Web bengali.cri.cn   
প্রথম চীন-দক্ষিণ এশিয়া মেলার প্রেস ব্রিফিং পেইচিংয়ে অনুষ্ঠিত
  2013-05-07 15:11:15  cri

মে ৭: প্রথম চীন-দক্ষিণ এশিয়া মেলা আর ২১তম চীনের খুনমিং আমদানি ও রপ্তানি বাণিজ্য মেলা সম্পর্কিত প্রেস ব্রিফিং মঙ্গলবার সকালে পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনের উপ-বাণিজ্যমন্ত্রী লি চিন জাও আর ইয়ুন্নান প্রদেশের ডেপুটি গর্ভণর কাও শু সুয়েন প্রেস ব্রিফিংয়ে সংশ্লিষ্ট মেলা বিষয়ে সংবাদদাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতা প্রশ্ন করেন, চীন-দক্ষিণ এশিয়া মেলা কীভাবে ভারতের জন্য কল্যাণ বয়ে আনবে? এর উত্তরে লি চিন জাও বলেন, চীন ও ভারত হচ্ছে প্রতিবেশী দেশ। অর্থনীতি ও সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে দু'দেশের আদানপ্রদান সুদীর্ঘকালের। দু'দেশের মধ্যে উন্নয়নের সুষ্ঠু প্রবণতাও বজায় আছে। চীন ভারতের দ্বিতীয় বাণিজ্যিক দেশ। দু'দেশের উন্নয়নের ভবিষ্যত সম্ভাবনায় আমরা আশাবাদী। চীন-দক্ষিণ এশিয়া মেলা চীনে ভারতের শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রদর্শনের সুযোগ সৃষ্টি করবে এবং ভারতের পণ্য রপ্তানির জন্য এক বাণিজ্যিক প্লাটফর্ম সরবরাহ করবে।

কাও শু শুয়েন বলেন, টাটা গ্রুপের মতো ভারতের বিখ্যাত প্রতিষ্ঠানসহ দক্ষিণ এশীয় দেশগুলোর বহু শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে এবারের দক্ষিণ এশিয়া মেলায় সরাসরি যোগাযোগ স্থাপিত হবে।

উল্লেখ্য, ৬ থেকে ১০ জুন পর্যন্ত চীন-দক্ষিণ এশিয়া মেলা আর ২১তম খুনমিং আমদানি ও রপ্তানি বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। এবারের দক্ষিণ এশিয়া মেরার উদ্দেশ্য হচ্ছে 'চীন ও দক্ষিণ এশিয়ার সার্বিক সহযোগিতা ও উন্নয়ন অগ্রসর করা'। এ মেলার প্রতিপাদ্য হচ্ছে 'পরস্পরের কাছে উন্মুক্তকরণ, বাস্তব সহযোগিতা, পারস্পরিক উপকারিতা ও সম্প্রীতিময় উন্নয়ন'। (ইয়ু / লিপন)

মন্তব্য
লিঙ্ক