Web bengali.cri.cn   
সি ছুয়ান ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত হয়েছে ১৯৬ জন; নিখোঁজ ২১
  2013-04-25 19:19:01  cri
এপ্রিল ২৫: বুধবার বিকেল ছ'টা পর্যন্ত চীনের সি ছুয়ান প্রদেশের লু শান জেলায় সংঘটিত ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৬ জনে। সে-সময় পর্যন্ত নিখোঁজ রয়েছে ২১ জন নিখোঁজ এবং আহত হয়েছে ১৩ হাজার ৪৮৪ জন। আহতদের মধ্যে ৯৯৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া, ভূমিকম্পে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়ি লক্ষাধিক মানুষ। সি ছুয়ানের প্রাদেশিক সরকারের স্থায়ী উপ-গভর্নর জোং মিয়ান বৃহস্পতিবার রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ-তথ্য জানান। (ওয়াং তান হোং/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক