বিষয়ে তাঁর আগ্রহ অন্য যেকোনো তরুনের থেকে অনেক বেশি। গত ২ মে বাফেট তার ব্যক্তিগত টুইটার আইডি চালু করেছেন। তার খ্যাতির কারণে এ আইডি রেজিস্ট্রেশনের ১০ মিনিটের মধ্যে ১০ হাজার অনুরাগীর মনোযোগ আকর্ষণ করেছে এবং তিন ঘণ্টার মধ্যে তার অনুরাগীর সংখ্যা বেড়ে ১.৪ লাখে দাঁড়িয়েছে।

বাফেট তার টউইটারে প্রথম যে তথ্য প্রকাশ করেছেন, সেটি হলো 'ওয়ারেন এখানে'।

বিবিসির খবরে জানা গেছে, বার্কশায়ার হাথাওয়ে গ্রুপের চেয়ারম্যান ও সিইও ওয়ারেন বাফেট সাধারণত নতুন প্রযুক্তির খাতে পুঁজি বিনিয়োগ করেন না। টুইটারে রেজিস্ট্রেশনের পর ব্যাপক অনুরাগী আর্কষণ করলেও তিনি কাউকেই প্রত্যুত্তর প্রদান করেন নি।

কিন্তু তার বন্ধু তাত্ক্ষণিক ভাবে এ প্রবীনকে অনুসন্ধান করে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। সফ্টওয়ারের প্রতিষ্ঠাতা বিল গেট্স বলেন, "টুইটারে আসার জন্য স্বাগত। প্রথম টুইটার সেতু রেস শুরু..."

উল্লেখ, বাফেটের গ্রুপের অধিনে ৮০টি কোম্পানি রয়েছে। সে কোম্পানিগুলো রেল, গার্মেন্টস, আসবাবপত্র এবং গয়না ক্ষেত্রে ছড়িয়ে গেছে। একই সঙ্গে বেশ কয়েকটি বিশাল কোম্পানির শেয়ারও রয়েছে গ্রুপের। যেমন, কোকাকোলা, ব্যাংকিং গ্রুপ ওয়েলস্ ফারগো এবং কম্পিউটার প্রস্তুতকারী আইবিএম।

টুইটারে প্রথম তথ্য প্রকাশ প্রসঙ্গে ওয়েল্থ ম্যাগাজিনকে দেওয়া এক স্বাক্ষাত্কারে বাফেট হাসতে হাসতে বলেন, 'একজন বৃদ্ধকে নতুন কিছু শিখাতে পারেন নি, কে বললেন কথাটা?"

এ দিকে অনেক অনুরাগী হয়তো হতাশী হবেন। কারণ বাফেট তার টউইটারে স্টোক বিনিয়োগের অভিজ্ঞতা বিনিময় করার পরিকল্পনা করেন নি।

(আমাদের ই-মেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক