Web bengali.cri.cn   
আগুণ প্রতিরোধ সম্পর্কিত কিছু তথ্য
  2013-05-09 19:54:17  cri

আগুণ লাগা সাধারণত প্রাকৃতিক দুর্যোগের কারণে অথবা মনুষ্যসৃষ্ট একটি বিপর্যয় হতে পারে। প্রাকৃতিক দুর্যোগের ওপর আমাদের হয়তো নিয়ন্ত্রণ নেই কিন্তু মনুষের অসচেতনতা বা অজ্ঞতার কারনে লাগা আগুন থেকে সৃষ্ট বিপর্যয় যেন না হয়, এই বিষয়ে অবশ্যই আমাদের করার মতো অনেক কিছু রয়েছে এবং অন্যদেরকেও এ বিষয়ের সাথে যুক্ত করতে পারি।

সহজেই আগুন জ্বলে উঠতে পারে এরকম দাহ্যপদার্থ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন। ভুল করে হলেও বৈদ্যুতিক তার বা সরঞ্জাম দিয়ে খেলতে দিবেন না।

বিছানায় বসে বা শুয়ে সিগারেট খাওয়া পরিহার করুন এবং সিগারেটের শেষ অংশ ভাল করে নিভিয়ে ফেলুন বা যেখানে সেখানে ফেলার অভ্যাস ত্যাগ করুন।

বৈদ্যুতিক লাইনের সংযোগ বা বিচ্ছিন্ন করা ক্ষেত্রে সর্তক হোন। মনে রাখবেন বৈদ্যুতিক তার কাটার যন্ত্রটির হাতল কোনোমতেই খোলা অবস্থায় অর্থাত্ তামার বা লোহার না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন।

আপনার ঘরে ০.৫ লিটারের বেশি পেট্রোল অথবা এলকোহলসহ সহজে আগুণ ধরে যায় এমন দাহ্য পদার্থ মজুদ রাখবেন না।

ওভেন, হিটার বা অন্যকোনো ইলেক্ট্রিক যন্ত্র চালুকরে দূরে কোথাও যাবেন না। অতিরিক্ত তাপমাত্রায় ভিতরে আগুণ লেগে মারাত্মক দূর্ঘটনা ঘটাতে পারে। আবার মশাল, মোম বা কুপি বাতি জাতীয় খোলা আগুন দিয়ে জিনিস পত্র বা দ্রব্য সামগ্রী খোঁজার সময়ে বিশেষ সর্তক হোন। কেননা যেকোনো মূহুর্তের অসচেতনতার কারনে আগুন লেগে যেতে পারে।

অফিস কক্ষ ত্যাগ করা বা বাসায় ঘুমানোর আগে ভাল করে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন। গ্যাসের সংযোগ কেটে দেন এবং আগুণ বা অভেন বন্ধ করেন।

বাসা বাড়ি বা অফিসের করিডোর ও সিঁড়ি সবসময়ে উন্মুক্ত, খোলা এবং পরিস্কার রাখুন। যেকোনো দূর্ঘটনার সাথে সাথে নিরাপত্তা কর্মী নির্বিঘ্নে উদ্ধার কার্য করতে পারে।

গ্যাস লিক হয়েছে যদি বঝুতে পারেন তাহলে তাত্ক্ষণিকভাবে গ্যাসের সংযোগ বিছিন্ন করুন এবং জানালা ও দরজা খুলে রাখুন, যাতে দ্রুত বাতাস প্রবেশ করতে পারে। এ সময়ে সিগারেট, মোমবাতি, দেয়াশলাই প্রভৃতি জ্বালানো থেকে সম্পূর্ণ বিরত থাকুন। প্রতিবার ব্যবহারের পর আপনার গ্যাসের চুলার সুইচ ঠিক মতো বন্ধ করা হয়েছে কিনা তা নিশ্চিত হয়েই চুলার স্থান ত্যাগ করুন।

আপনি যদি বাসায় ব্যবহৃত এল পি জি সিলিন্ডার কখনোই উল্টো বা উপরের দিক নিচের দিকে উল্টে রাখবেন না।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক