
লুশান ভূমিকম্প বিষয়ক আলোচনা

2013-04-23 20:14:35 cri
বন্ধুরা, ২০১৩ সালের ২০ এপ্রিল সকাল ৮টা ২মিনিটে চীনের সিছুয়ান প্রদেশের ইয়াআন শহরের লুশান জেলার লোংমেই থানায় (উত্তর অক্ষাংশ ৩০.৩ ডিগ্রি, পূর্ব দ্রাঘিমা ১০৩.০ ডিগ্রি) ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর ভূমিকম্পের উত্পত্তি কেন্দ্রের গভীরতা ১৩ কিলোমিটার। ২৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত লুশান ভূমিকম্পে ১৯৩ জন নিহত, ২৫ জন নিখুঁজ আর ১২২১১ জন আহত হয়েছে। আজকের খোলামেলা অনুষ্ঠানে ইয়ু কুয়াং ইউয়ে, সাইদুল রহমান লিপন আর আলিমুল হক ভূমিকম্প বিষয়ক আলোচনা করেছেন।
সংশ্লিষ্ট প্রতিবেদন

| ||||
মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
