
চীন ভূমিকম্পের উদ্ধার ও ত্রাণ কাজ জোরদার করবে

2013-04-24 20:37:16 cri
এপ্রিল ২৪: বুধবার চিনের প্রধানমন্ত্রী লি খো ছিয়াং-এর সভাপত্বিতে রাষ্ট্রীয় পরিষদের স্থায়ী সম্মেলন আয়োজিত হয়েছে।
সম্মেলনে সি ছুয়ান প্রদেশের লু শান ভূমিকম্পের ত্রাণ ও উদ্ধার কাজ জোরদার করা, ক্ষয়ক্ষতি কমানোর নির্দেশ দেয়া হয়েছে।
সম্মেলনে লি খো ছিয়াং বলেন, রাষ্ট্রীয় পরিষদের সংশ্লিষ্ট বিভাগের উচিত নিজের দায়িত্ব পালন করে ভূমিকম্পের উদ্ধার ও ত্রাণ কাজ জোরদার করা। (শুয়েইফেইফেই)
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
