দুর্ঘটনাস্থালে এখন স্বাস্থ্যরক্ষা ও রোগ প্রতিরোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। সেখানকার অধিবাসীরা কষ্ট কাটিয়ে উঠছে; স্বাভাবিক হতে যাচ্ছে দৈনদিন জীবন।
এদিকে এ দুর্ঘটনার কারণে শনিবার শোক দিবস পালন করা হবে সি ছুয়ান প্রদেশে। ভূমিকম্পে নিহতদের স্মরণে ওইদিন সকাল ৮টা ২ মিনিট থেকে তিন মিনিট নিরবতা পালন করবে প্রদেশের নাগরিকরা। ওইসময় সতর্কতামূলক সাইরেন এবং প্রদেশের সকল মোটরগাড়ি ও জাহাজ থেকে ভেপু বাজানো হবে। ওইদিন সেখানে সব ধরনের বিনোদনমূলক কর্মকাণ্ড বন্ধ থাকবে।
ওদিকে চীনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, দুর্যোগোত্তর ত্রাণ ও পুর্নবাসনের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে মন্ত্রণালয় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সংক্রান্ত মূল্যয়ন কাজ শুরু করেছে।
ভূমিকম্পের ফলে বুধবার বিকেল ছ'টা নাগাদ মৃতের সংখ্যা পৌঁছায় ১৯৬ জনে। ওই সময় পর্যন্ত নিখোঁজ ছিল ২১ জন এবং আহত হয় ১৩ হাজার ৪৮৪ জন। আহতদের মধ্যে ৯৯৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া, ভূমিকম্পে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়ি লক্ষাধিক মানুষ। (ওয়াং তান হো/এসআর)