সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেনতো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি, আপনাদের ভালো লাগে।
অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা কোনো নির্দিষ্ট গান শুনতে চান, তবে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আমরা আপনাদের প্রিয় গান প্রচার করার চেষ্টা করবো এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সিআরআইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন আমাদের চালিকাশক্তি।
চলে যাচ্ছি 'সুরের ধারায়'। বতর্মানে চীনের টেলিভিশন চ্যানেলে প্রচারিত হচ্ছে একটি গানের প্রতিযোগিতা অনুষ্ঠান। প্রতিযোগিতার নাম 'আমি গায়ক'। এ-প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচন করা হবে চীনের শ্রেষ্ঠ কণ্ঠের অধিকারীকে। প্রতি সপ্তাহে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৭ জন গায়ক ও গায়িকা অংশ নেন। দর্শকদের ভোটে নির্ধারিত হয় তাদের ভাগ্য। যে-প্রতিযোগী সবচে কম ভোট পাবেন, তিনি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বেন এবং পরের সপ্তাহে একজন নতুন প্রতিযোগী অন্য ৬ প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই হচ্ছে নিয়ম।
প্রতিযোগিতাটি ইতোমধ্যেই চীনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ফেসবুকের চীনা সংস্করণ 'রেনরেন' এবং 'টুইটারে' এ-প্রতিযোগিতা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আমরা সবাই এ অনুষ্ঠান পছন্দ করি। আপনাদের এখন নিয়ে যাব সে-অনুষ্ঠানে এবং উপভোগ করবো সুন্দর সুন্দর গান। প্রথমে আমরা শুনবো চীনের একজন তরুণী গায়িকা শাং উয়েনচিয়ের গান। গানের নাম 'চূড়ান্ত বিশ্বাস'। সত্যি কথা বলি, এ গান আমার মনকে নাড়া দিয়েছে।
(গান)
সুপ্রিয় শ্রোতা, এ-গান আপনাদের মনকে নাড়া দিয়েছে কি? গায়িকা শাং উয়েনচিয়ে এখনো বিখ্যাত হননি; তবে এ-গান 'চূড়ান্ত বিশ্বাস' সত্যি ভাল। আশা করি শাং উয়েনচিয়ের কণ্ঠে আমারা আরো সুন্দর সুন্দর গান শুনতে পাবো। আচ্ছা, এখন আমরা প্রতিযোগিতার অন্য প্রতিযোগীদের গান শুনবো। আশা করি আপনাদের মনে আছে, আগের অনুষ্ঠানে আমি চীনের বিখ্যাত সংগীত দল 'ইয়ু ছুয়ানের' গান প্রচার করেছিলাম। 'ইয়ু ছুয়ান'ও এ-প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এ ছাড়া, চীনের প্রথম ব্যান্ড বিয়ন্ডের গিটার বাদক হু্য়াং গুয়ানজংও প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আগের অনুষ্ঠানে আমি বিয়ন্ডের গল্পও বলেছি। এখন আমরা শুনবো 'ইয়ু ছুয়ানের' গান 'বর্ষীয়ান ছেলে' এবং হু্য়াং গুয়ানজংয়ের গান 'সাগর বিশাল, আকাশ সীমাহীন'।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি লতা। আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন, তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn। আবার বলি, ben@cri.com.cn। ই-মেইলের মাধ্যমে আমাকে আপনার নিজের লেখা গান দিতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো। সে যাক, আজকের সুরের ধারায় সংগীতানুষ্ঠানের থিম হলো চীনের বিখ্যাত গানের প্রতিযোগিতা 'আমি গায়ক'। অনুষ্ঠানের শেষ দিকে আমরা একজন খুব শক্তিশালি গায়ক ও একজন সুকণ্ঠী গায়িকার গান শুনবো। গায়ক শা পাওলিয়াংয়ের গান 'শরত্কালের গন্ধ নিবিড়' শেক্সপিয়রের কবিতার মতো সুন্দর। গায়িকা হুয়াং ছিশানের গানও খুব চিত্তাকর্ষক। তাই এখন আমরা শা পাওলিয়াংয়ের 'শরত্কালের গন্ধ নিবিড়' ও হুয়াং ছিশানের 'আই উইল অলওয়েজ লাভ ইউ' শুনবো। আশা করি আপনাদের ভাল লাগবে।
প্রিয় শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এল। আজকের মতো গানের ঝাপি বন্ধ করতে হচ্ছে। 'আমি গায়ক' প্রতিযোগিতা শেষ হয়নি। তাই আগামী সপ্তাহের সুরের ধারায় 'আমি গায়ক' প্রতিযোগিতায় অংশগ্রহণকারী গায়ক ও গায়িকার আরো গান আপনাদের শোনাবো। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সাথেই থাকুন। যাই চিয়ান।(লতা/আলিম)