Web bengali.cri.cn   
আমি গায়ক -২
  2013-04-28 09:43:06  cri

সংগীত আমার জীবন, আমার জীবন সুরের ধারায়। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন 'সুরের ধারায়', চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ‌আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি, আপনাদের ভালো লাগে।

অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা কোনো গান শুনতে চান, তা অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আমরা আপনাদের প্রিয় গান প্রচার করার চেষ্টা করবো এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সিআরআইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত আমাদের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন আমাদের চালিকাশক্তি।

চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আপনাদের মনে আছে কি, গত অনুষ্ঠানে 'আমি গায়ক' শীর্ষক গানের প্রতিযোগিতার কথা বলেছিলাম? আপনাদের কেউ কেউ হয়তো ভুলে গেছেন। তাই, আমি আবার বলছি। এই টিভি প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচন করা হবে চীনের শ্রেষ্ঠ কণ্ঠের অধিকারীকে। প্রতি সপ্তাহে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৭ জন গায়ক ও গায়িকা অংশ নেন। দর্শকদের ভোটে নির্ধারিত হয় তাদের ভাগ্য। যে-প্রতিযোগী সবচে কম ভোট পাবেন, তিনি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বেন এবং পরের সপ্তাহে একজন নতুন প্রতিযোগী অন্য ৬ প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই হচ্ছে নিয়ম।

প্রতিযোগিতাটি ইতোমধ্যেই চীনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ফেসবুকের চীনা সংস্করণ 'রেনরেন' এবং 'টুইটারে' এ-প্রতিযোগিতা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আমরা সবাই এ অনুষ্ঠান পছন্দ করি। গত অনুষ্ঠানে আমরা শুনেছি গায়িকা শাং উয়েনচিয়ে, হুয়াং ছিশান, গায়ক হুয়াং গুয়ানজং, শা পাও লিয়াং ও সংগীত দল ইয়ুছুয়ানের গান। আজকে আমরা প্রতিযোগিতার অন্য গায়কদের গান উপভোগ করবো।

ছি ছিন চীনের তাইওয়ানের একজন বিখ্যাত মধ্যবয়সী গায়ক। তিনি অনেক বছর ধরে গান লিখে ও গেয়ে আসছেন। তিনিও 'আমি গায়ক' প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এবং 'বাইরের বিশ্ব' গানটি গেয়ে প্রতিযোগিতার প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছেন। এখন আমরা শুনবো তার গান 'বাইরের বিশ্ব'।

(গান)

আগেই বলেছি, এ-প্রতিযোগিতার নিয়ম হচ্ছে দর্শকদের ভোটে নির্ধারিত হয় ৭ জন প্রতিযোগীর ভাগ্য। যে-প্রতিযোগী সবচে কম ভোট পাবেন, তিনি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বেন এবং পরের সপ্তাহে একজন নতুন প্রতিযোগী অন্য ৬ প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। হুয়াং গুয়ানজং ছিটকে পড়ার পরে একজন নতুন গায়ক লিন জিসুয়ান প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তাঁর গায়কী ঢং খুব ভাল। তিনি একটি গান 'বিদায় নিইনি' গেয়ে নতুন রাউন্ডে চ্যাম্পিয়ন হন। এখন আপনাদের শোনাবো এ-গানটি। পরে গায়িকা ছেনমিংয়ের গান 'প্রেমিকের অশ্রু' শুনবেন।

(গান)

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুরের ধারায়, চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ‌আছি আমি লতা। আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন, তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn। আবার বলি, ben@cri.com.cn। ই-মেইলের মাধ্যমে আমাকে আপনার নিজের লেখা গান দিতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো। সে যাক, আজকের সুরের ধারায় সংগীতানুষ্ঠানের থিম হলো চীনের বিখ্যাত গানের প্রতিযোগিতা 'আমি গায়ক'। অনুষ্ঠানের শেষ দিকে আমরা গায়ক ইয়াং জংউয়েইয়ের গান 'সংযমী' এবং গায়ক চৌ সিয়াওউয়ের গান 'আমাকে ভালবাসো কী?' শুনবো। আশা করি আপনাদের ভালো লাগবে।

(গান)

প্রিয় সংগীতপ্রেমী বন্ধুরা, দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এল। তাই আজকের মতো গানের ঝাপি বন্ধ করতে হচ্ছে। আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সাথেই থাকুন। যাই চিয়ান।(লতা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক